ETV Bharat / state

পুলিশের সামনে সাপ নিয়ে খেলা দেখিয়ে পালাল 'মোস্ট ওয়ান্টেড' স্মাগলার

author img

By

Published : Nov 24, 2019, 11:11 AM IST

আসানসোল পৌরনিগমের 82 নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় মহম্মদ ওয়াসিফ নামে এক গ্রিল ব্যবসায়ীর দোকানে একটি গোখরো সাপ ঢোকে । আতঙ্কিত মহম্মদ ওয়াসিফ খবর পাঠান মহম্মদ মুবারককে । খবর পেয়ে মহম্মদ ওয়াসিমের গ্রিলের দোকানে আসে মুবারক । বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর মুবারকের জালে ধরা পড়ে গোখরোটি ।

snake

আসানসোল, 24 নভেম্বর : নাম রয়েছে বন দপ্তরের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় । ঝাড়খণ্ডের পাঞ্চেতের বাসিন্দা নাকি সাপ ও সাপের বিষ পাচার করে । অথচ রাজ্যে ঢুকে পুলিশের সামনে ভেলকি দেখিয়ে সাপ নিয়ে চলে সে । নাম মুবারক আনসারি । এই রাজ্যে তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অনেকগুলি ধারায় মামলা চলছে । পশ্চিমবঙ্গ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো অনেকদিন ধরেই এই কুখ্যাত সাপের বিষ পাচারকারীকে খুঁজছে । ওই ব্যক্তি চলে যাওয়ার পর জেলার বনাধিকারিক লুক আউট নোটিশ জারি করেছেন । সমস্ত থানাকে নাকি জানানো হয়েছে, অথচ এ বিষয়ে কোনও খবর নেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে ।

আসানসোল পৌরনিগমের 82 নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় মহম্মদ ওয়াসিফ নামে এক গ্রিল ব্যবসায়ীর দোকানে একটি গোখরো সাপ ঢোকে । আতঙ্কিত চাঁদ মহম্মদ খবর পাঠান মহম্মদ মুবারককে । খবর পেয়ে মহম্মদ ওয়াসিমের গ্রিলের দোকানে আসে মুবারক । বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর মুবারকের জালে ধরা পড়ে গোখরোটি । এদিকে সাপ ধরা দেখতে মহম্মদ ওয়াসিফের দোকানের সামনে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা ৷ শুধু তাই নয়, সাপ ধরা দেখতে আসে হীরাপুর থানার পুলিশও । বেশ কিছুক্ষণ ধরে সাপ নিয়ে পুলিশের সামনেই কসরৎ দেখায় মুবারক । তারপর সাপটিকে ব্যাগবন্দী করে নিয়ে চলে যায় ।

এই ঘটনা জানাজানি হতেই পশ্চিম বর্ধমান জেলার বনাধিকারিক মুবারকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছেন । তিনি জানিয়েছেন, সব থানাকে জানানো হয়েছে । যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADCP (পশ্চিম) অনমিত্র দাস জানান, তাঁর কাছে এই ধরনের কোনও তথ্য নেই । মহম্মদ মুবারকের বিষয়েও তাঁদের আগে জানানো হয়নি ।

প্রশ্ন উঠছে মুবারক যদি আন্তঃরাজ্য সাপ পাচারকারী হয়েই থাকে, তবে বনদপ্তর কেন তা নিয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতামুলক প্রচার চালায়নি ? মুবারককে আসানসোল-কুলটি এলাকার মানুষ স্নেক সেভার বলে চেনে । ঝাড়খণ্ডের পাঞ্চেতে মুবারকের একটি স্নেক পার্ক রয়েছে । শুধু তাই নয়, যারাই বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত বাঁধ দেখতে যান , তাঁরা মুবারকের স্নেক পার্কও দেখতে যান ।

Intro:

তিনি নাকি বনদপ্তরের "মোস্ট ওয়ান্টেড" তালিকায়। ঝাড়খন্ডের পাঞ্চেতের বাসিন্দা এই ব্যাক্তি নাকি সাপ ও সাপের বিষ পাচার করে। অথচ তিনিই এ রাজ্যে ঢুকে পুলিশের সামনেই নানান ভেলকি দেখিয়ে সাপ নিয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর জেলার বনাধিকারিক লুক আউট নোটিশ জারি করেছেন। সমস্ত থানাকে নাকি জানানো হয়েছে বলে জানিয়েছেন, অথচ এ বিষয়ে কোন খবর নেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে।

আজ আসানসোল পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় মহম্মদ চাঁদ নামে এক গ্রিল ব্যবসায়ীর দোকানে একটি গোখরো সাপ ঢোকে। তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন মহম্মদ চাঁদ। তিনি খবর পান ঝাড়খন্ডের পাঞ্চেতের একটি স্নেক পার্কের কর্নধার মহম্মদ মুবারক সাপ ধরতে পারেন।ইউটিউব চ্যানেলও আছে মুবারকের। সেখান থেকেই নম্বর নিয়ে তিনি মুবারককে ফোন করে ডাকেন। মুবারককে আসনসোল-কুলটি এলাকার স্থানীয় মানুষজন স্নেক সেভার বলেই জানেন। শুধু তাই নয়, যারাই বাংলা-ঝাড়খন্ড সীমান্তে পাঞ্চেত ড্যামে বেড়াতে যান, তারা একবার হলেও মুবারকের স্নেক পার্ক দেখতে যান।
আজ সেইভাবেই খবর পেয়ে রহমত নগরে মহম্মদ চাঁদের গ্রিলের দোকানে আসেন মুবারক। নানান কৌশল করে সাপটি ধরেন। শুধু তাই নয় এলাকার মানুষের ভিড় জমে সাপ ধরা দেখতে। আসে হীরাপুর থানার পুলিশও। বেশ কিছুক্ষন ধরে সাপ নিয়ে পুলিশের সামনেই নানান খেলা দেখান মুবারক। তারপর সাপটি নিয়ে চলে যান।
অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই পশ্চিম বর্ধমান জেলার বনাধিকারিক মুবারকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছেন। তিনি জানিয়েছেন সব থানাকে জানানো হয়েছে।
যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস জানান, তাঁর কাছে এই ধরনের কোন তথ্য নেই। কিমবা এই মুবারকের বিষয়েও তাকে আগে জানানো হয়নি।
প্রশ্ন উঠছে মুবারক যদি আন্তঃরাজ্য সাপ পাচারকারী হয়েই থাকে,,তবে বনদপ্তর কেন তা নিয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতামুলক প্রচার চালান নি। এলাকার মানুষের কথায় মুবারক খুবই জনপ্রিয়।।মাঝেমধ্যেই এলাকায় এসে সাপ ধরে নিয়ে চলে যায়।Body:...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.