ETV Bharat / city

Ajanta biswas :মমতার থেকে ব্যক্তিগত সাহায্য বাম নেতাদের, অজন্তা’র সমালোচকদের জবাব কুণালের

author img

By

Published : Aug 1, 2021, 5:35 PM IST

TMC Spoke Person Kunal Ghosh Stand with Ajanta Biswas
মমতার থেকে ব্যক্তিগত সাহায্য বাম নেতাদের, অজন্তা’র পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব কুণালের

অজন্তা বিশ্বাস’কে বামেদের তরফে করা কুৎসিত আক্রমণের সমালোচনায় সরব হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ টুইটে সিপিআইএম তথা বাম নেতাদের ব্যক্তিগত স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণাপন্ন হওয়ার বিষয়টি তুলে ধরে হুঁশিয়ারি তাঁর ৷

কলকাতা, 1 অগস্ট : অনিল-কন্যা অজন্তা বিশ্বাস (Ajanta Biswas)-র তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’-তে প্রকাশিত কলম নিয়ে রাজনৈতিক চাপানউতোর জারি রয়েছে ৷ এবার অজন্তার পাশে দাঁড়িয়ে বাম নেতাদের বিঁধলেন তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ টুইটারে শীর্ষ বাম নেতাদের একহাত নিয়েছে তিনি ৷ মনে করিয়ে দিলেন, একাধিকবার বাম নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তা বামেদের দলীয় স্বার্থে হোক বা ব্যক্তিগত স্বার্থে ৷ কিন্তু, তিনি সেগুলি নিয়ে লিখতে চান না ৷ কারণ, সেটা তাঁর ‘রুচিবিরুদ্ধ’ ৷

প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে নারীদের অবদান নিয়ে ইতিহাসের অধ্যাপিকা জাগোবাংলায় তিন কিস্তিতে কলাম লিখেছিলেন অজন্তা ৷ প্রাক স্বাধীনতা থেকে স্বাধীনতার পরে বাংলার রাজনীতির ইতিহাসে নারীদের অবদান ৷ কিন্তু, বিষয়টিকে ভালভাবে নেয়নি বাংলা বামনেতৃত্ব ৷ অনিল বিশ্বাসের (Anil Biswas) আত্মজা হয়ে তথা বাম অধ্যাপক সংগঠনের সদস্য হয়ে কীভাবে তিনি বাম বিরোধী রাজনৈতিক দলের মুখপত্রে কলাম লিখলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে সিপিএমের অন্দরে ৷ ইতিমধ্যে অজন্তাকে শো-কজ করার নির্দেশ দেওয়া হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের তরফে ৷

আরও পড়ুন : Ajanta Biswas : মমতার উত্থানে উহ্য বামেদের পতন, বাম সত্ত্বায় কি সংযমী অনিল-কন্যা ?

আর তার উপর যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া ৷ প্রয়াত অনিল বিশ্বাসের সঙ্গে তুলনা টেনে গদ্দার, বিশ্বাসঘাতক সহ একাধিক বিশেষণ জুড়ে দেওয়া হচ্ছে ৷ একাধিক বাম নেতাও অজন্তার ওই কলাম লেখা নিয়ে তাঁকে বিঁধতে ছাড়েননি ৷ আর সেই নিয়েই এবার সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সরাসরি না হলেও, তৃণমূল সরকারের থেকে যে বাম নেতারা কমবেশি সবাই ব্যক্তিগত সাহায্য নিয়েছেন, তা ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ ৷ এ দিন একটি টুইটারে তৃণমূল নেতা লেখেন, ‘‘যাঁরা প্রয়াত অনিল বিশ্বাসকে টেনে অজন্তাকে কুৎসিত আক্রমণ করছেন, তাঁরা মনে রাখুন, একাধিক সিপিএম ও বাম নেতা একাধিক কারণে তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের একান্ত ব্যক্তিগত অনুরোধও নেত্রী রক্ষা করেছেন ৷ সেগুলো লেখা আমার রুচিবিরুদ্ধ ৷ কিন্তু, বাধ্য করবেন না ৷’’

আরও পড়ুন : Ajanta Biswas : অনিল-কন্যা অজন্তার লেখা জাগো বাংলায়, চরম বিড়ম্বনায় সিপিএম

অজন্তা বিশ্বাসের জাগোবাংলাতে কলাম লেখা নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, তা ভাল চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব ৷ তাই বাম নেতাদের চুপ করাতে, তাঁদের স্বার্থান্বেষী রূপ প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ ৷ সেই সঙ্গে তাঁকে যাতে রুচির বাইরে বেরতে না হয়, সেই অনুরোধও করলেন কুণালবাবু ৷ আজ সকালে অজন্তা বিশ্বাসের পাশে দাঁড়িয়ে আরও একটি টুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র ৷ যেখানে অজন্তাকে শো-কজ করা নিয়ে সিপিআইএমকে একহাত নেন ৷ যেখানে জাগোবাংলাতে প্রথম কিস্তির লেখা জমা দেওয়ার পরই অজন্তা সিপিএম নেতৃত্বকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ ৷ পাশাপাশি অজন্তা বিশ্বাসের লেখা কলামটি সম্পূর্ণ নিরপেক্ষ বলেই ওই টুইটে উল্লেখ করেছেন তৃণমূল নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.