Man Died by Suicide : নাবালিকা প্রেমিকার বিয়ে খবরে আত্মঘাতী তরুণ !

Man Died by Suicide : নাবালিকা প্রেমিকার বিয়ে খবরে আত্মঘাতী তরুণ !
প্রেমিকার বিয়ের খবর শুনে আত্মহত্যা করলেন এক তরুণ (Man Died by Suicide as He Hears Lover Marriage News in Malda) ৷ মালদার মানিকচকের ঘটনায় এমনটাই জানিয়েছেন মৃতের পরিবার ৷ জানা গিয়েছে, কয়েক মাস আগে ওই নাবালিকার সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন তিনি ৷ কিন্তু, মেয়েটির পরিবার সঞ্জয় ঘোষ নামে ওই তরুণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে ৷ এর পর তাঁর জেল হয় ৷ সম্প্রতি জেল থেকে ছাডাও পান তিনি ৷ কিন্তু, প্রেমিকার বিয়ের খবর শুনে নাকি তিনি আত্মহত্যা করেছেন ৷ পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
মালদা, 11 মে : প্রেমিকার অন্যত্র বিয়ের খবরে আত্মঘাতী প্রেমিক ৷ মালদার মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর পঞ্চায়েতের পচিশা নতুনটোলার ঘটনা ৷ জানা গিয়েছে বছর কুড়ির সঞ্জয় ঘোষ নামে ওই তরুণ সম্প্রতি জেল থেকে ফিরেছিলেন ৷ কারণ, নাবালিকা প্রেমিকাকে তিনি লুকিয়ে বিয়ে করেছিলেন ৷ সে কথা প্রেমিকার বাবা-মা জানতে পেরে গেলে, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ ফলে 3 মাস জেল খেটে বাড়ি ফিরেছিলেন তিনি ৷ আর বাড়ি ফিরেই প্রেমিকার বিয়ের খবর পান সঞ্জয় ঘোষ ৷ আর তার জেরেই নাকি ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ সঞ্জয়ের পরিবারের (Man Died by Suicide as He Hears Lover Marriage News in Malda) ৷
স্থানীয় এনায়েতপুর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করেছিলেন সঞ্জয় । কিন্তু, পরিবারের আর্থিক অনটন সামাল দিতে ছাত্রাবস্থা থেকেই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত সঞ্জয়। কীভাবে জানা নেই, তবে পড়াশোনা করার সময়ই তার সঙ্গে হবিবপুরে ব্লকের বুলবুলচণ্ডী সংলগ্ন কলাইবাড়ি গ্রামের এক নাবালিকার পরিচয় হয় ৷ সেখান থেকে প্রেম। বছরখানেক আগে কাউকে কিছু না জানিয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান তিনি ৷ মনের মানুষকে গোপনে বিয়ে করে বাড়িতেও নিয়ে আসেন ৷ কিন্তু, সেকথা জানতে পারেন ওই নাবালিকার অভিভাবকরা ৷ তাঁরা নাবালিকাকে সঞ্জয়ের বাড়ি থেকে নিয়ে চলে যান ৷ গোটা ঘটনায় সঞ্জয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা ৷ সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ ৷ বিচারে তাংর জেল হয় ৷ তিন মাস সংশোধনাগারে কাটানোর পর সঞ্জয় জামিনে মুক্তি পান ৷
সঞ্জয়ের মামা বিশ্বজিৎ ঘোষ বলেন, “প্রেমের টানে ভাগ্নে বুলবুলচণ্ডীর সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় ৷ এ নিয়ে মামলাও হয়। সঞ্জয় মানিকচক থানায় আত্মসমর্পণ করে ৷ ওকে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে মেয়ের বাবা এবং অন্য অভিভাবকরা ছিলেন ৷ বিচারে ওর জেল হয়। জামিনে মুক্ত হয়ে সে ঘরেও ফিরে আসে। হঠাৎ ওই মেয়েটি তাঁর বাড়িতে চলে আসে। আমরা বিষয়টি পুলিশ এবং তার অভিভাবকদের জানাই। কারণ, আমরা আর কোনও ঝামেলা চাইছিলাম না। মেয়ের বাবা এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে। আলোচনার মধ্যেই মেয়ের বাবা মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবেই চলছিল। হঠাৎ কাল রাতে ভাগ্নে আত্মহত্যা করে।”
আরও পড়ুন : Sit in Protest in Lover House : নারাজ প্রেমিকার পরিবার, ধরনায় বসে মন জিতলেন যুবক ; সবশেষে বিয়ে
সঞ্জয়ের দাদা সুরজ ঘোষ জানান, “গতকালই ভাই জানতে পারে, মেয়েটার নাকি 5-7 দিন আগে বিয়ে হয়ে গিয়েছে। সেকথা শুনে ও কাঁদতে শুরু করে। না খেয়েই রাতে ঘুমিয়ে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে ও আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি মানিকচক থানায় জানিয়েছি। তবে, এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ জানাইনি।”
এলাকার পঞ্চায়েত সদস্য শম্ভু প্রামাণিক বলেন, “2021 সালের নভেম্বর মাসে ছেলেটি এক নাবালিকাকে লুকিয়ে বিয়ে করে। এ নিয়ে মেয়ের বাড়ির লোকজন মামলা করেন। জেল খাটার পর ছেলেটি দু’একমাস আগে ছাড়া পেয়েছে। ছেলেটি শুনতে পায়, কয়েকদিন আগে নাকি মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এতেই হতাশায় সে আত্মঘাতী হয়। তবে, এ নিয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷’’
