ETV Bharat / entertainment

প্রকাশ্যে ফিল্মফেয়ারের নমিনেশন লিস্ট, সেরা-সহ অভিনেতার তালিকায় বাংলার টোটা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 12:03 PM IST

69th Filmfare Awards ceremony: 28 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৷ এবারের আসর বসতে চলেছে গুজরাতে ৷ কারা কারা রয়েছেন এই বছরের নমিনেশনে, রইল একনজরে ৷

Etv Bharat
69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশনে জায়গা পেলেন টোটা রায়চৌধুরী

হায়দরাবাদ, 16 জানুয়ারি: এভাবেও ফিরে আসা যায় ৷ বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরীর ফিল্মি কেরিয়ারকে ব্যাখ্যা করা যায় এইভাবেই ৷ টলিউডের প্রথম সারির তারকাদের ভিড়ে হারিয়ে যেতে বসা টোটা সিরিয়ালের হাত ধরে আবার সিনেপর্দায় বাউন্সব্যাক করবেন তা অনেকেই ভাবেননি ৷ হিন্দি ছবির জন্য ফিল্মফেয়ার নমিনেশন পাওয়া তাঁর কেরিয়ারের অন্যতম 'রিস্টার্ট' ৷ রবিবার রাতেই প্রকাশ্যে এসেছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশনের তালিকা ৷ সেখানে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির জন্য সেরা-সহঅভিনেতার নমিনেশন পেয়েছেন টোটা ৷ আর কারা রয়েছেন নমিনেশনের তালিকায়, দেখে নেওয়া যাক এক নজরে ৷

সেরা চলচ্চিত্র

টুয়েলভথ ফেল, অ্যানিম্যাল, জওয়ান, ওএমজি 2, পাঠান, রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা পরিচালক

অমিত রাই (ওএমজি 2), অ্যাটলি (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি কি প্রেম কাহানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান), বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

বেস্ট ফিল্ম ক্রিটিকস

টুয়েলভথ ফেল (বিধু বিনোদ চোপড়া), ভিড় (অনুভব সিনহা), ফারাজ (হংসল মেহতা), জোরাম (দেবাশিষ মাখিজা), শ্যাম বাহাদুর (মেঘনা গুলজার), থ্রি অফ আস (অবিনাশ অরুণ ধাওয়ারে), জুইগাতো (নন্দিতা দাস)

সেরা অভিনেতা

রণবীর কাপুর (অ্যানিম্যাল), রণবীর সিং (রকি অউর রানি কি প্রেম কাহানি), শাহরুখ খান (ডাঙ্কি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর 2), ভিকি কৌশল (শ্যাম বাহাদুর)

সেরা অভিনেতা ক্রিটিকস

অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ আহলাওয়াত (থ্রি অফ আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি 2), রাজকুমার রাও (ভেড়), ভিকি কৌশল (শ্যাম বাহাদুর), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী

আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি), ভূমি পেদনেকর (থ্যাঙ্ক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান)

কিয়ারা আদবানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডাঙ্কি)

সেরা অভিনেত্রী ক্রিটিকস

দীপ্তি নেভাল (গোল্ডফিশ), ফতেমা সানা শেখ (ধক্ ধক্), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), সাইয়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জুইগাতো), শেফালী শাহ (থ্রি অফ আস)

সেরা-সহ অভিনেতা

আদিত্য রাওয়াল (ফারাজ), অনিল কাপুর (অ্যানিম্যাল), ববি দেওল (অ্যানিম্যাল), ইমরান হাসমি (টাইগার 3), টোটা রায়চৌধুরী (রকি অউর রানি কি প্রেম কাহানি), ভিকি কৌশল (ডাঙ্কি)

সেরা-সহ অভিনেত্রী

জয়া বচ্চন (রকি অউর রানি কি প্রেম কাহানি), রত্না পাঠক (ধক্ ধক্), শাবানা আজমি (ঘুমর), তৃপ্তি দামরি (অ্যানিম্যাল), ইয়ামি গৌতম (ওএমজি 2)

সেরা গীতিকার

অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে- জরা হটকে জরা বাঁচকে),

অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)

গুলজার (ইতনি সি বাত- শ্যাম বাহাদুর)

জাভেদ আখতার (নিকলে থে কভি হাম ঘর সে- ডাঙ্কি)

কুমার (ছলেয়া- জওয়ান)

সিদ্ধার্থ - গরিমা (সতরঙ্গ- অ্যানিম্যাল)

