ETV Bharat / entertainment

শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে ফের বাংলা সিনেমায় 'শুভ মহরৎ' রাখী গুলজারের!

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 12:48 PM IST

Updated : Dec 1, 2023, 1:21 PM IST

Amar Boss: দীর্ঘদিন পর বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিরছেন রাখী গুলজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা ও পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'আমার বস'। সেখানেই দেখা যাবে এই অভিনেত্রীকে ৷

Amar Boss
বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিরছেন রাখী গুলজার

কলকাতা, 1 ডিসেম্বর: তিনি ফিরছেন বাংলা সিনেমায়। তাঁর অসামান্য অভিনয় ফের দেখা যাবে পর্দায়। দীর্ঘ অপেক্ষা শেষে যেন স্বপ্ন পূরণ শিব প্রসাদ-নন্দিতার। কারণ তাঁদের পরিচালনায় ফের বাংলা সিনেমায় ফিরছেন কিংবদন্তী অভিনেত্রী রাখি গুলজার। শিব প্রসাদ ও নন্দিতা রায়ের পরিচালনায় 'আমার বস' ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফে সোশাল মিডিয়া এই খবরই পোস্ট করা হয়েছে ৷ এই ছবিতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও। রয়েছেন শিবপ্রসাদ নিজে। শুটিং শুরু জানুয়ারি মাস থেকেই ।

উইন্ডোজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়েছে, "রক্তবীজ পঞ্চাশ দিনের পথে... বিশ্বজুড়ে রক্তবীজের রমরমা এখনও অব্যাহত, আর তারমধ্যেই শুরু হতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি, আরও একটা নতুন গল্প আর একটা নতুন চমক। ছবির নাম 'আমার বস'। এই নতুন পথ চলায় আমাদের সঙ্গে আছেন প্রবীন শিল্পী রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাট্টোপাধ্যায় । নতুন বছরের জানুয়ারি মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হবে । আশা করি প্রত্যেকবারের মত এবারও আপনাদের পাশে পাব।"


বর্তমানে টলিউডে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । একের পর এক ছক্কা হাঁকিয়ে কাজ করছেন তিনি। তাঁর ছবির তালিকায় শুভ্রজিৎ মিত্রর 'দেবী চৌধুরানী', রাজর্ষি দে'র 'সাদা রঙের পৃথিবী'তে কাজ করেছেন ৷ পাশাপাশি অভিনেত্রীর তালিকায় যুক্ত আরও একটি ছবির নাম । কৌশিক গাঙ্গুলির সঙ্গে 'কাবেরী অন্তর্ধান'-এ নিজেকে আরও একবার প্রমাণ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । যদিও শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের সঙ্গে এটাই প্রথম কাজ তাঁর ৷ তবে, কোন চরিত্রে তিনি রয়েছেন সেই ব্যাপারে মুখ খুলতে নারাজ অভিনেত্রী ।

আরও পড়ুন:

  1. চলচ্চিত্র উৎসবে 'খেলা হবে' ! গেম অন সেকশনে জায়গা পেল সৃজিতের 'সাবাশ মিঠু'
  2. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর
  3. জিতের জন্মদিনে অভিনেতাকে ঘিরে আবেগী দুই কনিষ্ঠা অভিনেত্রী
Last Updated : Dec 1, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.