ETV Bharat / entertainment

Prithviraj Trailer: লঞ্চ হল অক্ষয়ের বহু প্রতিক্ষিত ছবি 'পৃথ্বীরাজ'-এর ট্রেলার

author img

By

Published : May 9, 2022, 2:17 PM IST

Prithviraj Trailer
লঞ্চ হল অক্ষয়ের বহু প্রতিক্ষিত ছবি 'পৃথ্বীরাজ'-এর ট্রেলার

সোমবার লঞ্চ হল অক্ষয় কুমারের নতুন ঐতিহাসিক ছবি 'পৃথ্বীরাজ'-এর ট্রেলার (Akshay Kumar Prithviraj trailer Releases)৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 3 জুন ৷

হায়দরাবাদ, 9 মে : সোমবার মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ঐতিহাসিক ছবি 'পৃথ্বীরাজ'-এর ট্রেলার ৷ এই ঐতিহাসিক ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে (Akshay Kumar Prithviraj trailer Releases)৷ ট্রেলারেও রয়েছে পৃথ্বীরাজের যুদ্ধের বেশ কিছু ঝলক ৷ ট্রেলারে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত এবং সোনু সুদকেও ৷ তাঁদের চরিত্র কী ধরণের হতে চলেছে তারও আভাস মিলেছে ট্রেলারে ৷

পৃথ্বীরাজের জীবন এবং বীরত্বের গাথাই এই ছবির পটভূমি ৷ অক্ষয় এখানে ফুটিয়ে তুলেছেন হানাদার মহম্মদের বিরুদ্ধে সম্রাটের লড়াইয়ের কাহিনি ৷ যোদ্ধা পৃথ্বীরাজের নির্ভীক সাহসী পদচারনাই ছিল তাঁর জীবনের মূল ভিত্তি ৷ পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীও চেয়েছিলেন এই ছবিটি পৃথ্বীরাজের জীবনের সবচেয়ে প্রামাণিক একটি উপস্থাপনা হয়ে উঠুক ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : 'নকল' সাল্লুভাইকে ছুঁতে অবরুদ্ধ রাস্তা, গ্রেফতার করল পুলিশ

যশরাজ ফ্লিমসের প্রধান আদিত্য় চোপড়াও এই ছবি প্রযোজনার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন গবেষণার ওপর ৷ ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এর আগে সাড়া জাগানো ছবি 'পিঞ্জর' এবং টেলিভিশনে প্রায় মহাকাব্য হিসাবে পরিচিত 'চাণক্য' পরিচালনা করেছেন ৷ জানা গিয়েছে এই ছবির জন্য শুধু চিত্রেনাট্য লিখতে 18 বছর অতিবাহিত করেছেন তিনি ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 3 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.