ETV Bharat / entertainment

টলিপাড়ায় উঠে গেল কর্মবিরতি, শুটিং শুরু সিনেমা-সিরিয়ালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 1:13 PM IST

Etv Bharat
টলিপাড়ায় উঠে গেল কর্মবিরতি

Tollywood Studio Para: পরিচালন সমিতির নির্বাচনে ভোটে দাঁড়াতে বাধা, এই অভিযোগে টেকনিশিয়ানদের একাংশ টলিপাড়ায় ডাক দেন কর্মবিরতির ৷ তবে মিটেছে সমস্যার সমাধান ৷ শুরু হয়েছে সিনেমা-সিরিয়াল ছবির শুটিং ৷

কলকাতা, 16 জানুয়ারি: টালিগঞ্জে হঠাৎ কর্মবিরতির ডাক। মঙ্গলবার সাত সকালে থমকে যায় স্টুডিয়োপাড়ায় শুটিং। তবে, জট কাটিয়ে ফের কাজে মন দিয়েছেন টেকনিশিনরা। কর্মবিরতির ডাক তুলে বহাল তবিয়তে চলছে সিনেমা এবং সিরিয়ালের শুটিং। ফের কর্মমুখর টলিপাড়া।

আগামী 23 জানুয়ারি পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। অভিযোগ, নির্বাচনে টেকনিশিয়ানিদের ভোটে দাঁড়াতে নাকি নিষেধ করেছেন কয়েকজন গিল্ড-কর্তা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে এদিন কর্মবিরতির ডাক দিয়েছিলেন টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ, বিশেষত ইলেকট্রিশিয়ানরা। সকাল থেকে এক প্রকার শুনশান ছিল টলিপাড়া। হঠাৎ এই সিদ্ধান্তে থমকে গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা 'মাই বস' ছবিরও শুটিং। তবে, এখন ফের চেনা ছন্দ টলিপাড়ায়। জোরকদমে চলছে শুটিং। 'সন্ধ্যাতারা' ধারাবাহিকের পরিচালক অয়ন সেনগুপ্ত বলেন, "আমরা শুটিং শুরু করেছি। আমাদের কাছে খবর এসেছে যে সব সমস্যা মিটে গিয়েছে।"

'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বলেন, "শুটিং চলছে আমাদের।" পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ কোনও সমস্যার কারণে তাঁরা কোথাও লোক পাঠায়নি। শুটিং করা যাবে না। শীতকালে দিন ছোট। রাখী দি'র মতো একজন সিনিয়র আর্টিস্ট মুম্বই থেকে কাজ করতে এসেছেন, সীমিত সময়ের জন্যই তাঁকে পাওয়া গিয়েছে। সেখানে শ্যুটিং আটকে যাওয়া মানে বিপুল ক্ষতি। স্বাভাবিকভাবেই এই কর্মবিরতি গোটা একটা দিন চললে অসুবিধার মুখে পড়তে হত সিরিয়াল কর্তাদেরও। জমা পড়ত না টেলিকাস্টও। প্রিয় ধারাবাহিক থেকে বঞ্চিত হতেন টেলিদর্শককূল। তবে সমস্যা মিটে গিয়ে ফের চেনা ছন্দে ধরা দিয়েছে স্টুডিয়োপাড়া ৷ জোরকদমে চলছে শুটিং ৷

আরও পড়ুন:

1. 'স্টেজ থেকে নামার পর সময় চাই, নাহলে প্রতিবাদ নেমেসিসের ভাষা হয়ে যাবে', মুখ খুললেন রকস্টার

2. আগে জীবন নাকি আবদারের সেলফি? তারকা বলেই ট্রোলড! উত্তর খুঁজল ইটিভি ভারত

3. প্রকাশ্যে ফিল্মফেয়ারের নমিনেশন লিস্ট, সেরা-সহ অভিনেতার তালিকায় বাংলার টোটা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.