ETV Bharat / city

First Anniversary of 3rd TMC Government : 21-এর বিধানসভায় তৃণমূলের জয়ের বর্ষপূর্তিতে ‘চাওয়া-পাওয়ার’ রিপোর্ট কার্ড

author img

By

Published : May 2, 2022, 6:18 PM IST

Updated : May 3, 2022, 3:45 PM IST

তৃণমূলের তৃতীয়বার সরকারে আসার একবছর পূর্তি (First Anniversary of 3rd TMC Government) ৷ আর সেই একবছরে ভালো-মন্দ মিলিয়ে মিশিয়ে রাজ্য চালিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Report Card on First Anniversary of 3rd TMC Government) ৷ সেখানে যেমন আইনশৃঙ্খলা প্রসঙ্গে শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তেমনি জনকল্যাণমূলক প্রকল্পে মানুষের সমর্থন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ৷

Report Card on First Anniversary of TMC Government
Report Card on First Anniversary of TMC Government

কলকাতা, 2 মে : একুশের জয়ের বর্ষপূর্তি আজ (Report Card on First Anniversary of 3rd TMC Government) । একদিকে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতা দখল, অন্যদিকে বিজেপির স্বপ্নভঙ্গ, আজ এই দুইয়েরই বর্ষপূর্তি (First Anniversary of 3rd TMC Government) । এর পর মাঝে অনেকটা সময় চলে গিয়েছে । গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেকটা জল । একদিকে এই সময়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতই অভিযোগের আঙুল উঠুক, একের পর এক বিষয়ে সিবিআই তদন্ত দিয়ে সরকারকে কিছুটা অস্বস্তিতে রাখুক আদালত, গণদেবতার সমর্থনের প্রশ্নে এখনও পয়লা নম্বর তৃণমূলই । বিধানসভা নির্বাচনে জয়ের পর গত এক বছরে কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব দেখেছে বাংলা । পার্থ বনাম কুণাল, আদি বনাম নব্য ৷ সুখী গৃহস্থের মধুচন্দ্রিমা শেষ ৷

একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মেয়ে হয়ে মানুষের দরজায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । তারপর বাকিটা সব 'দিদিগিরি'। কথা দিয়েছিলেন দুয়ারে রেশন পৌঁছে দেবেন । দেবেন লক্ষ্মীর ভাণ্ডার । রেশন সরাসরি গৃহস্থের দরজায় না পৌঁছলেও পাড়ায় পৌঁছেছে ৷ কথা রেখেছেন মমতা ৷ আর এসসি-এসটি তথা আদিবাসী রমণীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে মাসিক হাজার টাকা ৷ সাধারণ ঘরের মা-বোনেরা পেয়েছেন পাঁচশো টাকা ৷ কথা রেখেছেন মমতা ৷

একই সঙ্গে কিন্তু তিনি দিয়েছিলেন সুশাসনের প্রতিশ্রুতি ৷ তবে, একাধিক সিবিআই তদন্তের নির্দেশ, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ যদিও, এর মধ্যে বিরোধীদের বদনাম তত্ত্বও আছে ৷ কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারে প্রতিহিংসার রাজনীতিও আছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বগটুইয়ে অগ্নিদগ্ধ লাশ, মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের জন্য ছাত্রনেতার গালিগালাজ কখনও সুশাসনের উদাহরণ হতে পারে না ৷

আরও পড়ুন : TMC's political status: দুর্নীতির অভিযোগে জেরবার তৃণমূল নেতারা, তবুও ঘাটতি নেই জনসমর্থনে ! কিভাবে ?

গত এক বছরে খাতায়-কলমে বাম-কংগ্রেস শূন্য ৷ বিধানসভায় তাদের উপস্থিতি নেই ৷ রাজপথেও যেটুকু আছে তা না থাকার সমান ৷ তারা শুধু আছেন টিভির পর্দায় ৷ আছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তবে, অমাবস্যার প্রদীপের সলতের মতো জ্বলছে আইএসএফ ৷ বিজেপি কিন্তু আছে বিধানসভায় ৷ তার চেয়ে বেশি আছে রাজভবনে ৷ আছে গোষ্ঠীদ্বন্দ্বে, ফ্যাক্ট ফাইন্ডিংয়ে ৷ একুশের পর নির্বাচন এসেছে নির্বাচন গিয়েছে ৷ ক্রমেই দুর্বল হয়েছে গেরুয়া ৷ তুলনায় আইসিইউ থেকে জেনারেল বেডে ফিরেছে সিপিআইএম ৷

আরও পড়ুন : CBI Submits Report to HC : বগটুইয়ে ভাদু শেখ খুন ও গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআইয়ের

তবে, এটা তৃণমূলের জয়ের এক বছর ৷ প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজির সাফল্যের 1 বছর ৷ এখন অবশ্য উত্তর থেকে দক্ষিণ বহরে বাড়ছে তৃণমূল ৷ বাংলার চৌহদ্দি ছেড়ে ঘাসফুলের চাষ এখন চলছে ত্রিপুরায়, চলছে মেঘালয়ে ৷ গোয়ার নোনা হাওয়ায় বাইশে মাথা তোলার আগেই যদিও নুইয়ে পড়েছে ঘাসফুল ৷ তবুও স্বপ্ন দেখছে তৃণমূল ৷ যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মাঝে মাঝে তাঁকে ঘিরে দলের বর্ষীয়ান নেতাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠলেও এখন তিনিই তৃণমূলে নম্বর-টু ৷ এটাই গত 2-রা থেকে এ বছর দোসরা মে তৃণমূলের রিপোর্ট কার্ড ৷

Last Updated :May 3, 2022, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.