ETV Bharat / city

ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন কমিটির উপর আস্থা নেই বাস মালিকদের একাংশের

author img

By

Published : Jun 9, 2021, 7:44 PM IST

বাস ভাড়া বৃদ্ধি করা নিয়ে নতুন কমিটি গঠন হতে চলেছে ৷ রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এই নতুন কমিটি গঠনের কথা জানিয়েছেন ৷ এই কমিটির প্রস্তাব অনুযায়ী বাস ভাড়া ঠিক করা হবে ৷

Some bus owners do not have confidence on the new fare committee
ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন কমিটির উপর আস্থা নেই বাস মালিকদের একাংশের

কলকাতা, 9 জুন : বাসের ভাড়া ঠিক করা নিয়ে ফের একটি কমিটি গঠন হতে চলেছে । তবে, আগের বেশ কয়েকবারের মতো এবারের কমিটি শেষ পর্যন্ত রিপোর্ট জমা দিয়ে কোনও সুরাহার পথ বাতলে দিতে পারবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বাস মালিকদের একাংশের মনে । একদিকে সংক্রমণ, অন্যদিকে জ্বালানির আকাশছোঁয়া দাম ৷ এই জোড়া ফলায় জেরবার হচ্ছেন বেসরকারি বাস মালিকরা । শহর সহ বিভিন্ন জেলাতে প্রতিবাদে সরব হচ্ছে বেসরকারি বাস মালিক ও কর্মীরা ।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘‘রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী এবার নতুন একটি কমিটি গঠন করার কথা বলেছেন । এই নতুন কমিটি কবে গঠন করা হবে এবং কবেই বা তার রিপোর্ট আসবে তা আমরা জানি না । ততদিন কি চাতক পাখির মতো বাস মালিকরা অপেক্ষা করবে ? আমরা বারবার একটি রেগুলেটরি কমিটির কথা বলেছিলাম ৷ যেটা সারা বছর ধরেই কাজ করবে । শুধুমাত্র ভাড়া বৃদ্ধির বিষয়ই নয়, সেই কমিটি সমস্ত বিষয়ের দিকে নজর রাখবে । কিন্তু তেমনটা হয়নি । এই নতুন কমিটি কতটা ফলপ্রসূ হবে জানা নেই’’ ।

অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বাস এন্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘আগের কমিটির ক্ষেত্রে কোনও লাভ না হলেও, আমাদের আশা যে এবারের যে কমিটিটি গঠন হতে চলেছে তাতে কাজ হবে । গতবার কাগজে-কলমে কমিটির অস্তিত্ব ছিল । তবে, এবারের কমিটিতে বাস মালিকদের কথাও শোনা হবে । তাই আমার মনে হয় যে এবারের কমিটি ফলপ্রসূ হবে ৷’’

আরও পড়ুন : বাসভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিকদের

তবে অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘বারবার ভাড়া বৃদ্ধি নিয়ে বহু কমিটি হয়েছে । সর্বশেষ যে রেগুলেটরি কমিটি হয়েছিল সেটির রিপোর্ট এখনও জমা পড়েনি । এবার আরও একটি কমিটি । অন্যদিকে, দু’বারের দীর্ঘ লকডাউনে জীবিকা বন্ধ হয়ে যাওয়ার ফলে লক্ষ লক্ষ পরিবহন কর্মী এবং তাঁদের পরিবার এখন না খেতে পেয়ে প্রায় পথে বসার উপক্রম । এই নিয়ে তৃতীয়বার কমিটি দেখছি । এই কমিটি কতটা কার্যকরী হবে সে বিষয় আমরা সন্দিহান । তবে, যাই হোক না কেন আমরা আশাবাদী যে, এই নতুন কমিটি রিপোর্ট জমা দেবে ৷ আর তার ভিত্তিতে দীর্ঘ মেয়াদি কোনও একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যাত্রী পরিবহণকে বাঁচানোর স্বার্থে ৷’’

প্রসঙ্গত, 2013 সালে একটি রেগুলেটরি কমিটি গঠন করা হয় । সেই কমিটির সদস্য ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য়সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও আইআইএসডব্লুবিএম-র (IISWBM) আধিকারিকরা । সর্বশেষ বাস ভাড়া বেড়েছিল 2018 সালে 8 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.