স্বানন্দ কিরকিরে এবং আইপি সিং (লুট পুট গায়া- ডাঙ্কি)

বেস্ট মিউজিক অ্যালবাম

অ্যানিম্যাল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, অশিম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

ডাঙ্কি (প্রীতম)

জওয়ান (অনিরুধ রবিচন্দর)

পাঠান (বিশাল ও শেখর)

রকি অউর রানি কি প্রেম কাহানি (প্রীতম)

তু ঝুঠি ম্যায় মক্কার (প্রীতম)

জরা হটকে জরা বাঁচকে (শচীন-জিগর)

বেস্ট প্লে-ব্যাক সিঙ্গার (পুরুষ)

অরিজিৎ সিং (লুট পুট গয়া- ডাঙ্কি)

অরিজিৎ সিং (সতরঙ্গ- অ্যানিম্যাল)

ভূপিন্দর বাব্বল (অর্জন ভাইলি- অ্যানিম্যাল)

শহীদ মাল্য (কুরময়ী- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সোনু নিগম (নিকলে থে কভি হাম ঘর সে- ডাঙ্কি)

বরুণ জৈন, শচীন- জিগার, শাদাব ফরিদি, আলতামাশ ফরিদি (তেরে ওয়াস্তে ফলক- জরা হাটকে জরা বাঁচকে)

বেস্ট প্লে-ব্যাক সিঙ্গার (মহিলা)

দীপ্তি সুরেশ (আরারারি রারো- জওয়ান)

জোনিতা গান্ধি (হেই ফিকার- 8 এএম মেট্রো)

শিল্পা রাও (বেশরম রং- পাঠান)

শিল্পা রাও (ছালেয়া- জওয়ান)

শ্রেয়া ঘোষাল (তুম ক্যায়া মিলে-রকি অউর রানি কি প্রেম কাহানি)

শ্রেয়া ঘোষাল (ভে কমলেয়া- রকি অউর রানি কি প্রেম কাহানি)

বেস্ট স্টোরি

অমিত রাই (ওএমজি 2), অনুভব সিনহা (ভেড়), অ্যাটলি (জওয়ান), দেবাশীষ মাখিজা (জোরাম), ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় (রকি অউর রানি কি প্রেম কাহানি), করণ শ্রীকান্ত শর্মা (সত্যপ্রেম কি কথা), পারিজাত জোশী ও তরুণ দুদেজা (ধক্ ধক্), সিদ্ধার্থ আনন্দ (পাঠান)

বেস্ট স্ক্রিন-প্লে

অমিত রাই (ওএমজি 2), ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় (রকি অউর রানি কি প্রেম কাহানি), ওমকার অচ্যুত বারভে, অর্পিতা চট্টোপাধ্যায় এবং অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস), সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রণয় রেড্ডি ভাঙ্গা এবং সুরেশ বান্দারু (অ্যানিম্যাল), শ্রীধর রাঘবন (পাঠান), বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সংলাপ

আব্বাস টায়ারওয়ালা (পাঠান), অমিত রাই (ওএমজি 2), ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি), সুমিত অরোরা (জওয়ান), বরুণ গ্রোভার এবং শোয়েব জুলফি নাজির (থ্রি অফ আস), বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর

অলোকানন্দ দাশগুপ্ত (থ্রি অফ আস), হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল), কারেল আন্তোনিন (আফওয়াহ), কেতন সোধা (শ্যাম বাহাদুর), সঞ্চিত বলহারা, অঙ্কিত বলহারা (পাঠান), শান্তনু মৈত্র (টুয়েলভথ ফেল), তাপস রেলিয়া (গোল্ডফিশ)

সেরা সিনেমাটোগ্রাফি

অমিত রায় (অ্যানিম্যাল), অবিনাশ অরুণ ধাওয়ারে আইএসসি (থ্রি অফ আস), জিকে. বিষ্ণু (জওয়ান), মনুষ নন্দন আইএসসি (রকি অউর রানি কি প্রেম কাহানি), প্রথম মেহতা (ফারাজ), রঙ্গরাজন রামবদ্রন (টুয়েলভথ ফেল), সচিথ পালোস (পাঠান)

সেরা প্রোডাকশন ডিজাইন

অমৃতা মহল নাকাই (রকি অউর রানি কি প্রেম কাহানি), নিখিল কোভালে (ওএমজি 2), প্রশান্ত বিরকর (টুয়েলভথ ফেল),

