ETV Bharat / entertainment

Aankh Micholi trailer: পুজোর আবহে ম্রুণাল-অভিমুন্যর বিয়ে ঘিরে 'আঁখ মিচোলি', প্রকাশ্যে ট্রেলার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 6:41 PM IST

পুজোর আবহে মুক্তি পেতে চলেছে রোম্যান্টিক কমেডি ছবি 'আঁখ মিচোলি' ৷ উমেশ শুক্লা পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেল মঙ্গলবার ৷ ম্রুণাল ও অভিমুন্য-র অনবদ্য কমিক টাইমিং দেখে প্রশংসা নেটিজেনদের ৷

Etv Bharat
প্রকাশ্যে 'আঁখ মিচোলি'র ট্রেলার

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: বলিউডে পেতে চলেছে নতুন একটি জুটি ৷ ম্রুণাল ঠাকুর ও অভিমুন্য দাসানিকে একসঙ্গে পেতে চলেছেন দর্শক ৷ কিছুদিন আগেই আপকামিং ছবি 'আঁখ মিচোলি'র পোস্টার প্রকাশ্যে এনে দর্শকদের মধ্য কৌতুহল তৈরি করেছিলেন পরিচালক উমেশ শুক্লা ৷ মঙ্গলবার সামনে আনলেন ছবির ট্রেলার ৷ রম-কম ছবির এই ট্রেলার দেখে প্রশংসা নেটিজেনদের ৷

'ওহ মাই গড' ও '102 নট আউট'-এর মতো শিক্ষনীয়, মজাদার ছবি উপহার দিয়েছেন পরিচালক উমেশ শুক্লা ৷ এবার ছবিতে যত কাণ্ড ঘটতে চলেছে তা এক বিয়েকে কেন্দ্র করে ৷ ট্রেলার শেয়ার করে সীতা রমণ অভিনেত্রী লিখেছেন, "চোখের আরামের জন্য বিনোদনমূলক প্রচেষ্টা ৷ ভরপুর মজা আর বিনোদন নিয়ে সাক্ষী থাকুন ফ্য়ামিলি ড্রামার ৷ মন দিয়ে দেখুন ৷ আরও অনেক কিছু লুকিয়ে আছে ৷" পরিচালক উমেশ লিখেছেন, "নিজেদের পরিবারের সঙ্গে আসুন ৷ হাসি আর বিনোদনের ডবল ডোজ দেখতে কাছের প্রেক্ষাগৃহে ৷"

ট্রেলার শুরু হয়েছে ম্রুণাল ঠাকুরকে কেন্দ্র করে ৷ যিনি রাতে চোখে দেখতে পান না ৷ তাঁর বিয়ের জন্য একটা সম্বন্ধ আসে ৷ হ্যান্ডসাম অভিমুন্য হলেন পাত্র ৷ ম্রুণালের বাবার চরিত্রে পরেশ রাওয়াল ও মায়ের চরিত্রে দিব্যা দত্তা ৷ তাঁরা কেউ চান না, মেয়ের অসুখের খবর জানতে পারুক পাত্রপক্ষ ৷ অন্যদিকে, পাত্রীর ভাই ওরফে শরমন জোশি, তিনি আবার কানে শুনতে পান না ৷ অপর এক ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সে আবার তোতলা ৷ আর এই সবকিছুই লুকোনোর চেষ্টা হতে থাকে পাত্রপক্ষের কাছে ৷ তারপরেই শুরু হয় 'আঁখ মিচোলি' ৷

আরও পড়ুন: করণ জোহরের সঙ্গে প্রযোজনায় আলিয়া, আসছে 'জিগরা'

ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় রাজ, গ্রুশা কাপুর, দর্শন জরিওয়ালা ৷ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সচীন-জিগর ৷ চিত্রনাট্য লিখেছেন জিতেন্দ্র পারমার ৷ আঁখ মিচোলি মুক্তি পাবে পুজোর আবহে অর্থাৎ 27 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.