ETV Bharat / city

Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

author img

By

Published : Nov 2, 2021, 1:32 PM IST

Updated : Nov 2, 2021, 5:26 PM IST

চার বিধানসভা আসনের উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এই জয়ের পর চার জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷’’

mamata banerjee syas that tmc win in is people victory in west bengal by poll
Mamata Banerjee : চার আসনের উপ-নির্বাচনে জিতলেন মানুষ, বার্তা মমতার

কলকাতা, 2 নভেম্বর : চার বিধানসভা আসনের উপনির্বাচনে (West Bengal Bye Election) জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই জয়ের পর চার জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷’’

দুই আসনে বিধায়কের মৃত্যু ও দুই আসনে বিধায়কের পদত্যাগের জেরে গত শনিবার উপনির্বাচন হয় ৷ আজ, মঙ্গলবার তারই ফল প্রকাশিত হল ৷ চার আসনেই জিতল তৃণমূল কংগ্রেস ৷ আর তার পরই টুইট করলেন মমতা ৷

আরও পড়ুন : Dinhata By Poll : দিনহাটায় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন

টুইটারে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷ এতে প্রতিফলিত হল যে বাংলা বরাবর ঘৃণার রাজনীতি ও অপপ্রচারের বিরুদ্ধে একতা এবং উন্নয়নকেই বেছে নেয় ৷’’ পাশাপাশি মানুষের আশীর্বাদ নিয়ে বাংলাকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷

  • My heartiest congratulations to all the four winning candidates!

    This victory is people's victory, as it shows how Bengal will always choose development and unity over propaganda and hate politics. With people's blessings, we promise to continue taking Bengal to greater heights!

    — Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, যে চার আসনে উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল ও বিজেপির বিধায়ক সংখ্যা 2-2 ছিল ৷ গোসাবা ও খড়দহ তৃণমূলের দখলে ছিল ৷ আর বিজেপি (BJP) জিতেছিল দিনহাটা ও শান্তিপুর আসনে ৷ কিন্তু এবার সেই ফলাফল একেবারে উল্টে গেল ৷ তৃণমূলের দখলেই চলে গেল সবক’টি আসন ৷

আরও পড়ুন : Gosaba By-Poll : মার্জিন পাঁচগুণ বাড়িয়ে গোসাবা উপনির্বাচনে জয়ী তৃণমূল

এর ফলে বিধানসভায় বিধায়ক সংখ্যা বাড়ল তৃণমূলের ৷ আর 77 থেকে কমে সরকারিভাবে 75 হল বিজেপি ৷ আর তৃণমূলের হাতে এখন 217 জন বিধায়ক হল ৷ তবে বিজেপি থেকে তৃণমূলে চলে গিয়েছেন আরও পাঁচজন বিধায়ক ৷ ফলে খাতায় কলমে বিজেপির বিধায়ক এখন 77 হলেও আসলে গেরুয়া শিবিরে রইলেন আর মাত্র 70 জন বিধায়ক ৷

Last Updated :Nov 2, 2021, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.