Wood Smuggling : 40 লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার, গ্রেফতার রাজস্থানের বাসিন্দা

author img

By

Published : Aug 9, 2021, 7:30 PM IST

Siliguri police recovered 560 CFT teak wood worth 40 lakhs, arrested one man
Wood Smuggling : 40 লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার, গ্রেফতার রাজস্থানের বাসিন্দা ()

40 লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির জটিয়াকালী এলাকায় ৷ কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে ৷ ধৃতের নাম রাহিল খান ৷ সে রাজস্থানের বাসিন্দা ৷

শিলিগুড়ি, 9 অগস্ট : শিলিগুড়ি পুলিশের অভিযানে মিলল সাফল্য ৷ 40 লক্ষ টাকার চোরাই কাঠ-সহ গ্রেফতার করা হল ভিনরাজ্যের এক বাসিন্দাকে ৷ ঘটনায় অন্তর্দেশীয় কাঠপাচার চক্রের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সূত্রের খবর, কাঠ পাচারের গোপন খবর পেয়েই রবিবার রাতে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির জটিয়াকালী এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ৷ অভিযানে এক ট্রাকবোঝাই চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয় ৷ কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে ৷ ধৃতের নাম রাহিল খান ৷ সে রাজস্থানের বাসিন্দা ৷

আরও পড়ুন : Wood Trafficking: শিলিগুড়িতে ₹25 লাখের কাঠ পাচার, গ্রেফতার কেন্দ্রের 2 কর্মী-সহ 7

পুলিশের কাছে খবর ছিল, ভিনরাজ্যের কোনও গাড়িতে দামি কাঠ পাচার করা হতে পারে ৷ সেই মতো হরিয়ানার নাম্বার প্লেটওয়ালা একটি ট্রাক দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের ৷ সেটিকে তাড়া করে ধরে ফেলেন তাঁরা ৷ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 560 সিএফটি সেগুন কাঠ উদ্ধার করে ৷ যার আনুমানিক বাজারদর প্রায় 40 লক্ষ টাকা ৷

Siliguri police recovered 560 CFT teak wood worth 40 lakhs, arrested one man
উদ্ধার হওয়া চোরাই কাঠ ৷

আরও পড়ুন : শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে 50 লাখের সেগুন উদ্ধার

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই কাঠ অসম থেকে চোরা পথে আনা হয়েছিল ৷ গন্তব্য ছিল কলকাতা ৷ মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে অন্তর্দেশীয় কোনও পাচারচক্র জড়িত রয়েছে ৷ পুলিশের চোখে ধুলো দিতে দিনের পর দিন এই চক্রের সদস্যরা ট্রাকের নাম্বার প্লেটে কালি লেপে, সেই গাড়িতে কাঠ পাচার করত ৷ চক্রের বাকি সদস্যদের খোঁজ পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি, ধৃতকে জেরা করেও তার সঙ্গীসাথীদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.