ETV Bharat / entertainment

রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, সলমনকে ছেড়ে ভক্তিমূলক গানে গীতিকার সাব্বির

author img

By PTI

Published : Jan 15, 2024, 9:11 PM IST

Ram Bhajan: আর মাত্র কিছুদিনের অপেক্ষা ৷ তারপরেই অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরে ৷ সেই উপলক্ষ্যে রামের ভক্তিমূলক গান প্রকাশ্যে আনতে চলেছেন গীতিকার সাব্বির আহমেদ ৷

Etv Bharat
রাম লালার জন্য প্রকাশ্যে ভক্তিমূলক গান

লখনউ, 15 জানুয়ারি: তাঁর লেখা গানে তাল মিলিয়েছেন বলিউডের সলমন খান থেকে দক্ষিণী সুপারস্টার যশ ৷ এবার অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে দুটি ভজন মুক্তি পাবে বলে জানালেন জনপ্রিয় গীতিকার সাব্বির আহমেদ ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় মুক্তি পাবে রামের ভজন ৷

22 জানুয়ারি দেশ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে ৷ রাম জন্মভূমি অযোধ্যায় মন্দির নির্মাণকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত থাকতে চলেছেন তারকা থেকে দেশ-বিদেশের তাবড় তাবড় ব্যক্তিত্বরা ৷ সেই উপলক্ষ্যে গীতিকার ইউটিউবে রাম ভজন 'রঘুপতি রাঘব রাজা রাম' ও 'ঘর মেরে আয়া হে রাম-রামাইয়া' প্রকাশিত করবেন তিনি ৷

শিল্পী আহমেদ বলেন, "এই ভজনের মধ্য দিয়ে আমি ভগবান শ্রী রামের প্রতি নিজের শ্রদ্ধা ও আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই ৷ অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে রাম মন্দির ৷ এই দিনটার অপেক্ষায় সকলেই ছিলেন ৷ গত সপ্তাহে একটি ভজন মুক্তি পেয়েছে যা আমি ও হেমন্ত তিওয়ারি মিলে লিখেছি ৷ ইতিমধ্যেই তা পাঁচদিনের মধ্যে 3.5 মিলিয়ন দর্শকের ভালোবাসা পেয়েছে ৷ তার আগে মুক্তি পেয়েছে রাম সিয়া রাম 169 দর্শক দেখেছেন ৷" শিল্পী জানান, অযোধ্যার রাম মন্দির, তাঁর বাড়ি জংপুর থেকে কাছেই ৷ ফলে তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত ৷

তিনি আরও বলেন, "বলিউডে নিজের কেরিয়ার তৈরির আগে থেকেই নানা রকম ভক্তিমূলক গান লিখে এবং সুর দিয়ে দর্শক ও শ্রোতাদের ভালোবাসা পেয়েছি ৷ ভগবান রাম আমায় অনুপ্রেরণা জোগান ৷ আমি বিশ্বাস করি, জীবনে যা সাফল্য পেয়েছি, তা ভগবান রামের আশীর্বাদে পেয়েছি ৷ আমি অযোধ্যা রাম মন্দিরে যাব ৷ সেখানে নিজের ভক্তিমূলক গান শোনাতে পারলে খুশি হব ৷" তিনি নিজেকে 'রামভক্ত' বলে থাকেন ৷ জানান, ছোটবেলায় জংপুরে তিনি রামলীলা অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন ৷

2021 সালে ভাভাই ছবিতে মুক্তি তাঁর দুটি ভক্তিমূলক গান শুনতে পাওয়া যায় ৷ যার মধ্যে একটি ছিল 'মোহে রাম রঙ্গ দে' ও অপরটি ছিল 'সিয়াপতি রামচন্দ্র' ৷ উল্লেখ্য, বলিউডে সলমন খাত অভিনীত 'বডিগার্ড' ছবির গান 'তেরি মেরি', 'বজরঙ্গী ভাইজান' ছবির 'আজ কি পার্টি' ও 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির 'নাইয়ো লগদা' গান লিখেছেন গীতিকার সাব্বির আহমেদ ৷

আরও পড়ুন:

1. বাড়ি থেকে বেরোলেই রাম দর্শন, কয়েক কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ

2. প্রাণ প্রতিষ্ঠার দিন রামের পোশাক কেমন হবে ? তুলে ধরল ইটিভি ভারত

3. আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.