ETV Bharat / city

Raj and Subhashree Corona Positive : ফের করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী

author img

By

Published : Jan 5, 2022, 6:24 AM IST

Updated : Jan 5, 2022, 7:34 AM IST

ফের কোভিডের কবলে পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Chakraborty and Subhashree Ganguly Corona Positive) ।

Raj - Subhashree Corona Positive
ফের করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী

কলকাতা, 5 জানুয়ারি : ফের কোভিডের কবলে পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Chakraborty and Subhashree Ganguly Corona Positive) । রাজ নিজেই টুইট করে সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন । আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তাঁরা । তবে, সুস্থ আছে তাঁদের সন্তান ।

মঙ্গলবার গভীর রাতে টুইট বার্তায় রাজ লেখেন, 'শুভশ্রী এবং আমার দু'জনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । আমরা হোম কোয়ারেন্টিনে আছি । আপনারা মাস্ক পরুন, সাবধানে থাকুন এবং কোভিড বিধি মেনে চলুন ।" এর আগেও করোনা থাবা বসিয়েছিল রাজ-শুভশ্রীর শরীরে ৷ প্রসঙ্গত, কোভিড সংক্রমণের জেরেই রাজ হারিয়েছেন তাঁর বাবাকে । মা হওয়ার কয়েক মাস পর শুভশ্রীও আক্রান্ত হয়েছিলেন করোনায় ৷ 2020 এর অগস্টে করোনায় আক্রান্ত হন রাজ চক্রবর্তীও ৷

  • Subhashree and I have been tested positive for COVID-19. We are practicing home quarantine. Please stay safe, wear a mask and follow the COVID precautionary guidelines.@subhashreesotwe

    — Raj chakrabarty (@iamrajchoco) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ফের করোনার কবলে অভিনেত্রী পার্নো

কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে মঙ্গলবার দেখা মেলেনি উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তীর । তখনই তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ রাতে নিজেই টুইট করে তার কারণ জানালেন পরিচালক ৷

Last Updated : Jan 5, 2022, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.