ETV Bharat / sports

পঞ্জাবকে ধরাশায়ী করে দু'নম্বর পাকা হায়দরাবাদের, জায়গা ধরে রাখতে নজর রাজস্থানের দিকে - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 7:31 PM IST

Updated : May 19, 2024, 8:52 PM IST

SRH vs PBKS: নাইটদের সঙ্গে কোয়ালিফায়ারে প্যাট কামিন্সরা নাকি সঞ্জু স্যামসনরা কারা যাবেন ? তা জানতে লিগ টেবিলের শেষ ম্যাচ অর্থাৎ কেকেআর ও রাজস্থানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ৷ তার আগে রবিবার ঘরের মাঠে 4 উইকেটে পঞ্জাবকে হারিয়ে একগাল হেসে আইপিএল লিগ পর্ব শেষ করল প্যাট কামিন্স বাহিনী ৷

SRH vs PBKS
4 উইকেটে পঞ্জাবকে হারাল হায়দরাবাদ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেল)

হায়দরাবাদ, 19 মে: 214 রান অনায়াসে তুলে দিল অরেঞ্জ ব্রিগেড ৷ পঞ্জাব কিংস এদিন উপলের মাঠে প্রথম ব্য়াট করে ৷ পালটা রান তাড়া করতে নেমে অজি তারকা ব্যাটার ট্র্যাভিস হেড শূন্য রানে ফিরলেও তাঁর অভাব পূরণ করলের অভিষেক শর্মা ৷ পাঁচ বল বাকি থাকতেই 4 উইকেটে পঞ্জাব কিংসকে বধ করে লিগ টেবিলে 2 নম্বর স্থান পাকা করল নিজামের শহরের দল ৷ তবে আজকের পরের ম্যাচে অর্থাৎ গুয়াহাটিতে কেকেআর ও রয়্যালসের ম্যাচে যদি নাইট শিবিরকে হারিয়ে দেয় পিঙ্ক সিটির দল তাহলে হায়দরাবাদ ফের 3 নম্বরে চলে যাবে ৷

প্রথমে ব্যাট করে এদিন পঞ্জাবের দুই ভারতীয় ওপেনার অথর্ব তাওড়ে (46) এবং প্রভসিমরন সিং 71 রানের জুটি গড়েন। রিলি রুসো 49 রান করেন। শেষ বেলায় ব্যাট করতে নেমে এই ম্যাচের পঞ্জাব অধিনায়ক জীতেশ শর্মা 15 বলে 32 রান করেন। তাঁদের দাপটে 214 রান তোলে পঞ্জাব ৷ রান তাড়া করতে নেমে হেড শূন্য রানে ফেরেন ৷ 66 রান করেন অভিষেক শর্মা ৷ 28 বলের ঝোড়ো ইনিংস সাজানো পাঁচটি চার ও চারটি ছক্কায় ৷ হেনরিক ক্লাসেন 26 বলে 42 করেন ৷ 37 রান করেন নীতীশ রেড্ডি ৷

33 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন রাহুল ত্রিপাঠী ৷ 6 উইকেট হারালেও 19.1 ওভারে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। অন্য়দিকে, পঞ্জাব কিংসের অর্শদীপ সিং 2 উইকেট নেন ৷ 2টি উইকেট নেন হর্ষল প্যাটেল ৷ একটি করে উইকেট পান হারপ্রীত ব্রার ও শশাঙ্ক সিং ৷ হায়দরাবাদ জেতায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 17 পয়েন্ট পেয়েছে তারা। লিগ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যাল মুখোমুখি কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে রাজস্থান জিতলে তারা দ্বিতীয় স্থানে শেষ করবে। কিন্তু হেরে গেলে তৃতীয় স্থানে আটকে যাবে। হায়দরাবাদ এখন রাজস্থানের হারের অপেক্ষায়।

আরও পড়ুন:

  1. জয়ে ধারা বজায় রাখার লক্ষ্যে নাইটরা, সঞ্জুদের নজরে দ্বিতীয়স্থান
  2. প্রতিপক্ষ পঞ্জাব, সেকেন্ড বয়ের দৌড়ে রাজস্থানকে টেক্কা দিতে তৈরি হায়দরাবাদ
  3. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের
Last Updated : May 19, 2024, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.