রীতা ঘোষ (জুইগাতো), সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (শ্যাম বাহাদুর), সুরেশ সেলভারাজন (অ্যানিম্যাল), টি মুথুরাজ (জওয়ান)

সেরা কস্টিউম ডিজাইন

মালভিকা বাজাজ (টুয়েলভথ ফেল), মণীশ মলহোত্রা, একা লাখানি (রকি অউর রানি কি প্রেম কাহানি), শচীন লাভলেকার, দিব্যা গম্ভীর এবং নিধি গম্ভীর (শ্যাম বাহাদুর), শালিনা নাথানি, কবিতা জে, অনিরুধ সিং এবং দীপিকা লাল (জওয়ান), শালিনা নাথানি, মমতা আনন্দ, নীহারিকা জলি (পাঠান), শীতল শর্মা (অ্যানিম্যাল),

সেরা সাউন্ড ডিজাইন

অনিতা খুশওয়াহা (ভেড়), কুণাল শর্মা (এমপিএসই) (শ্যাম বাহাদুর), মানস চৌধুরী, গণেশ গঙ্গাধরন (পাঠান), মানব শ্রোত্রিয় (টুয়েলভথ ফেল), মন্দার কুলকার্নি (ফারাজ), সিঙ্ক সিনেমা (অ্যানিম্যাল), বীনিত ডি'সুজা (থ্রি অফ আস)

সেরা এডিটিং

আরিফ শেখ (পাঠান), অতনু মুখোপাধ্যায় (আফওয়াহ), জাসকুনওয়ার কোহিল- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল), রুবেন (জওয়ান), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সুবীর নাথ (ওএমজি 2)

বেস্ট অ্যাকশন

কেসি ও'নিল, ক্রেগ ম্যাক্রে, সুনীল রডরিগেস [রড] (পাঠান)

ফ্রাঞ্জ স্পিলহাউস, ওহ সি ইয়াং, সুনীল রড্রিগস [রড] (টাইগার 3)

পারভেজ শেখ (শ্যাম বাহাদুর),

রবি বর্মা, শাম কৌশল, আব্বাস আলী মোগল এবং টিনু ভার্মা (গদর 2)

স্পিরো রাজাতোস, আনল আরাসু, ক্রেগ ম্যাক্রে, ইয়ানিক বেন, কেচা খামফাকদি এবং সুনীল রদ্রিগেস (জওয়ান)

সুপ্রিম সুন্দর (অ্যানিম্যাল)

টিম ম্যান এবং বিক্রম দাহিয়া (গণপথ)

বেস্ট ভিএফএক্স

ডু ইট ক্রিয়েটিভ লিমিটেড, এনওয়াই ভিএফএক্সওয়ালা, ভিজ্যুয়াল বার্ডস, রেড চিলিস ভিএফএক্স, ফেমাস স্টুডিওস (অ্যানিম্যাল), প্রিস্কা, পিক্সেল স্টুডিওস (গদর 2), রেড চিলিস ভিএফএক্স (জওয়ান), ওয়াইএফএক্স (পাঠান)

বেস্ট কোরিয়োগ্রাফি

বস্কো- সিজার (ঝুমে জো পাঠান- পাঠান), গণেশ আচারিয়া (লুট পুট গয়া- ডাঙ্কি), গণেশ আচারিয়া (তেরে ভাস্তে ফলক- জরা হটকে জরা বাঁচকে), গণেশ আচারিয়া (হোয়াট ঝুমকা? - রকি অউর রানি কি প্রেম কাহানি), শোবি পলরাজ (জিন্দা বন্দা- জওয়ান), বৈভবি মার্চেন্ট (ঢিনঢোরা বাজে- রকি অউর রানি কি প্রেম কাহানি)

মূলত, 28 জানুয়ারি গুজরাতের গান্ধিনগরে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হবে ৷ জওয়ান ও ডাঙ্কির জন্য সেরা অভিনেতার নমিনেশন পেয়েছেন শাহরুখ খান ৷ এছাড়াও টুয়েলভথ ফেলও পেয়েছে বেশ কিছু নমিনেশন ৷ অন্যদিকে, 19টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে অ্যানিম্যাল ছবি ৷

আরও পড়ুন:

1. বাড়ি থেকে বেরোলেই রাম-দর্শন, অযোধ্যায় জমি কিনলেন 'বিগ বি'

2. রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, সলমনকে ছেড়ে ভক্তিমূলক গানে গীতিকার সাব্বির

3. ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে ওপেনহাইমার-বার্বির জয়জয়কার, দেখে নিন কে জিতল কোন বিভাগে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.