ETV Bharat / entertainment

Sidharth On Kiara: 'আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ...' কাকে ইঙ্গিত করলেন সিদ্ধার্থ, গুঞ্জন নেটপাড়ায়

author img

By

Published : Jul 11, 2023, 7:46 PM IST

স্ত্রী প্রশংসায় পঞ্চমুখ হাবি সিদ্ধার্থ ৷ সর্বসমক্ষে জানালেন, বিয়ের পর জীবনের অন্যতম সম্পদ কিয়ারা ৷ সিডের উত্তর শুনে আবেগতাড়িত নেটিজেনরা ৷

Etv Bharat
স্ত্রী প্রশংসায় পঞ্চমুখ হাবি সিদ্ধার্থ

হায়দরাবাদ, 11 জুলাই: বলিউডের অন্যতম রোম্যান্টিক জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ৷ প্রেম জীবন গোপন রাখলেও বিয়ের পর থেকে একে অপরের প্রশংসা করতে কোনও খামতি রাখেন না ৷ যদিও এই দিক থেকে নেটিজেনরা এগিয়ে রেখেছেন সিডকেই ৷ কারণ যে কোনও অনুষ্ঠান হোক বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, ঘরণি কিয়ারার প্রশংসা বারবার শোনা গিয়েছে সিডের মুখে ৷ জানিয়েছেন, তাঁর কাছে বিয়ের মানে কী? সেই উত্তর শুনে আপ্লুত অনুরাগীরা ৷

সম্প্রতি একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে দেখা গিয়েছে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' অভিনেতাকে ৷ সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন 'কিয়ারা ভাবি' সম্পর্কে ৷ এই প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে যান সিদ্ধার্থ ৷ সদ্য বিবাহিত সিড বলেন, " নতুন নতুন বিয়ে হয়েছে ৷ আমি খুব আনন্দে আছি ৷"

এরপরেই তাঁর কাছে প্রশ্ন আসে, বিয়ে থেকে কী শিখেছেন তিনি ৷ শেরশাহ অভিনেতা বলেন, "বিয়ে আসলে একটা খেলা ৷ আমি এটা অনুভব করেছি যে, বিয়েতে 'আমি' বলে কিছু হয় না ৷ সেখানে শুধুমাত্র 'আমরা' হয় ৷ এটাই বিয়ের আসল মন্ত্র ৷" এরপরেই অভিনেতা কিয়ারাকে উদ্দেশ্য করে বলেন, "আমার স্ত্রী কিয়ারা সবচেয়ে মূল্যবান সম্পদ ৷"

উল্লেখ্য, এই অনুষ্ঠানে অভিনেতা সিদ্ধার্থকে দেখা গিয়েছে সবুজ রঙের টি-শার্টে ৷ সঙ্গে মানানসই কার্গো প্যান্ট ৷ শার্টের সঙ্গে ছিল বাদামী রঙের জ্যাকেট ৷ 'শেরশাহ' অভিনেতার এই ধরনের প্রতিক্রিয়ায় মজেছেন অনুরাগীরাও ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই এক অনুরাগী লিখেছেন, "সিড-কিয়ারার উপরে ভগবানের আর্শীবাদ সবসময় থাকুক ৷" আবার কেউ ভালোবাসা ইমোজি দিয়ে লিখেছেন, "সবচেয়ে মূল্যবান জুটি ৷"

আরও পড়ুন: নাস্তিক কাঞ্জিভাইয়ের পর এবার আস্তিক কান্তি শরণের কাহিনি, আগ্রহ বাড়াল অক্ষয়ের 'ওএমজি 2'

প্রসঙ্গত, 2021 সালে 'শেরশাহ' ছবির শুটিংয়েই একে অপরের প্রেমে পড়েন সিদ্ধার্থ-কিয়ারা ৷ রিলের প্রেম পরিণতি পায় রিয়েলে ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত পাকে বাধা পড়ে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.