Raju Bista on Mamata Government: সরকার চালাতে মন্ত্রী পাবেন না মমতা, এ বার সরকার বদলের ইঙ্গিত রাজু বিস্তার

author img

By

Published : Sep 9, 2022, 4:27 PM IST

people-government-will-formed-very-soon-in-bengal-says-raju-bista
People Government will Formed Very soon in Bengal Says Raju Bista ()

এ বার রাজু বিস্তার কথাতেও রাজ্যে সরকার বদলের ভবিষ্য়দ্বাণী ৷ শুভেন্দুর পর এ দিন দার্জিলিঙের সাংসদ জানান, বাংলায় সরকার চালানোর জন্য মন্ত্রী থাকবে না মমতার হাতে ৷ খুব দ্রুত মানুষের বেছে নেওয়া সরকার তৈরি হবে বলে জানান তিনি (People Government will Formed Very soon in Bengal) ৷

শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর পর এ বার রাজু বিস্তা ৷ আরেক বিজেপি নেতার গলায় দ্রুত বাংলায় রাজনৈতিক পট-পরিবর্তনের কথা শোনা গেল (People Government will Formed Very soon in Bengal) ৷ দার্জিলিঙের সাসংদ রাজু বিস্তা এ দিন বলেন, ‘‘যেভাবে বাংলার মুখ্য়মন্ত্রীর মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তাঁদের সিবিআই ও ইডি গ্রেফতার করছে, কয়েকদিন পর তাঁর কাছে সরকার চালানোর মতো মন্ত্রী থাকবে না ৷’’ এই প্রসঙ্গেই তিনি জানান, যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের আশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যা বাংলার প্রগতির ক্ষেত্রে দুর্ভাগ্যের বলে জানান রাজু বিস্তা ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূলের ব্লক স্তরের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ‘বীর’ বলে সম্বোধন করেন ৷ যা নিয়ে এ দিন রাজু বিস্তা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘তিনি ঠিকই বলেছেন ৷ যাঁরা এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন ৷ তাঁরা বীর ছাড়া আর কী বা হতে পারেন ৷’’ পাশাপাশি মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগও করেছেন রাজু বিস্তা ৷ তবে, এ দিন দার্জিলিঙের সাংসদও বাংলায় সরকার বদলের বলেন ৷ যা এ দিন সকালে শিলিগুড়িতে দাঁড়িয়ে বলতে শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ শুভেন্দু এ দিন বলেন, ‘‘ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর চলবে না ৷’’

সরকার চালাতে মন্ত্রী পাবেন না মমতা, মত রাজু বিস্তার

আরও পড়ুন: ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ! ভবিষ্যদ্বাণী শুভেন্দুর

সেই মন্তব্যকেই এ দিন ফের একবার আওড়ালেন রাজু বিস্তা ৷ বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মন্ত্রীরা যেভাবে দুর্নীতির দায়ে জেলে যাচ্ছেন ৷ তাতে খুব বেশিদিন নেই, মুখ্যমন্ত্রী তাঁর সরকার চালানোর জন্য মন্ত্রী খুঁজে পাবেন না ৷ খুব শীঘ্রই বাংলায় মানুষের সরকার তৈরি হবে ৷ যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার তৈরি হবে ৷ যাঁদের কাজ হবে বাংলাকে দেশের মধ্যে প্রথম করা ৷ আর বাংলার উন্নতি হলেই দেশের উন্নতি হবে ৷’’ এ দিন ইডি ও সিবিআই এর কাছে তিনি আবেদন করেন, যাতে তারা নিরপেক্ষ থেকে দ্রুত তদন্ত করে দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার করে ৷

আরও পড়ুন: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.