ETV Bharat / city

CPI files Case on KMC Election 2021 : কমিশনের ব্যর্থতা ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে কলকাতার দুই সিপিআই প্রার্থী

author img

By

Published : Dec 22, 2021, 1:56 PM IST

Updated : Dec 22, 2021, 3:49 PM IST

গত রবিবার কলকাতা পৌরনিগমের নির্বাচন হয় (KMC Election 2021) ৷ সেদিন বিরোধীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল ৷ সেই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন সিপিআইয়ের দুই প্রার্থী (two CPI candidates file case at Calcutta high court on KMC election 2021) ৷

two cpi candidates file case at calcutta high court on kmc election 2021
CPI filed Case on KMC Election 2021 : কমিশনের ব্যর্থতা ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে কলকাতার দুই সিপিআই প্রার্থী

কলকাতা, 22 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিআইয়ের দুই প্রার্থী (two CPI candidates file case at Calcutta high court on KMC election 2021) । মৌসমী ঘোষ ও বিমান গুহঠাকুরতা নামে ওই দুই প্রার্থী যথাক্রমে 36 ও 126 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷

তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন করা হয়নি । পুরনো ভোটার তালিকা অনুযায়ী এই পৌরভোট হয়েছে । ফলে যে সমস্ত ভোটার কলকাতা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন, তাঁরা হয়ত এখন সেই জায়গার ভোটার, তার পরও তাঁদের নাম এবারের তালিকায় ছিল ৷ পাশাপাশি যাঁরা মারা গিয়েছেন তাঁদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি ৷ ওই সব জায়গায় ভোট পড়েছে ।

একই সঙ্গে অভিযোগ, 36 নম্বর ওয়ার্ডে যে বোমাবাজি হয়েছিল ভোটের দিন, সেই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল । প্রার্থীরা বারবার প্রশ্ন তুলেছেন, ভোটারদের নিরাপত্তা কোথায় ? তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

দুই প্রার্থীর তরফে আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় বলেন, ‘‘19 ডিসেম্বর ভোটের দিন ও 21 ডিসেম্বর গণনার দিন কী হয়েছে, তা সবাই দেখেছে । আমাদের অভিযোগ নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের সামনে ভোট লুঠ হয়েছে । নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ এই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করতে । পাশাপাশি রাজ্য পুলিশ নিষ্ক্রিয় থেকেছে । এর বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে ।’’ তিনি আরও জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, কলকাতার 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহার উপর রবিবার নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ৷ তার প্রতিকার চেয়ে অবিলম্বে পুলিশি নিরাপত্তার দাবিতে গতকালই প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাঁর আইনজীবী । কিন্তু প্রধান বিচারপতি বিষয়টি জরুরি ভিত্তিতে না শোনায়, ওই আইনজীবী আজ ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে বিচারপতি রাজশেখর মানথার দৃষ্টি আকর্ষণ করেন ৷ বিচারপতি মানথা জানিয়েছেন, তিনি আগামিকাল বিষয়টি শুনবেন ।

পাশাপাশি কলকাতা পৌরভোট সংক্রান্ত দু’টি জনস্বার্থ মামলার আগামিকাল শুনানি রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । 75 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান প্রধান বিচারপতির বেঞ্চে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে মামলা করেছেন ৷

মামলাকারীর আইনজীবীর বক্তব্য

সেই মামলায় একাধিক আবেদন করা হয়েছে আদালতের কাছে ৷ আবেদনে জানানো হয়েছে, কলকাতায় ভোটের দিন যে গোলমাল আছে তা নিয়ে তদন্ত করতে ৷ এর জন্য বিশেষ তদন্তকারী দল গড়তে হবে, অথবা নিরপেক্ষ তদন্ত করতে হবে ৷ তাছাড়া যে সমস্ত বুথে অস্বাভাবিক ভোট পড়েছে, সেই সমস্ত বুথের ভোট বাতিল করতে হবে আবেদন করা হয়েছে ।

একই সঙ্গে আরও আবেদন করা হয়েছে, আগামী নির্বাচনগুলিতে বুথ থেকে 300 মিটার পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হোক ৷ কোনও বুথ থেকে বিরোধী এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠলে সেই বুথের ভোট বাতিল করা হোক ।

আরও পড়ুন : KMC Election 2021 Results : ভোট শতাংশে বামেদের দ্বিতীয় হওয়াই কলকাতার নির্বাচনে সবচেয়ে বড় চমক

রাজ্যের আরও 111টি পৌরসভা নির্বাচনে সাতদিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে । প্রতিটি বুথে সিসিটিভি সচল আছে কি না, সেগুলো যথাযথ কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে হবে ।

Last Updated :Dec 22, 2021, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.