ETV Bharat / city

সময়ের পর কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পুলিশকর্মী ও পরীক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি

author img

By

Published : Nov 24, 2019, 5:43 PM IST

Updated : Nov 24, 2019, 7:04 PM IST

মালদা

নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছালে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি । এনিয়ে আজ পুলিশকর্মী ও পরীক্ষার্থীদের মধ্যে বচসা বাধে ৷ ধস্তাধস্তিতে জখম হন এক পুলিশকর্মী ৷ মালদা গার্লস স্কুলের ঘটনা ৷

মালদা, 24 নভেম্বর : নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি না দেওয়ায় পুলিশকর্মী ও পরীক্ষার্থীদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি হয় ৷ এই ঘটনায় জখম হন এক পুলিশকর্মী ৷ রবিবার মালদার উইমেন্স কলেজ রোড এলাকায় মালদা গার্লস স্কুলের ঘটনা ৷

আরও পড়ুন : পার্শ্বশিক্ষকদের অনুপস্থিতির হিসেব তলব স্কুল শিক্ষা দপ্তরের

আজ জেলার 39 টি স্কুলে আবগারি দপ্তরের নিয়োগ পরীক্ষা ছিল ৷ পরীক্ষার সিট পড়েছিল মালদা গার্লস স্কুলেও । পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় ছিল বেলা সাড়ে এগারোটা । কয়েকজন পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ৷ সময় পেরিয়ে যাওয়ায় কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেননি ৷ এরপরেই পরীক্ষার্থী ও পুলিশকর্মীদের মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ এই ঘটনায় জখম হন মানবী রায় নামে এক পুলিশকর্মী ৷

আরও পড়ুন : পুলিশের সামনে সাপ নিয়ে খেলা দেখিয়ে পালাল 'মোস্ট ওয়ান্টেড' স্মাগলার

মোথাবাড়ি থেকে পরীক্ষা দিতে এসেছিলেন সোনা পারভিন ৷ তিনি জানান, তিনি 11 টা 35 মিনিটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ৷ কিন্তু তাঁকে ঢুকতে দেয়নি পুলিশ । তাঁর অভিযোগ, "আমার অ্যাডমিট কার্ড সহ অন্যান্য নথি কেড়ে নিয়ে আমাকে মারধর করা হয় । ওই পুলিশকর্মীদের জন্য আমি পরীক্ষা দিতে পারিনি । শুধু আমি নই, অনেকেই দেরিতে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি ৷ আমাকে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেয় মহিলা পুলিশকর্মীরা ।"

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : সরকারি স্কুলের পোশাকে পদ্ম, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

জখম পুলিশকর্মী মানবী রায় বলেন," সাড়ে এগারোটার পর পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার নির্দেশ ছিল । কিছু পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে এসে জোর করে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে যাচ্ছিল । ধাক্কাধাক্কিতে আমি জখম হই । "

Intro:মালদা, ২৪ নভেম্বরঃ পরীক্ষাকেন্দ্রে সময়ের পরে প্রবেশের অনুমতি না মেলায় পুলিশকর্মী ও পরীক্ষার্থীদের ধস্তাধস্তি। আহত এক পুলিশকর্মী। এক পরীক্ষার্থীর অভিযোগ, সময়ের পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি চাওয়ায় অ্যাডমিট সহ নথিপত্র কেড়ে নিয়ে তাঁকে মারধর করা হয়েছে। পরীক্ষা হলে ঢুকতে না দেওয়ার ঘটনা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের উইমেন্স কলেজ রোড এলাকায়।Body:রবিবার জেলার ৩৯টি স্কুলে আবগারি দপ্তরের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সিট পড়েছে মালদা গার্লস স্কুলেও। সকাল থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রগুলিতে আসতে থাকেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় ছিল সাড়ে এগারোটা। মোথাবাড়ি থেকে আগত এক পরীক্ষার্থী সোনা পারভিন ১১টা ৩৫ মিনিট নাগাদ মালদা গার্লস স্কুলে এসে পৌঁছন। কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে তিনি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি চান। কিন্তু পুলিশকর্মীরা পরীক্ষার্থীদের সময়ের পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেননি। এরপরেই পরীক্ষার্থী ও পুলিশকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, মালদা গার্লস স্কুলে কর্তব্যরত পুলিশ কর্মীরা সোনা পরাভিনের অ্যাডমিট সহ অন্যান্য নথিপত্র কেড়ে নিয়ে তাঁকে মারধর করে। গোটা ঘটনায় আহত হন এক মানবী রায় নামে পুলিশকর্মী। যদিও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পুলিশকর্মীদের।
সোনা পারভিন জানান, “আমি ১১টা ৩৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে এসেছিলাম। আমি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে চাইলে, আমাকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এরপরেই আমার অ্যাডমিট সহ অন্যান্য নথি কেড়ে নিয়ে আমাকে মারধর করা হয়। ওই পুলিশকর্মীদের জন্য আমি পরীক্ষা দিতে পারিনি। শুধু আমি নয়, অনেকেই দেরিতে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমাকে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেয় মহিলা পুলিশকর্মীরা।”
Conclusion:আহত পুলিশকর্মী মানবী রায় জানান, “সাড়ে এগারোটার পর পরীক্ষীর্থীদের ঢুকতে না দেওয়ার নির্দেশ ছিল। কিছু পরীক্ষার্থী সময়ের পরে এসে জোড় করে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে যাচ্ছিল। ধাক্কাধাক্কিতে পরীক্ষা কেন্দ্রের গেটে আমার হাত চেপে যায়। আমরা নির্দেশ অনুযায়ী কাজ করেছি।”
Last Updated :Nov 24, 2019, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.