Malda Murder : মালদায় নেশার জন্য চুরি ধরে ফেলায় কাকাকে খুনে অভিযুক্ত ভাইপো

author img

By

Published : May 12, 2022, 4:19 PM IST

Updated : May 12, 2022, 6:12 PM IST

malda-drugs-addicted-nephew-allegedly-murdered-his-own-uncle

ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর-1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে (Malda Murder) । মৃতের নাম মহম্মদ তজিমুদ্দিন ওরফে তোজি (56) । অভিযুক্ত ভাইপো সেকেল আলি পলাতক ৷

মালদা, 12 মে : ছেলে নেশাগ্রস্ত । নেশার টাকা জোগাড় করতে প্রায়শই রেশন ডিলার বাবার ক্যাশবাক্স থেকে টাকা চুরি করত । কয়েকদিন আগেও সে বাবার ক্যাশবাক্স থেকে টাকা চুরি করছিল । সেটা দেখে ফেলেন কাকা । এনিয়ে শাসন করায় কাকাকে খুন করল ভাইপো (malda drugs addicted nephew allegedly murdered his own uncle) ।

এমনই অভিযোগ উঠেছে মালদায়৷ মৃতের নাম মহম্মদ তজিমুদ্দিন ওরফে তোজি (56) । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো । তার খোঁজে তল্লাশি শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

malda drugs addicted nephew allegedly murdered his own uncle
খুনের ঘটনা ঘিরে গ্রামবাসীদের জটলা

মহেন্দ্রপুরের বাসিন্দা জহুর আহমেদ পেশায় রেশন ডিলার । তাঁর ছেলে সেকেল আলি দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের নেশায় আসক্ত (Malda Drug Addicted Man)। ড্রাগস কিনতে সে বাবার ক্যাশবাক্স থেকে মাঝেমধ্যেই টাকা চুরি করত বলে অভিযোগ । স্থানীয়দের দাবি, অনেকবার ধরাও পড়েছে । মাসখানেক আগেও সে একইভাবে বাবার ক্যাশবাক্স ভেঙে প্রায় তিন লাখ টাকা চুরি করে । সেটা দেখে ফেলেন কাকা তোজি । এনিয়ে তিনি দাদার সামনেই ভাইপোকে শাসন করেন । তারপর থেকেই কাকার উপর ক্ষোভে ফুঁসছিল সেকেল ।

malda drugs addicted nephew allegedly murdered his own uncle
শোকার্ত পরিবার

অভিযোগ, গতকাল রাতে তোজি সাহেব মহেন্দ্রপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ভুটভুটিতে বসে ছিলেন । সেই সময় সেকেল বাঁশ হাতে পিছন থেকে কাকার উপর হামলা চালায় । মাথায় একের পর এক বাঁশের আঘাত পড়তে থাকে । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তোজি ।

malda drugs addicted nephew allegedly murdered his own uncle
অভিযুক্ত সেকেল আলি

স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয় । সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তজিমুদ্দিনের ।

ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে সেকেল আলি । এলাকার পঞ্চায়েত সদস্য মহম্মদ মুজাহিদ বলেন, “মাসখানেক আগে সেকেলকে ক্যাশবাক্স ভেঙে টাকা নিতে দেখে ফেলেন তজি মামা । তখন থেকেই তাঁর উপর রাগ ছিল সেকেলের । গতকাল রাতে সুযোগ পেয়ে সে কাকার উপর হামলা চালায় । আশঙ্কাজনক অবস্থায় তজি মামাকে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান । আমরা সবাই চাই, এই ঘটনায় সেকেলের কঠোর শাস্তি হোক । সে খুন করেছে । খুনির শাস্তি হওয়া প্রয়োজন ।”

Malda Murder : মালদায় নেশার জন্য চুরি ধরে ফেলায় কাকাকে খুনে অভিযুক্ত ভাইপো

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । আজ ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে । যে বাঁশ দিয়ে খুন করা হয়েছে, সেটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে । পলাতক সেকেল আলির খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Man Died by Suicide : নাবালিকা প্রেমিকার বিয়ে খবরে আত্মঘাতী তরুণ !

Last Updated :May 12, 2022, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.