ETV Bharat / city

শিলিগুড়িতে প্রাতঃভ্রমণের জন্য খোলার আগে স্যানিটাইজেশন পার্কে

author img

By

Published : Jun 15, 2021, 9:52 PM IST

sanitation-of-parks-before-opening-for-people-who-did-morning-walk-in-siliguri
প্রাতঃভ্রমণের জন্য খোলা আগে শিলিগুড়ির একটি পার্কে স্যানিটাইজেশন

করোনা সংক্রমণ রুখতে পার্কগুলিতে সবরকমের সুরক্ষা ব্যবস্থা রাখা হচ্ছে ৷ প্রাতঃভ্রমণে বেরনো লোকজনকে সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে ৷ সেই সঙ্গে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ সেই মতো শিলিগুড়িতে বন দফতরের অধীনে থাকা পার্কগুলি স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হল ৷

শিলিগুড়ি, 15 জুন : তৃতীয় দফায় রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো আগামিকাল থেকে তৃতীয় দফায় রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চালু হতে চলেছে ৷ যেখানে ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পার্কগুলিতে প্রাতঃভ্রমণ করতে পারবেন নাগরিকরা ৷ সরকারি এই নির্দেশিকা জারি হতেই আজ শিলিগুড়িতে পার্কগুলি স্যানিটাইজেশন শুরু করেছে রাজ্যের বন দফতর ৷

করোনা সংক্রমণ রুখতে পার্কগুলিতে সবরকমের সুরক্ষা ব্যবস্থা রাখা হচ্ছে ৷ প্রাতঃভ্রমণে বেরনো লোকজনকে সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে ৷ সেই সঙ্গে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ সেই মতো শিলিগুড়িতে বন দফতরের অধীনে থাকা পার্কগুলি স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হল ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী পার্কে প্রবেশের জন্য় ভ্যাকসিন নেওয়ার প্রমাণ দিতে হবে ৷

প্রাতঃভ্রমণের জন্য খোলার আগে শিলিগুড়িতে পার্কে স্যানিটাইজেশন

আরও পড়ুন : বুধে খুলছে অফিস- হোটেল-রেস্তরাঁ, আর কীসে কীসে ছাড় ?

তবে, বুধবার থেকেই পার্কে প্রবেশ করতে পারবেন না লোকজন ৷ আরও এক থেকে দু’দিন সময় লাগবে পার্কগুলিকে জন সাধারণের জন্য খুলে দিতে ৷ সেখানেও সামাজিক দূরত্ববিধি মেনে প্রাতঃভ্রমণ করতে হবে ৷ সঙ্গে অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে ৷ মানুষজনকে সতর্ক করতে পার্কের সর্বত্র বিভিন্ন নির্দেশিকা লেখা বোর্ডও থাকবে ৷ শিলিগুড়িতে উত্তরবঙ্গ বন দফতরের অন্তর্গত মোট 32টি পার্ক রয়েছে ৷ যেখানে প্রাতঃভ্রমণকারীরা সকালে শরীরচর্চা করতে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.