Raju Bista on Abhishek: বাংলার পাপ্পু অভিষেক, কটাক্ষ রাজু বিস্তার

author img

By

Published : Sep 12, 2022, 7:23 PM IST

west-bengal-pappu-is-abhishek-banerjee-says-raju-bista

অভিষেকের বিজেপি জনপ্রতিনিধিদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারির পালটা জবাব দিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ৷ চা বাগান শ্রমিকদের জমির পাট্টা না দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি ৷ এ দিন অভিষেককে বাংলার পাপ্পু বলেও কটাক্ষ করেন রাজু বিস্তা (West Bengal Pappu is Abhishek Banerjee) ৷

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার পাপ্পু বলে কটাক্ষ করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা (West Bengal Pappu is Abhishek Banerjee) ৷ পাশাপাশি, চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি নিয়ে অভিষেকের হুঁশিয়ারির পাল্টা জবাবও দিয়েছেন তিনি ৷ বলেন, 6 মাসের মধ্যে রাজ্য সরকার চা বাগানের শ্রমিকদের পাট্টা সমস্যার সমাধান না-করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবে বিজেপি ৷

সোমবার বিএসএনএল কর্মীদের বেতন সমস্যা নিয়ে শিলিগুড়িতে বৈঠক করেন রাজু বিস্তা ৷ সেখানেই তিনি চা বাগানের শ্রমিকদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করেন ৷ রাজু বিস্তা বলেন, ‘‘প্রভিডেন্ট ফান্ড ও গ্র‍্যাচুইটি শ্রম বিভাগের অধীনে ৷ আর সেই সংক্রান্ত সমস্যার সমাধান কেন্দ্র ও রাজ্য উভয়ের উপর থাকে ৷ আর প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্যা মূলত মালিকপক্ষের কারচুপির জন্য হয়ে থাকে ৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও বোঝেন না ৷ সেজন্য আমি বলি একজন পাপ্পু দিল্লিতে রয়েছে, আরেকজন পাপ্পু পশ্চিমবঙ্গে ৷’’

বাংলার পাপ্পু অভিষেক, কটাক্ষ রাজু বিস্তার

প্রসঙ্গত, রবিবার মালবাজারে আইএনটিটিইউসি’র জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করেন ৷ তিনি দাবি জানান, চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্যা তিন মাসের মধ্যে সমাধান করতে হবে ৷ আর না হলে, বিজেপি সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি ৷ যার পাল্টা এ দিন রাজু বিস্তা চা বাগান শ্রমিকদের জমির পাট্টা নিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ও পাট্টার প্রক্রিয়া আটকে রেখেছে ৷

আরও পড়ুন: সরকার চালাতে মন্ত্রী পাবেন না মমতা, এ বার সরকার বদলের ইঙ্গিত রাজু বিস্তার

এ দিন অভিষেকের চাটার্ড বিমানে সফর করা নিয়েও প্রশ্ন তোলেন রাজু বিস্তা ৷ বলেন, একজন সাংসদ কীভাবে চাটার্ডল বিমানে সফর করতে পারেন ? পাশাপাশি, তাঁর সঙ্গে যাঁরা সফর করেন, তাঁদের পাঁচতারা হোটেলে রাখা নিয়েও প্রশ্ন তোলেন রাজু বিস্তা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.