ETV Bharat / state

সরকারি স্কুলের পোশাকে পদ্ম, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

author img

By

Published : Nov 24, 2019, 2:26 AM IST

স্কুল থেকে সরকারি অনুদানে ছাত্রদের যে পোশাক দেওয়া হয়েছে তাতে প্রতীক হিসেবে পদ্মফুল ব্যবহার করা হয়েছে । আর পদ্মফুলের নিচে লেখা রয়েছে স্কুলের নাম । এতেই ক্ষুব্ধ হয় তৃণমূল । গতকাল এর প্রতিবাদে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও তৃণমূল শিক্ষা সেলের নেতারা স্কুলে বিক্ষোভ দেখান ।

স্কুলের পোশাকে পদ্ম

শিলিগুড়ি, 24 নভেম্বর : সরকারি স্কুলের পোশাকে পদ্ম । এর প্রতিবাদে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল শিক্ষা সেলের নেতারা । অভিযোগ, ইচ্ছে করেই BJP-র প্রতীক পদ্ম ফুলকে স্কুলের পোশাকে ব্যবহার করা হয়েছে । যদিও প্রধান শিক্ষকের বক্তব্য, সবটাই অজান্তে হয়েছে । ঘটনাটি শিলিগুড়ি বয়েজ় প্রাথমিক বিদ্যালয়ের ।

শিলিগুড়ি বয়েজ় প্রাথমিক বিদ্যালয় এলাকার অন্যতম নামী স্কুল । এই স্কুল থেকে এবছর সরকারি অনুদানে ছাত্রদের যে পোশাক দেওয়া হয়েছে তাতে প্রতীক হিসেবে পদ্মফুল ব্যবহার করা হয়েছে । আর পদ্মফুলের নিচে লেখা রয়েছে স্কুলের নাম । এতেই ক্ষুব্ধ হয় তৃণমূল । গতকাল এর প্রতিবাদে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও তৃণমূল শিক্ষা সেলের নেতারা স্কুলে বিক্ষোভ দেখান । কেন পোশাকে পদ্মফুল ব্যবহার করা হয়েছে তা জানতে চেয়ে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষকে ঘেরাও করে রাখে তারা । পাশাপাশি তাঁর পদত্যাগের দাবি জানানো হয় ।

এই ঘটনার খবর পেয়ে স্কুলে আসেন সর্বশিক্ষা অভিযান প্রকল্পের প্রকল্প অধিকর্তা ও শিলিগুড়ি থানার পুলিশ । তারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানতে চায় । প্রধান শিক্ষক জানান, তিনিও তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে যুক্ত । BJP করেন না । ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে ।

স্কুলের পোশাক তৈরির দায়িত্ব যে স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছিল এবিষয়ে তাদের সঙ্গে কথা বলা হয় । তারা জানায়, বুঝতে কোথাও একটা ভুল হয়েছে । আসলে তাদের যে প্রতীকটি পোশাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল তা জটিল ছিল । পোশাকে নির্দিষ্ট জায়গায় আঁটছিল না । তাই প্রতীকের মধ্যে থাকা পদ্মফুলটিকে স্কুলের পোশাকে ব্যবহার করা হয় । আর ফুলের নিচে স্কুলের নাম লিখে দেওয়া হয় । এর সঙ্গে রাজনৈতিক প্রচারের কোনও সম্পর্ক নেই । যদিও বিক্ষোভের চাপে ওই স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক ।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, "ঘটনার তদন্ত করতে হবে । স্কুল কী করে সরকারি স্কুলের পোশাকে BJP-র প্রতীক চিহ্ন ব্যবহার করছে তা খুঁজে বের করতে হবে । দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের ।"

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তৎপরতাকে কটাক্ষ করেন BJP-র জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি । তিনি বলেন, "পদ্ম জাতীয় ফুল । আসলে সবকিছুতে তৃণমূল BJP-র জুজু দেখছে । তাই স্কুলে গিয়ে ঝামেলা করছে । স্কুলের পোশাকে পদ্ম রাখুন বা না রাখুন এ রাজ্যের মানুষের হৃদয়ে BJP-র পদ্ম ফুটেছে ।"

Intro:সরকারি প্রাথমিক বিদ্যালযে অনুদানে ছাত্রদের দেওয়া পোশাকে প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে জাতীয় ফুল পদ্ম । এর প্রতিবাদেই সেই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ ইচ্ছা করেই বিজেপির প্রতীক পদ্মফুলকে স্কুলের সরকারী পোশাকে ব্যবহার করা হয়েছে। যদিও সবটাই অজান্তে ঘটেছে বলে দাবি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি বয়েজ প্রাথমিক স্কুলের।


Body:শিলিগুড়ি অন্যতম নামী স্কুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ভবনের একপাশে সকালে ক্লাস চলে শিলিগুড়ি বয়েজ প্রাথমিক বিদ্যালযের। শিলিগুড়িতে তৃণমূলের শিক্ষক সংগঠনের অভিযোগ, চলতি বছরে সরকারি অনুদানে ছাত্রদের যে পোশাক ইতিমধ্যেই বিলি করা শুরু হয়েছে তাতে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে পদ্মফুল। প্রতিটি জমায় দেওয়া রয়েছে পদ্মফুল চিহ্ন। তলায় স্কুলের নাম। এতেই বেজায় খাপ্পা রাজ্যের শাসক দল। আজ সকালে জেলা তৃণমূল সভাপতি ও পৌর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার এবং তৃণমূলের শিক্ষা সেলের নেতারা ওই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। কেন পদ্মফুল চিহ্ন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে কৈফিয়ৎ চাওয়া হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে। একই সঙ্গে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন শাসক শিবিরের নেতারা। ঘটনার জেরে ডেকে আনা হয় সর্বশিক্ষা অভিযান প্রকল্পের প্রকল্প অধিকর্তা এবং শিলিগুড়ি থানার পুলিশকে। বিক্ষোভের জেরে শেষমেষ যে স্বনির্ভর গোষ্ঠী এই পোশাক বানানোর দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ। তবে তিনি জানান আমিও তৃণমূলের শিক্ষা ছেলের সঙ্গে যুক্ত। বিজেপি করি না। পুরো বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। যে স্বনির্ভর গোষ্ঠী এই স্কুলের পোশাক বানানোর দায়িত্ব ছিল সেই সাগরিকা গোষ্ঠীর তরফে অবশ্য জানানো হয়েছে কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। একাধিক ছবি সম্বলিত একটি প্রতীক তাদের দেওয়া হয়েছিল। এতগুলি ছবি একত্রে আটছিল না । তাই ছবির মধ্যে থাকা পদ্মফুল টিকেই শুধুমাত্র বেছে নিয়ে তার তলায় স্কুলের নাম লিখে তা পোশাকে লাগানো হয়েছিল। এর সঙ্গে বিজেপির রাজনৈতিক চিহ্ন প্রচার এর কোন উদ্দেশ্য ছিল না। ক্ষুব্ধ রাজ্যের শাসক দলের তরফে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন ঘটনার তদন্ত করতে হবে এভাবে তারা কি করে রাজ্য সরকারি পোশাকে বিজেপি প্রতীক ব্যবহার করছে তা খুঁজে বার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন পদ্ম জাতীয় ফুল। আসলে সবেতেই বিজেপির জুজু দেখছে তৃণমূল কংগ্রেস। তাই ওই স্কুলে গিয়ে তৃণমূল ঝামেলা করছে বলে শুনেছি। স্কুলের পোশাকে পদ্ম রাখুন বা না রাখুন এরাজ্যের মানুষের হৃদয়ে বিজেপির পদ্ম ফুটছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.