Siliguri Wood Recover : পাচারের আগেই উদ্ধার 40 লক্ষের সেগুন, গ্রেফতার ভিনরাজ্যের দুই

author img

By

Published : Oct 2, 2021, 4:53 PM IST

forest department recovers teak wood worth rupees 40 lakh, arrests two men

শিলিগুড়ির কাছে ট্রাক থেকে উদ্ধার 40 লক্ষ টাকার সেগুন কাঠ ৷ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত মহম্মদ সামদিন ও মহম্মদ ইজরায়েল হরিয়ানার বাসিন্দা ৷

শিলিগুড়ি, 2 অক্টোবর : কাঠ পাচারের অভিযোগে ভিনরাজ্যের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হল ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি লাগোয়া 31 নম্বর জাতীয় সড়কে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 40 লক্ষ টাকার সেগুন কাঠ ৷

আরও পড়ুন : Wood Trafficking: শিলিগুড়িতে ₹25 লাখের কাঠ পাচার, গ্রেফতার কেন্দ্রের 2 কর্মী-সহ 7

বন দফতর সূত্রে জানা গিয়েছে, কাঠ পাচারের তথ্য জানতে পেরেই শনিবার সকালে অভিযানে নামেন বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ৷ জাতীয় সড়ক ধরে ভিনরাজ্যের একটি ট্রাক আসতে দেখে সন্দেহ হয় তাঁদের ৷ ট্রাকটিকে থামানো হলে চালক ও সওয়ারি দাবি করেন, ট্রাকে কাচের গুঁড়ো রয়েছে ৷ ট্রাকটিতে তল্লাশি করে উদ্ধার করা হয় প্রচুর বস্তা ৷ তাতে সত্যিই কাচের গুঁড়ো ছিল ৷ কিন্তু সেই বস্তা সরাতেই দেখা যায়, তার নীচে প্রচুর পরিমাণে কাঠ লুকিয়ে রাখা হয়েছে ৷

আরও পড়ুন : Wood Smuggling : 40 লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার, গ্রেফতার রাজস্থানের বাসিন্দা

এরপর ট্রাকের চালক ও খালাসিকে চেপে ধরতেই কাঠ পাচারের কথা স্বীকার করেন তাঁরা ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ ধৃতদের নাম মহম্মদ সামদিন ও মহম্মদ ইজরায়েল ৷ দু’জনই হরিয়ানার মেওয়াড়ের বাসিন্দা ৷ তাঁদের প্রাথমিক জেরা করে জানা গিয়েছে, হরিয়ানার নাম্বার প্লেটের ওই ট্রাকটি মণিপুর থেকে শিলিগুড়ি এসেছিল ৷ চোরাই সেগুন কাঠ মহারাষ্ট্রর নাগপুরে পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের ৷ কিন্তু বন দফতর সতর্ক থাকায় সেই ছক ভেস্তে যায় ৷ তবে যে পরিমাণে কাঠ উদ্ধার করা হয়েছে, তাতে এই ঘটনার পিছনে বড় কোনও চক্র রয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ ধৃতদের জেরা করে সেই চক্রের বাকি সদস্যদের খোঁজ চালানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.