ETV Bharat / city

Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

author img

By

Published : Nov 2, 2021, 3:57 PM IST

Updated : Nov 2, 2021, 4:43 PM IST

Tathagata Roy slams Dilip Ghosh after BJP's defeat in Bengal Bypoll
উপনির্বাচনে ভরাডুবির জন্য বিজেপির দলবদলের রাজনীতিকেই দুষলেন তথাগত

উপনির্বাচনে (Bengal Bypoll) ভরাডুবির জন্য বিজেপির দলবদলের রাজনীতিকেই কাঠগড়ায় তুললেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷

কলকাতা, 2 নভেম্বর: বাংলার উপনির্বাচনে বিজেপির ভরাডুবির জন্য দলের শীর্ষ নেতাদের দিকেই আঙুল তুললেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের টুইটকে রিটুইট করে তিনি কাঠগড়ায় তুলেছেন গেরুয়া শিবিরের দলবদলের রাজনীতিকে ৷

এক দিন আগেই একটি টুইট করেছিলেন দিলীপ ঘোষ ৷ অন্য দল ছেড়ে যাঁরা বিজেপিতে এসেছেন আবার চলেও গিয়েছেন, টুইটে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার পরই দলবদলুদের একহাত নিয়ে টুইটটি করেন মেদিনীপুরের সাংসদ ৷ সেই টুইটে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল, "অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন ৷ কিছুজন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন ৷ তাঁরা উৎপাত করছেন ৷" এ কথার পাশাপাশি পোস্টারে এটাও লেখা ছিল যে, "সবাইকে বাদ দেব ৷ এরা চায় না বিজেপি শক্তিশালী হোক ৷"

বঙ্গ-বিজেপির সদ্য প্রাক্তন সভাপতির নিশানা শুভেন্দু অধিকারী ছিল কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ কারণ আরএসএস থেকে উঠে আসা দিলীপের হাত ধরেই বাংলায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি ৷ অথচ তাঁর সভাপতির পদ গিয়েছে ৷ এ দিকে, দলে বড় জায়গা পেয়েছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: Dilip Ghosh : অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের বাদ দিতে চেয়ে বিতর্কে দিলীপ, কটাক্ষ কুণালের

তবে মঙ্গলবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হতে হয়েছে শুভেন্দু-সুকান্তদের বিজেপিকে ৷ সেই পরাজয়ের জন্য নাম না-করে দলের নেতাদেরই দোষী সাব্যস্ত করেছেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল । গলবস্ত্র হয়ে তাদের এনেছিল । যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি । জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici । এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই ।" দিলীপের টুইটটি রিটুইট করেই এ কথা লিখেছেন তথাগত রায় ৷ কাজেই বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে, মেদিনীপুরের সাংসদকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তিনি ৷

  • দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ?
    আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। https://t.co/33JiAjwkvf

    — Tathagata Roy (@tathagata2) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার সকালে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনের ভোটগণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হতে থাকে ছবিটা ৷ তৃণমূল প্রার্থীদের ভোট সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে ৷ চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ অবশেষে দিনহাটায় 1 লাখ 64 হাজার 89 ভোটে এবং গোসাবায় 1 লাখ 43 হাজার 51 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ অপরদিকে, খড়দায় 93 হাজার 832 ভোটে এবং শান্তিপুরে 63 হাজার 892 ভোটে জয়লাভ করেছে তৃণমূল ৷

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

Last Updated :Nov 2, 2021, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.