ETV Bharat / city

Gariahat Double Murder : ডায়মন্ড হারবারে ভাড়া বাড়ি থেকে উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র

author img

By

Published : Oct 21, 2021, 6:02 PM IST

রক্তমাখা কাপড় মিলেছিল আগেই ৷ এবার তল্লাশিতে পাওয়া গেল খুনে ব্যবহৃত অস্ত্রটি ৷ মিঠু হালদারের ডায়মন্ড হারবারের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্রটি ৷

Gariahat Double Murder, গড়িয়াহাট জোড়া খুন
গড়িয়াহাট জোড়া খুন

ডায়মন্ড হারবার, 21 অক্টোবর : গড়িয়াহাট জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি হাতে এল গোয়েন্দাদের হাতে । আগে রক্তমাখা কাপড় পেয়েছিল পুলিশ ৷ এবার পাওয়া গেল অস্ত্রটি ৷ গতকাল রাত 2টো নাগাদ এই ভাড়াবাড়িতে আসেন গোয়েন্দারা ৷ সঙ্গে ছিল মিঠু ৷ তাকে নিয়েই ঘণ্টা দুয়েকের বেশি চলে তল্লাশি ৷ তাতেই মেলে অস্ত্রটি ৷

গতকালই ডায়মন্ড হারবারে তার ভাড়াবাড়ি থেকে খুনে অভিযুক্ত পরিচারিকা মিঠু হালদারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা । জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে । গোয়েন্দাদের ম্যারাথন জিজ্ঞাসা মুখে পড়ে ভেঙে পড়ে মিঠু হালদার । নিজের দোষের কথা স্বীকার করে নেয় সে ৷ গতকাল বিকেলে তারপরই মিঠুকে গ্রেফতার করা হয় । মিঠু ছাড়াও এই ঘটনার সঙ্গে এক বা একাধিক ব্যক্তি জড়িত আছে বলে মনে করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । অন্যতম অভিযুক্ত হিসাবে নাম উঠে আসছে ভিকি হালদারের । ভিকি মিঠুর বড় ছেলে । বিকেলে গড়িয়াহাটের কাকুলিয়া রোডের বাড়িতেই অভিযুক্ত মিঠু হালদারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন হোমিসাইড শাখার তদন্তকারী অফিসাররা । এরপর রাত দু'টো নাগাদ হোমিসাইড শাখায় বিশেষ 15 জনের প্রতিনিধি দল ডায়মন্ড হারবারে আসেন ।

ডায়মন্ড হারবারে মিঠু হালদারের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল খুনে ব্যবহৃত অস্ত্র

ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের যে বাড়িতে ভাড়া থাকত, মিঠু হালদার সেই বাড়িতে নিয়ে আসা হয় তাকে ৷ খুনের সঙ্গে জড়িত কোনও তথ্য প্রমাণ এই বাড়িতেই গোপন করে রেখেছে মিঠু, এমনই মনে করেছিলেন দুঁদে গোয়েন্দারা । অভিযুক্তকে নিয়ে টানা ঘণ্টা দুয়েক ওই বাড়িতেই তল্লাশি চালায় পুলিশ । উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র ৷ বৃহস্পতিবার মিঠুকে আলিপুর আদালতে তোলা হয়েছে । এই ঘটনার সঙ্গে এক বা একাধিক ব্যক্তির জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা ৷ মিঠুর বড় ছেলে ভিকির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

আরও পড়ুন : Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুনে 14 দিনের পুলিশি হেফাজত মিঠু হালদারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.