ETV Bharat / city

Assembly By Election: উপনির্বাচনের ফল আশানুরূপ হয়নি, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রাজ্য বিজেপির

author img

By

Published : Oct 3, 2021, 8:01 PM IST

The outcome of three Assembly by-polls in WB arent in line with our expectation says by State BJP
উপনির্বাচনের ফল আশানুরূপ হয়নি, প্রেস বিজ্ঞপ্তি রাজ্য বিজেপি’র

বিধানসভার তিন কেন্দ্রের নির্বাচন এবং উপনির্বাচনের এই ফল বিজেপি আশা করেনি ৷ আজ এমনটাই জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে ৷ সেইসঙ্গে রাজ্যে উপনির্বাচন করানোয় প্রশাসনের ভূমিকার সমালোচনাও করা হয়েছে বিজেপির তরফে ৷

কলকাতা, 3 অক্টোবর : রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটের এই ফল বিজেপি আশা করেনি ৷ তবে, মুখ্যমন্ত্রিত্ব বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন তিনি ৷ তবে, মানুষের রায়কে বিজেপি সম্মানের সঙ্গে মেনে নিয়েছে বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, আজ রাজ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় ৷ অন্যদিকে, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও বিজেপিকে রীতিমত ধুলিসাৎ করে দিয়েছে শাসকশিবির ৷

এদিন বিজেপির তরফে দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং এক উপনির্বাচনের ফল নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় হার স্বীকার করে নিলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রকে উপেক্ষা করার অভিযোগ তুলেছেন ৷ নন্দীগ্রাম নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নাস্তানাবুদ হওয়ার পর হয়তো ভবানীপুর কেন্দ্র থেকে আবারও ফিরে এলেন ৷ কিন্তু, একজন হেরে যাওয়া প্রার্থী নিজের মুখ্যমন্ত্রিত্ব বাঁচাতে গণতন্ত্রের নিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করেছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

এ প্রসঙ্গে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করেন, করোনা পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখ্য়সচিবের নির্দেশে নির্বাচন ঘোষণা করা হয়েছিল ৷ এমনকি স্বাধীন ভারতে এর আগে ভোট পরবর্তী হিংসার এমন ছবি কোনও রাজ্যে দেখা যায়নি বলেও, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিজেপি ৷ নির্বাচন পুরোপুরি রাজ্য প্রশাসনের মদতে হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে ৷

আরও পড়ুন : Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

প্রসঙ্গত, পুরো প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং প্রশাসনের ভূমিকার সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপিকে ৷ এমনকি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে কলকাতা পুলিশের নজরদারির সমালোচনাও করেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি ৷ বিজেপির ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন ও উপনির্বাচেনর ফল যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে গোটা রাজ্যে বেহাল সড়ক, ভেঙে পড়া পরিকাঠামো, বেহাল নিকাশি ব্যবস্থা এবং ভয়াবহ আইনশৃঙ্খলা খুবই চিন্তার বিষয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.