ETV Bharat / entertainment

Salman Khan Doppelganger Arrested : 'নকল' সাল্লুভাইকে ছুঁতে অবরুদ্ধ রাস্তা, গ্রেফতার করল পুলিশ

author img

By

Published : May 9, 2022, 1:27 PM IST

'নকল' সলমন ভাইকে দেখতেই ভিড় জমে গেল লখনউয়ের রাস্তায় ৷ শেষ পর্যন্ত শান্তিভঙ্গের অপরাধে এই 'নকল' ফ্যানকে গ্রেফতার করল পুলিশ (Police Arrest Salman Khan Doppelganger For Disturbing Peace)৷

Salman Khan Doppelganger Arrested
'নকল' সাল্লুভাইকে ছুঁতে অবরুদ্ধ রাস্তা, গ্রেফতার করল পুলিশ

লখনউ, 9 মে: কথায় বলে এক জনের মানুষের কম বেশি প্রায় ছ'জন 'ডপলগ্যাঙার' থাকে অর্থাৎ যাঁরা প্রায় ওই ব্যক্তির প্রতিমূর্তি বলা চলে ৷ আর অভিনেতা অভিনেত্রীদের যে কত এমন পাগল ফ্যান আছেন যাঁরা তাঁদের মতই সাজতে, কথা বলতে ভালবাসেন ৷ বলিউডের 'কিং খান' শাহরুখ থেকে শুরু করে 'ভাইজান' সলমন, প্রত্যেকেরই এমন কিছু অদ্ভুত ফ্যান রয়েছে ৷ এবার কিন্তু বিপদে পড়তে হল এমনই এক 'নকল' সলমনকে (Police Arrest Salman Khan Doppelganger For Disturbing Peace)৷

সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য শান্তিভঙ্গ করার অপরাধে লখনউতে গ্রেফতার হলেন তিনি ৷ জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আজম আনসারি ৷ রবিবার রাতে ক্লক টাওয়ারের কাছে একটি রিল ভিডিয়ো শ্যুট করছিলেন তিনি ৷ 'নকল' সলমনকে দেখতে রীতিমত ভিড় জমে যায় আশেপাশে ৷ শুরু হয় হইচই ৷

আরও পড়ুন : 'অর্জুন রেড্ডি'কে জন্মদিনের শুভেচ্ছা সামান্থা-অনন্যার

এরপর এলাকায় শান্তিভঙ্গ করার অপরাধে তাঁকে গ্রেফতার করে ঠাকুরনগর থানার পুলিশ ৷ আজম আনসারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভারতীয় দন্ডবিধির 151 ধারায় ৷ এই মুহূর্তে ইনস্টাগ্রামে প্রায় 75000 ফলোয়ার রয়েছে এই নকল ভাইজানের ৷ ইউটিউবেও তার ফলোয়ার সংখ্যা বেশ ভাল ৷ এই মুহূর্তে প্রায় 1 লক্ষ 67 হাজার ফলোয়ার রয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.