ETV Bharat / city

Mangalkot Blast Case: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

author img

By

Published : Sep 9, 2022, 12:42 PM IST

Updated : Sep 9, 2022, 3:43 PM IST

Anubrata Mondal Acquitted in Mangalkot Blast Case
Anubrata Mondal Acquitted in Mangalkot Blast Case

মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় অনুব্রত মণ্ডল সহ 14 জনকে মুক্তি দিল বিধাননগর এমপি-এমএলএ আদালত ৷ তথ্যপ্রমাণের অভাবে তাঁদের বেকসুর খালাস করেন বিচারক (Anubrata Mondal Acquitted in Mangalkot Blast Case) ৷

বিধাননগর, 9 সেপ্টেম্বর: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর ঘোষণা করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal Acquitted in Mangalkot Blast Case) ৷ আজ বিধাননগরের এমপি-এমএলএ আদালতে এই মামলায় রায়দান ছিল ৷ সেখানেই 2010 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রত সহ মোট 14 জনকে তথ্যপ্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করেছে আদালত ৷ যা নিয়ে অনুব্রত মণ্ডল এ দিন বলেন, ‘‘সত্যের জয় হল ৷ 2010 সালে মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল ৷’’

প্রসঙ্গত, গরুপাচার মামলায় জেলে থাকা অনুব্রত মণ্ডলকে এ দিন আসানসোল জেল থেকে সড়কপথে বিধানগর এমপি-এমএলএ আদালতে নিয়ে আসা হয় ৷ যেখানে 2010 সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি বিস্ফোরণ মামলায় আজ রায়দান করেন বিচারক ৷ যে রায়ে তথ্যপ্রমাণের অভাবে অনুব্রতকে বেকসুর খালাস করা হয়েছে ৷ এই মামলায় মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ৷ শুনানি চলাকালীন 1 অভিযুক্তের মৃত্যু হয় ৷ অনুব্রত সহ 14 জনের বিরুদ্ধে মামলা চলছিল ৷ এ দিন সেই মামলায় সকলেই মুক্তি দিয়েছে আদালত ৷

রায় বেরনোর পর অনুব্রত বলেন, ‘‘সত্যের জয় হল ৷ 2010 সালে মিথ্যে মামলা করেছিল ৷ আমি অন্যায় কিছু করেছি নাকি ! শুধু দেখে যাও ৷’’ তবে, কী দেখার কথা বলতে চাইলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, তা স্পষ্ট করেননি ৷ 2010 সালের মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় অনুব্রত মণ্ডল সহ 15 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল ৷ এমনকি তাঁকে হাজিরাও দিতে হত আদালতে ৷ তবে অনুব্রতকে আদালতে আসতে দেখা যায়নি ৷

মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

আরও পড়ুন: "দিদি আছে এটাই যথেষ্ট, জেল থেকে ছাড়া পাবই", আত্মবিশ্বাসী অনুব্রত

অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, আদালতে যাঁদের সাক্ষী হিসাবে পেশ করা হয়েছিল, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ কিন্তু, কোনও তথ্যপ্রমাণ আদালতের সামনে আসেনি ৷ ফলে, অনুব্রত সহ সকলকে বেকসুর খালাস করা হয়েছে ৷

Last Updated :Sep 9, 2022, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.