ETV Bharat / city

Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

author img

By

Published : Nov 2, 2021, 2:11 PM IST

Updated : Nov 2, 2021, 2:55 PM IST

Wishing BJP a very Happy Diwali, says Abhishek Banerjee after By-Poll victory
বিজেপিকে জানাই শুভ দীপাবলি, বিদ্রুপ অভিষেকের

বিজেপির সবাইকে জানাই খুব শুভ দীপাবলি ৷ বাংলায় উপনির্বাচনে (Bengal Bypoll) তৃণমূলের দুরন্ত ফলের পর এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

কলকাতা, 2 নভেম্বর: বিজেপির সবাইকে জানাই খুব শুভ দীপাবলি ৷ বাংলায় চার আসনে উপনির্বাচনে (Bengal Bypoll) তৃণমূলের বিরাট ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর এভাবেই বিজেপিকে বিদ্রুপ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ এই জয় প্রকৃত অর্থেই শব্দবাজিহীন দীপাবলি বলে কটাক্ষ করেছেন তিনি ৷

মঙ্গলবার সকালে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনের ভোটগণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হতে থাকে ছবিটা ৷ তৃণমূলের প্রার্থীদের ভোট সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে ৷ চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ অবশেষে দিনহাটায় 1 লাখ 64 হাজার 89 ভোটে এবং গোসাবায় 1 লাখ 43 হাজার 51 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ খড়দা ও শান্তিপুরেও যখন জয় প্রায় নিশ্চিত, তখন টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপিকে খোঁচা মারতে ভোলেননি তিনি ৷ সংক্ষিপ্ত দু'লাইনের টুইটে তাঁর নিশানায় রয়েছে বিজেপি ৷

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

অভিষেক টুইটে লিখেছেন, "এটা প্রকৃত অর্থেই শব্দবাজিহীন দীপাবলি ৷ বিজেপির নেতাকর্মীদের জানাই খুব শুভ দীপাবলি ৷"

  • A cracker free Diwali in true sense. Wishing folks at @BJP4India a very Happy Diwali!💥

    — Abhishek Banerjee (@abhishekaitc) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেকের আগেই তৃণমূলের জয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "এই জয় মানুষের জয় ৷ এতে প্রতিফলিত হল যে, বাংলা বরাবর ঘৃণার রাজনীতি ও অপপ্রচারের বিরুদ্ধে একতা এবং উন্নয়নকেই বেছে নেয় ৷" মানুষের আশীর্বাদ নিয়ে বাংলাকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ৷

আরও পড়ুন : Dinhata By Poll : দিনহাটায় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন

যে চার আসনে উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল ও বিজেপির বিধায়ক সংখ্যা 2-2 ছিল ৷ গোসাবা ও খড়দহ তৃণমূলের দখলে থাকলেও গত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল দিনহাটা ও শান্তিপুর আসনে ৷ কিন্তু উপনির্বাচনে ছবিটা পুরো পাল্টে গেল ৷ ব্যবধান বিপুল বাড়িয়ে সবক'টি আসনই নিজেদের দখলে নিয়ে নিল তৃণমূল ৷

আরও পড়ুন : Gosaba By-Poll : মার্জিন পাঁচগুণ বাড়িয়ে গোসাবা উপনির্বাচনে জয়ী তৃণমূল

Last Updated :Nov 2, 2021, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.