ETV Bharat / entertainment

Rahul On Abir: কেউ মাঠে নামেননি তবু আবিরকে 5-0 গোলে 'হারালেন' রাহুল !

author img

By

Published : Jul 25, 2022, 4:11 PM IST

আজ পর্যন্ত একটি ছবিতেও আবিরের মায়ের ভূমিকায় অভিনয় করেননি তাঁর মা রুমকি চট্টোপাধ্যায় ৷ আর উল্টে পর্দায় রাহুল বন্দোপাধ্যায়ের মা তিনি হয়েছেন পাঁচবার ৷ আর এই নিয়েই আবিরের সঙ্গে মজা করলেন রাহুল (Rahul Banerjee Shares His Thoughts on Abir Chatterjee )৷

Rahul On Abir
আবিরকে 5-0 গোলে হারালেন রাহুল

কলকাতা, 25 জুলাই: না, সেভাবে প্রকাশ্যে ফুটবল সেরকম খেলেন না কেউই । সবুজ মাঠে নেমে বর্ষার কাদা মেখে পায়ে পায়ে লড়াই তো দূরস্ত ! তা হলে রাহুল কীভাবে 5-0 গোলে হারালেন আবিরকে ? আসল ব্যাপারটা অন্য । আবির চট্টোপাধ্যায়ের মা হলেন প্রখ্যাত অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায় । ছোট এবং বড় পর্দা দুই ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।

প্রতিবারই হয় গল্পের নায়ক কিংবা নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি । সেদিক থেকে দেখতে গেলে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মা হিসেবে বেশ কয়েকবার পর্দায় ধরা দিয়েছেন তিনি । জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'আকাশ অংশত মেঘলা' ছবিতেও রাহুলের মায়ের চরিত্রে সেই রুমকি চট্টোপাধ্যায় । এই নিয়ে পাঁচ বার রাহুলের মায়ের চরিত্রে তিনি । হিসেবটা ইটিভি ভারতকে নিজেই দিলেন রাহুল । ঘটনাচক্রে আজ অবধি একটি ছবিতেও আবিরের মায়ের ভূমিকায় অভিনয় করেননি তাঁর মা রুমকি চট্টোপাধ্যায় । আর এই নিয়ে আবির আর রাহুলের মধ্যে মজার লেগ পুলিং চলে(Rahul Banerjee Shares His Thoughts on Abir Chatterjee ) ।

Rahul On Abir
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মা হিসেবে বেশ কয়েকবার পর্দায় ধরা দিয়েছেন রুমকি চট্টোপাধ্যায়

রাহুল বলেন, "এক এক বার রুমকিদি আমার মায়ের চরিত্রে আসেন আর আমি আবিরকে মেসেজ করি, নে 1-0, নে 2-0 এভাবে । আর এবার তো ওকে 5-0 গোলে হারালাম আমি। এই নিয়ে পাঁচ বার রুমকিদিকে আমি মা হিসেবে পেলাম ।" উল্লেখ্য, ব্যোমকেশ আবিরের পাশে একাধিকবার অজিতের ভূমিকায় দেখা গিয়েছে রাহুলকে ।

আরও পড়ুন: 'পাঠান' এ দীপিকার প্রথম লুক প্রকাশ্যে, বন্দুক হাতে মন কাড়লেন 'অ্যাংরি ওম্যান'

'আকাশ অংশত মেঘলা' বড় মুক্তি পেতে চলেছে 5 অগাস্ট। ছবিতে এক বেকার যুবকের চরিত্রে অভিনয় করছেন তিনি । সৎ পথে চাকরি পেতে চায় সে । আর সেখানেই বিপত্তি ৷ বাবার কারখানা বন্ধ ফলে সংসার অচল । দিদির বিয়ে দিতে পারছে না বাবা । এরকম অবস্থায় দাঁড়িয়ে তাদের পরিবার । রাহুলের বিপরীতে অভিনয় করছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.