ETV Bharat / entertainment

Actress Childhood Picture: চিনতে পারছেন বলিউডের এই ভাই-বোনকে?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 9:24 PM IST

ছোটবেলার ছবি শেয়ার করে সকলকে মোহিত করলেন সারা আলি খান ৷ ছবিতে অভিনেত্রীর পাশে দেখা গেল তাঁর ভাই ইব্রাহিমকেও ৷ অনুরাগীরাও ভীষণ খুশি ভাই বোনের এই মিষ্টি ছবিটি দেখে ৷ দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন না এই বলি সুন্দরীকে ৷

Pic Sara Ali Khan insta
সারা ইব্রাহিমের ছোটবেলার ছবি

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: ছবিগুলি দেখে গুলিয়ে গেল তো ? সেটাই কিন্তু স্বাভাবিক ৷ আজকের সফল অভিনেত্রীকে দেখে ছোটবেলার সঙ্গে মেলানো যাবে না কোনওভাবেই ৷ ছবিগুলি হয়তো দু'দশকেরও বেশি পুরোনো ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে ভাই আর বোনকে ৷ আরেকটি ছবিতে দেখা গিয়েছে একটি ছোট্ট ছেলে খেলছে আপনমনে ৷ আর অন্যটিতে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়েকে ৷ কে এই বাচ্চা মেয়েটি ? আর ছেলেটাই বা কে? মেয়েটি হলেন বলিউড সুন্দরী সারা আলি খান ৷ আর ছেলেটি তাঁর ভাই ইব্রাহিম আলি খান ৷

সারা নিজেই আজ শেয়ার করেছেন তাঁর এই ছবি ৷ আর লিখেছেন, 'ছেলেবেলা ৷' সঙ্গে তিনি শেয়ার করেছেন ভাই ইব্রাহিমের ছবিও ৷ ছবিতে দেখা যায় ভাইকে কোলে বসিয়ে আদর করছেন অভিনেত্রী ৷ অন্যদিকে আরও একটি ছবি এদিন শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা গিয়েছে তাঁদের বর্তমান চেহারা ৷ সারা এবং ইব্রাহিম দু'জনকেই এদিন দেখা গিয়েছে ট্র্র্যাডিশনাল পোশাকে ৷ তাঁদের ছেলেবেলার এই ছবি বেশ নজর কেড়েছে অনুরাগীদের ৷

Pic Sara Ali Khan insta
ছোটবেলার ছবি শেয়ার করলেন সারা

খুব তাড়াতাড়ি অভিনয়ে অভিষেক করতে চলেছেন ইব্রাহিম আলি খান ৷ প্রথমে জানা গিয়েছিল হয়তোবা তিনি ক্য়ামেরার পিছনেই কাজ করবেন ৷ তবে ইতিমধ্যেই তিনি তাঁর প্রথম ছবির শুটিংও সেরে ফেলেছেন ৷ আর অন্যদিকে সারা এখন বেশ চর্চায় রয়েছেন তাঁর শেষ কাজটির জন্য ৷ তিনি শেষবার পর্দায় ধরা দিয়েছিলেন ভিকি কৌশলের সঙ্গে ৷ ছবির নাম ছিল 'জরা হাটকে জরা বাঁচকে' ৷

আরও পড়ুন: হাজির টিম 'জওয়ান', আম্বানির বাসভবনে গণেশ চতুর্থীর উৎসব যেন চাঁদের হাট

আগামীতেও বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে তাঁর হাতে ৷ তিনি কাজ করবেন অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিতে ৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবিটিও ৷ এই ছবিতে তিনি অভিনয় করবেন স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.