ETV Bharat / city

কুসংস্কার দূরে সরিয়ে মানবিক হোক শিলিগুড়ি: অশোক ভট্টাচার্য

author img

By

Published : Apr 15, 2020, 8:23 PM IST

কোরোনা আতঙ্কে বামপন্থীদের একাংশও কুসংস্কার আচ্ছন্ন হচ্ছেন। যা লজ্জার। শহরের বাসিন্দাদের এবার মানবিক হতে আহ্বান জানালেন শিলিগুড়ির মেয়র।
mayor siliguri Ashok Bhattacharya
অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, 15 এপ্রিল: বহুক্ষেত্রেই কোরোনা আতঙ্কে যুক্তি ও বিজ্ঞানের জায়গায় মাথা চাড়া দিচ্ছে কুসংস্কার। বামপন্থীদের একাংশও এর প্রভাবে প্রভাবিত। এটা বামপন্থার জন্য লজ্জা। কোরোনা পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের মানবিক ও কুসংস্কারমুক্ত হতে এভাবেই আহ্বান জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। আজ শিলিগুড়ির নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অশোক ভট্টাচার্য। সেখানে তিনি বলেন, "এখন কুসংস্কার কাম্য নয়। আমরা বিরোধী দল হলেও কোরোনা মোকাবিলায় সরকারের জানানো স্বাস্থ্য বিধি মানতে হবে।"

দিন কয়েক আগে শহরের প্রধান নগরের একটি নার্সিংহোমকে কোরোনা সংক্রমিতদের চিকিৎসার জন্য প্রশাসন অধিগ্রহণ করতে গেলে চরম বিরোধিতা হয়। সেই নার্সিংহোম অধিগ্রহণের প্রতিবাদে পথে নামতে দেখা গেছিল স্থানীয় বাম কাউন্সিলর স্নিগ্ধা হাজরা ও শিলিগুড়ির ডেপুটি মেয়র রামভজন মাহাতোকে। অন্যদিকে মাটিগাড়ার কাওয়াখালি এলাকায় অন্য একটি নার্সিংহোম কোরোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে অধিগ্রহণের ক্ষেত্রে বিরোধীতা করতে গিয়ে গ্রেপ্তার হন মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকারের দাদা। এমত পরিস্থিতিতে বর্ষীয়ান বাম নেতা খোলাখুলি বলেন, "কিছু ক্ষেত্রে ভয়ে, আতঙ্কে যুক্তি হারাচ্ছেন মানুষ। তাঁরা প্রত্যেকেই যে শিক্ষার আলোয় আলোকিত নন, তেমনটা নয়। বহু শিক্ষিত মানুষও অমানবিক আচরণ করছেন। এমনকী বামপন্থীদের একাংশও এসবের প্রভাবে প্রভাবিত হচ্ছেন।" অশোক ভট্টাচার্য আরও বলেন, "আমাদের রাজ্য অগ্রগামী রাজ্য। সতীদাহ প্রথা রদ করার সময়েও বহু শিক্ষিত মানুষ তার বিরোধিতা করেছিলেন। আমরা চাই কুসংস্কার মুক্ত হোক আমাদের মন । আমি অনুভব করছি, কিছু মানুষ মানবিক হতে পারছেন না। সকলে ভাবছেন, আগে নিজে বাঁচি। তার থেকেই কুসংস্কার মাথা চাড়া দিচ্ছে।"

মঙ্গলবার শিলিগুড়ির মেয়র উদাহরণ দিয়ে বলেন, "পরিস্থিতি এমন যে, আম্বুলেন্স চালক রোগীকে নিতে চাইছেন না। চিকিৎসকদের একাংশ প্রাইভেট চেম্বারে বসছেন না। কোথাও চিকিৎসক হাসপাতালের কাজ করছেন বলে তাঁকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোথাও স্বাস্থ্য কর্মীকে একঘরে করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ কেমন শহর। শিলিগুড়ির মানসিকতা কখনও এরকম ছিল না।" অশোক ভট্টাচার্য মনে করান, "শিলিগুড়িতে মারণ জ্বরের সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সকলে।" তিনি বলেন, "রাজনীতি ভুলে, কুসংস্কারকে দুরে সরিয়ে ক্লাব, গণ সংগঠনকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে।"

যদিও প্রধান নগরের বাম কাউন্সিলর ও ডেপুটি মেয়রের নেতৃ্ত্বে নার্সিংহোম অধিগ্রহণের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, "প্রধান নগরে বিরোধিতা হয়নি। যে কাউন্সিলর ও ডেপুটি মেয়র ওখানে গিয়েছিলেন তাঁরা বলতে চেয়েছিলেন আগে কম জনবসতি এলাকায় নার্সিংহোম অধিগ্রহণ হোক। একান্ত প্রয়োজনে ঘণ বসতিপূর্ণ এলাকার নার্সিংহোমগুলি সরকার নিক। সেই দাবি মেনে নিয়েছে সরকার।"

শেষে আশোক ভট্টাচার্য বলেন, "আরও একমাস আমাদের বোর্ডের মেয়াদ রয়েছে। তারপর আর মেয়র থাকব না। কবে ভোট হবে, অথবা কারা জিতবে সেসব প্রশ্ন এখন দূরে থাকুক। আগে সকলে মিলে কোরোনা মুক্ত হতে লড়াই করি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.