বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা ৷ বৃহস্পতিবার ভোর 4.30 মিনিট নাগাদ হঠাৎ মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট হয় ৷ তার জেরকেই ময়দান স্টেশনে সিগন্যালিংয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ৷ সকালের দিকে বেশ কয়েকটি মেট্রো ধীর গতিতে চলাচল করে ৷ তবে বেলা 8.35 মিনিট নাগাদ ময়দান থেকে নেতাজি ভবনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়। ব্লু লাইনে পরিষেবা শুরু হয় সকাল 6.50 মিনিটে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ডাউন লাইনে ময়দান থেকে নেতাজি ভবন পর্যন্ত মেট্রো কিছুটা ধীরে চালানো হয় । তবে আপ ও ডাউনের বাকি স্টেশনগুলোর ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি।
বিদ্যুৎ বিভ্রাটের জের, অফিস টাইমে ধীর গতিতে চলল মেট্রো
Published : May 23, 2024, 12:42 PM IST
বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা ৷ বৃহস্পতিবার ভোর 4.30 মিনিট নাগাদ হঠাৎ মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট হয় ৷ তার জেরকেই ময়দান স্টেশনে সিগন্যালিংয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ৷ সকালের দিকে বেশ কয়েকটি মেট্রো ধীর গতিতে চলাচল করে ৷ তবে বেলা 8.35 মিনিট নাগাদ ময়দান থেকে নেতাজি ভবনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়। ব্লু লাইনে পরিষেবা শুরু হয় সকাল 6.50 মিনিটে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ডাউন লাইনে ময়দান থেকে নেতাজি ভবন পর্যন্ত মেট্রো কিছুটা ধীরে চালানো হয় । তবে আপ ও ডাউনের বাকি স্টেশনগুলোর ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি।