ETV Bharat / entertainment

Ardhanarishwar Docu Fiction: পুজোর শহরে তৈরি হবে ডকু-ফিকশন 'অর্ধনারীশ্বর'

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 10:11 PM IST

ডকু ফিকশন তৈরি করবেন অতনু রায় এবং মুন সাহা
Ardhanarishwar Docu Fiction

পুজোর আবহে 'অর্ধনারীশ্বর' নামে একটি ডকু ফিকশন নিয়ে আসতে চলেছেন অতনু রায় এবং মুন সাহা। শহর কলকাতার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অজানা দিক নিয়েই এই তথ্যচিত্র।

কলকাতা, 5 অক্টোবর: রূপান্তরিত ও রূপান্তরকামী মানুষ এবং সমাজের সম্পর্কের অজানা দিক তুলে ধরার লক্ষ্যে 'কলকাতা ড্রিমস' প্রযোজিত 'অর্ধনারীশ্বর' পরিচালনা করবেন অতনু রায় এবং মুন সাহা। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছেন অতনু। এই ডকু-ফিকশনটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন অতনু রায়।

ইটিভি ভারতকে পরিচালক অতনু রায় বলেন, "চলতি বছরের পুজোতেই আমরা এই ডকু-ফিকশনের শুটিং করব। তার একটা বড় কারণ হল পুজোর ভিজ্যুয়ালের সত্যতা অক্ষুণ্ণ রাখতে চাই 'অর্ধনারীশ্বর'-এ। একইসঙ্গে পুজোর সময়ে শহর কলকাতার রঙিন যাপনের সঙ্গে কতটা আলাদা একই শহরের রূপান্তরকামীদের জীবন সেটাও তুলে ধরতে চাই আমরা।" 'অর্ধনারীশ্বর'কে ডকু-ফিকশন বলার মধ্যে একটা কারণ রয়েছে। তবে আপাতত সেটা চমক হিসেবেই রাখতে চাইলেন পরিচালক অতনু।

মুন সাহা বলেন, "পুজোর উদযাপনে রূপান্তরকামী সম্প্রদায়ের অবদানের প্রতি সম্মান জানানোও একটা কারণ বলা যায় 'অর্ধনারীশ্বর' তৈরির।"
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে, কলকাতার রূপান্তরিত ও রূপান্তরকামী মানুষরা সমাজকর্মী রঞ্জিতা সিনহার তত্ত্বাবধানে অর্ধনারীশ্বর নামে একটি দুর্গাপুজোর আয়োজন ও উদযাপন করে। একদিকে মহেশ্বর, অন্যদিকে পার্বতী, অর্ধনারীশ্বর রূপে তাঁরা আরাধনা করেন দেবী দুর্গাকে। পুজো একটা অংশ হলেও তথ্যচিত্রটি অবশ্য শুধুমাত্র এই পুজোকে কেন্দ্র করে নয় ৷ বরং এটি রূপান্তরকামী মানুষদের জীবনের বহুমুখী সংগ্রামের উপরে আলোকপাত করবে।

ভিন্ন যৌন অভিমুখতার অনেক অজানা তথ্য উপস্থাপন করাও লক্ষ্য এই তথ্যচিত্রের নির্মাণের, জানিয়েছেন পরিচালকদ্বয়। অতনু রায় আরও বলেন, "আমাদের লক্ষ্য সমাজের কিছু ট্যাবু ভাঙা এবং স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ জানানো। একজন মননশীল সহনাগরিক হিসেবে রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতি অনুকম্পা নয় বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং সহানুভূতির প্রয়োজনীয়তাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। সামাজিক বৈষম্যের দীর্ঘ নিবন্ধে উপসংহারের অনুচ্ছেদ হতে পারলেই মনে করব সফল এই তথ্যচিত্র।"

আরও পড়ুন: পুজোর আবহে ম্রুণাল-অভিমুন্যর বিয়ে ঘিরে 'আঁখ মিচোলি', প্রকাশ্যে ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.