ETV Bharat / entertainment

Srikanta Remembers Salil Chowdhury: অপরিসীম ধৃষ্টতা! ঈশ্বরের হারমোনিয়ামে সুর তুলে সলিল-স্মরণ শ্রীকান্তর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 10:46 AM IST

আজ সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীকে হারানোর দিন ৷ সুরের আকাশের এই ধ্রুবতারাকে একেবারে অন্যভাবে শ্রদ্ধা জানালেন গায়ক শ্রীকান্ত আচার্য ৷

Pic Antara Chowdhury Facebook
সলিল চৌধুরীর হারমোনিয়াম বাজালেন শ্রীকান্ত

কলকাতা, 5 সেপ্টেম্বর: 'আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা...' কিংবা 'কোনও এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো...' এমন সব গানের পংক্তি আজও হঠাৎ কোনও একলা মুহূর্তে গুনগুন করে ওঠেন অনেকেই ৷ স্রষ্টার নাম নিশ্চয় আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই ৷ গনসঙ্গীতের হোমানলে দীক্ষিত এই মানুুষটির নাম সলিল চৌধুরী ৷ তিনি বাংলা গানের নতুন যুগের স্রষ্টা কি না তা নিয়ে তর্ক-বিতর্ক চলতেই পারে ৷ তবে তাঁর সুর বাঙালির প্রাণে যে নতুন জোয়ার এনেছিল এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আজ শিক্ষক দিবস ৷ আর এই দিনেই বাংলা হারিয়েছিল সঙ্গীতগুরু সলিল চৌধুরীকে ৷ এবার এই বিশেষ দিনটিতে একেবারে অন্যরকমভাবে তাঁকে শ্রদ্ধা জানালেন গায়ক শ্রীকান্ত আচার্য ৷

শ্রীকান্ত বারবার স্বীকার করেছেন সলিল চৌধুরীর গান তাঁকে কীভাবে প্রভাবিত করেছে ৷ তাই সোমবার রাতে ফেসবুকে তিনি শেয়ার করলেন একটি বিশেষ মুহূর্তের ছবি ৷ তিনি জানিয়েছেন মাসখানেক আগে 'সঙ্গীতের ঈশ্বর' সলিল চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ তাঁর কন্যা অন্তরা চৌধুরীর সঙ্গে বসে সুর তুলেছিলেন সলিলের হারমোনিয়ামে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ঘটনার উল্লেখ করে তিনি এদিন তিনি লেখেন, "হ্যাঁ, অপরিসীম ধৃষ্টতা হচ্ছে জেনেও এই হারমোনিয়াম স্পর্শ করার দুর্মর লোভ সম্বরণ করতে পারলাম না ৷ বাজিয়ে একটু গাওয়ার দুঃসাহসও করে ফেললাম ৷ সেই হারমোনিয়াম সঙ্গীতের ঈশ্বর সলিল চৌধুরীর । ওই দুঃসাহস আর প্রশ্রয় আমাকে দিল অন্তরা... প্রায় মাসখানেক আগের এক সন্ধেবেলা ।"

আরও পড়ুন: 'এমন মানবিক মানুষ এখন দেখি না'- উত্তমস্মরণে অভিনেত্রী মাধবী

এই হারমোনিয়ামেই একসময় বেজেছে সলিল চৌধুরীর হাতে ৷ তৈরি হয়েছে 'হঠাৎ ভীষণ ভালো লাগছে' কিংবা 'পথ হারাবো বলেই এবার পথে নেমেছি'র গান ৷ বাংলার পাশাপাশি হিন্দিতেও সমান তালে নিজেকে প্রমাণ করেছিলেন সলিল ৷ উপহার দিয়েছিলেন একের পর এক সুপারহিট গান ৷ কখনও লতা মঙ্গেশকর, কখনও হেমন্ত মুখোপাধ্যায় কখনও কিশোর কুমার কণ্ঠ দিয়েছেন তাঁর সুরে সুরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.