ETV Bharat / entertainment

অল্পের জন্য রক্ষা, শুটিং করতে গিয়ে চোট পেলেন 'সিংঘম' অজয়

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 1:03 PM IST

Ajay Devgn Injured: শুটিং করতে গিয়ে চোট পেলেন অজয় দেবগণ ৷ রোহিত শেট্টির ছবির শুটিং করতে গিয়ে আঘাত পেলেন সিংঘম অভিনেতা ৷

Etv Bharat
শুটিং করতে গিয়ে চোট পেলেন 'সিংঘম' অজয়

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: জোর কদমে চলছে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ছবি 'সিংঘম এগেইন' ৷ রামোজি ফিল্ম সিটির পর শুটিং চলছে মুম্বই ফিল্ম সিটিতে ৷ সেখানেই চোট পেলেন অজয় দেবগণ ৷ পরিচালক রোহিতের অ্য়াকশন ছবিতে শুট করতে গিয়েই অভিনেতা আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, মুম্বই ফিল্মসিটিতে সিংঘম এগেইন-এর একটি অ্যাকশন দৃশ্যে শুট করছিলেন অভিনেতা ৷ কমব্যাট দৃশ্যের শুটিং করার সময় আচমকাই অজয়ের চোখের পাশে আঘাত লাগে ৷এমন দুর্ঘটনায় সকলেই হতচকিত হয়ে যান ৷ ছুটে আসেন পরিচালক রোহিত শেট্টিও ৷ জানা গিয়েছে, খুব জোর বেঁচে গিয়েছেন অভিনেতা ৷ সরাসরি চোখে আঘাত লাগলে বিপদ বেড়ে যেত ৷ শুটিং ফ্লোরেই চিকিৎসক আসেন ৷ ঘণ্টাখানেক বিশ্রাম নেওয়ার পর ফের ছবির শুটিং শুরু করেন অভিনেতা ৷ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে অজয় দেবগণ পোস্টে লেখেন, "তিনি পরাক্রমশালী, তিনিই শক্তি, তিনিই সবকিছু... সিংঘম আবার গর্জন করতে প্রস্তুত ৷"

ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছে রোহিত শেট্টির সিংঘম এগেইন ৷ অজয় দেবগণের সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন ও করিনা কাপুর খানকে ৷ এর আগে করিনা রোহিতের সঙ্গে শুটিংয়ের ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ 2024 সালের 15 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ উল্লেখ্য, একই দিনে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা অভিনীত পুষ্পা: 2 ৷ বক্সঅফিসে আরও একবার দুটি বিগ বাজেটের বিগ ছবি নামবে প্রতিযোগিতায় ৷

আরও পড়ুন:

1. মোদিকে 'ভগবান রামে'র সঙ্গে তুলনা কঙ্গনার, সমালোচনার ঝড় নেটপাড়ায়

2. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

3. মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.