ETV Bharat / entertainment

Poushali New Song : পুজোয় পৌষালীর নতুন গান 'দুগ্গা এলো দুগ্গা এলো'

author img

By

Published : Sep 27, 2022, 5:01 PM IST

Poushali Banerjee new Song Dugga elo Dugga elo
পৌষালীর পুজোর নতুন গান ' দুগ্গা এলো দুগ্গা এলো'

পুজো মানেই হল নতুন গান(Poushali New Song ) । এবার পালা 'সারেগামাপা' খ্যাত পৌষালীর (Poushali Banerjee new Song Dugga elo Dugga elo )৷ তাঁর কণ্ঠেই এবার সামনে এল 'দুগ্গা এলো দুগ্গা এলো' শীর্ষক একটি গান ।

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজো মানেই যেমন নতুন জামা এবং জুতো, তেমনই পুজো মানে নতুন গানও (Poushali New Song)। এই ট্রেন্ড কোনও নতুন ট্রেন্ড নয় ৷ পুজোয় পছন্দের শিল্পীদের নতুন গান শ্রোতাদের বহুদিনের অভ্যেস ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে শুরু করে শান, অনেকেই তাঁদের পুজোর গান সামনে এনেছেন ৷ এবার পালা 'সারেগামাপা'-খ্যাত পৌষালীর (Poushali Banerjee new Song Dugga elo Dugga elo) ৷

মহালয়ার পুণ্য লগ্নে আপামর বাঙালির মন জয় করতে 'আঙুরবালা ফিল্মস মিউজিক'- এর তরফে সামনে এসেছে 'দুগ্গা এলো দুগ্গা এলো' শীর্ষক একটি গান । এই গানেই কণ্ঠ দিয়েছেন পৌষালী বন্দ্যোপাধ্যায় । সুর দিয়েছেন দেবজিৎ রায় ৷ আর গানটির কথা লিখেছেন কাকলি চট্টোপাধ্যায়। এই গানের সঙ্গেও মানানসই ভিডিয়ো রয়েছে । গানটির শুটিং হয়েছে শোভাবাজার রাজবাড়িতে। আগামিদিনে 'আঙুরবালা ফিল্মস মিউজিক'-এর মূল লক্ষ্যই হবে বাংলা গানকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া (New Song Dugga elo dugga elo)।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পৌষালীর থেকে এই নতুন গানটির অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি বলেন, "দুর্গাপুজোর প্রাক্কালে এই পুজোর গানটি নিয়ে আমি খুবই আশাবাদী । আশা রাখি ভাল লাগবে সকলের ।" একটা সময় লোকগান গেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন পৌষালী ৷ তাঁর নতুন গানটি কতটা মন জিতে নিতে পারে, সেটাই দেখার ৷

আরও পড়ুন: পুজোয় কী খান, কোন পানীয়ে আসক্তি? দেবকে অকপট জানালেন বুম্বা

প্রসঙ্গত, আমরা যদি ইতিহাসের পাতা উলটে পিছনের দিকে যাই, তাহলে দেখব বাংলা পুজোর গান কতটা সমৃদ্ধ । সেই ধারা অব্যাহত রাখতেই অভিনেতা তথা প্রযোজক অনুপ পান গানের জগতে নিয়ে এলেন 'আঙুরবালা ফিল্মস মিউজিক'। আর সেই সংস্থা এবার সামনে আনল একটি পুজোর গান ৷ ' দুগ্গা এলো দুগ্গা এলো' গানটি রয়েছে সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.