ETV Bharat / entertainment

'অ্যানিম্যাল' ছবির নতুন পর্বের জন্য তৈরি সন্দীপ, কবে শুরু শুটিং?

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:47 PM IST

Animal Park Probable Part 3: সন্দীপ রেড্ডি ভাঙ্গা তৈরি হচ্ছেন 'অ্যানিম্যাল' ছবির নতুন পর্বের জন্য ৷ দ্বিতীয় পর্বের শুটিং শুরুর খবরাখবরের সঙ্গে তৃতীয় পর্বেরও খবর দিলেন পরিচালক ৷

Sandeep Reddy Vanga
'অ্যানিম্যাল' ছবির নতুন পর্বের জন্য তৈরি সন্দীপ

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: 'অ্যানিম্যাল' ছবির বিপুল সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা এখন তৈরি হচ্ছেন ছবির দ্বিতীয় পর্বের জন্য় ৷ ছবির শেষেই পরবর্তী অধ্যায়ের কিছু ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সন্দীপ ৷ মঙ্গলবারই তিনি ঘোষণা করেন ছবির দ্বিতীয় পর্ব অর্থাৎ 'অ্যানিম্যাল পার্ক'-এর জন্য়ও তিনি জুটি বাঁধছেন টি-সিরিজের ভূষণ কুমারের সঙ্গে ৷ রণবীর কাপুর-রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল গত 1 ডিসেম্বর ৷ ভিকি কৌশলের 'স্যাম বাহাদুর' ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল এই ছবিটিও ৷ তবে ভিকির ছবিকে বক্স অফিসে রীতিমতো টেক্কা দিয়েছে 'অ্যানিম্যাল' ৷ সম্প্রতি ছবির নতুন পর্ব নিয়ে কথা বলতে গিয়ে শুটিংয়ের দিনক্ষণ নিয়েও বড় আভাস দিলেন তিনি ৷

টিজার থেকেই এই ছবি নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে উঠেছিল ৷ রণবীরের এই রূপে অভিভূত দর্শক মহল ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানান, এই ছবিতে শুধু দ্বিতীয় পর্ব নয় তৃতীয় পর্বেরও মালমশলা রয়েছে ৷ অর্থাৎ বেশ কয়েকটি সিক্যুয়াল তৈরি হতে চলেছে এই ছবির তা জানিয়ে রাখছেন 'কবীর সিং' খ্যাত পরিচালক ৷ কেন শেষ পর্বে তিনি দ্বিতীয় পর্বের আভাস দিয়ে একটি রক্তপাতের দৃশ্যকে ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন তাও জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "আমার এবং রণবীরের দু'জনেরই মনে হয়েছিল এটা একটা দুরন্ত আইডিয়া ৷ আর তাই আমরা ভেবেছিলাম এই দৃশ্যটাকে শেষে জুড়ে দেওয়া উচিত ৷ আমি ভেবেছিলাম প্রথম এক মুহূর্ত পুরো স্ক্রিনটা কালো করে দেব ৷ তারপর এই দৃশ্য়টি শুরু হবে ৷ কিন্তু ভয় লেগেছিল যদি দর্শক হল থেকে বেরিয়ে যায় ৷"

তিনি এও জানান, তিনি চেয়েছিলেন রণবীরের চরিত্রটি মানুষকে সমব্যথী করুক ৷ কিন্তু এত রক্তপাতের জেরে অনেকের মনেই সমবেদনার জায়গাটি আর নেই একথাও শুনেছেন তিনি ৷ সেই কথা বলতে গিয়ে তিনি বলেন, "কারণ দ্বিতীয় অধ্যায়ও এই অনুভূতি নিয়েই এগিয়ে চলবে ৷ তাই আমার মনে দু'টো অধ্যায় একসঙ্গে দেখার পর আপনাদের ভালো লাগবে ৷" সন্দীপ এও জানিয়েছেন ট্রিলজি ছবিরও যথেষ্ট সম্ভবনা রয়েছে এই ছবির কাহিনিতে ৷ তবে এখনই তিনি কাজ শুরু করছেন না পরবর্তী পর্ব নিয়ে ৷ তিনি জানান, আপাতত তাঁর সমস্ত মনযোগ রয়েছে তাঁর নতুন ছবি 'স্পিরিট'-এর ওপর ৷ ছবিতে তাঁর হাত ধরেছেন প্রভাস ৷ এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর সেপ্টেম্বরে ৷

তিনি এও জানান, এই ছবির কাজ শেষ হলে তবেই তিনি 'অ্যানিম্যাল পার্ক'-এর কাজ শুরু করবেন ৷ এই নিয়ে তিনি বলেন, "আমি এটা শেষ হলে তবেই 'অ্যানিম্যাল পার্ক'-এর কাজ শুরু করব কারণ আমি অন্য লেখকের লেখা খুব পছন্দ করি না ৷ নিজের ধারণাগুলো আমি নিজেই সাজাই ৷ আমার মাথায় অনেকগুলো অ্যানিম্যাল-এর গল্প রয়েছে ৷ এটা একটা বা দু'টোতে শেষ হবে না ৷ ভাইদের গল্প ৷ এটা অনেকটা মহাভারতের মতো ৷"

আরও পড়ুন:

  1. রশ্মিকা মান্দানা'র 'ডিপফেক' কাণ্ডে খোঁজ 4 সন্দেহভাজনের, মূল ষড়যন্ত্রকারীর সন্ধানে দিল্লি পুলিশ
  2. দুরন্ত স্টান্ট আর খেলার টানটান উত্তেজনার কাহিনি নিয়ে হাজির বিদ্যুৎ
  3. 'দলের পছন্দের জায়গা থেকেই লোকসভা নির্বাচনে লড়বে কঙ্গনা', দাবি অভিনেত্রীর বাবার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.