ETV Bharat / city

PVD's notice to Commercial Car Owners : 15 বছরের বেশি পুরনো গাড়ি মালিকদের নোটিশ রাজ্য পরিবহণ দফতরের

author img

By

Published : May 7, 2022, 7:42 PM IST

15 বছরের বেশি বাণিজ্যিক গাড়িগুলি চিহ্নিত করে এবার মালিকদের নোটিশ পাঠাচ্ছে রাজ্য পরিবহণ দফতর ৷ ইতিমধ্যে পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের (PVD) তরফে মালিকদের নোটিশ পাঠানো শুরু হয়েছে (Public Vehicle Department sending notice to commercial car owners)। চলতি বছরের মাঝামাঝি থেকেই বাতিলের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে, চলবে 2023 পর্যন্ত ।

Public Vehicle Department sending letters to private bus operators
Private Bus

কলকাতা, 7 মে : শহর ও শহরতলীতে দূষণের মাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে । তাই এবার 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়িগুলিকে বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পরিবহণ দফতর । এরপর ব্যক্তিগত গাড়িগুলি বাতিল করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷ সেই মতোই 15 বছরের বেশি বয়স হয়ে যাওয়া গাড়িগুলোকে চিহ্নিত করা হচ্ছে (Public Vehicle Department sending notice to private bus operators) ।

ইতিমধ্যে পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের (PVD) তরফে মালিকদের নোটিশ পাঠানো শুরু হয়েছে । তবে বেসরকারি বাস মালিকপক্ষের মতে, এর ফলে বেসরকারি বাসের অভাব দেখা দেবে পথে । সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা । চলতি বছরের মাঝামাঝি থেকেই বাতিলের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে, চলবে 2023 পর্যন্ত । এই সময়ের মধ্যে স্ক্র্যাপ বা কাটাই হয়ে যাবে হাজার হাজার বেসরকারি বাস, মিনিবাস, অটো, টাক্সি-সহ বহু ব্যাক্তিগত গাড়িও ।

শহর ও শহরতলীতে বায়ু দূষণ হওয়ার অন্যতম প্রধান কারণ হল যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া । এই নিয়ে বারেবারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফে 15 বছরের পুরনো গাড়ির বাতিলের উপর জোর দেওয়া হয়েছে । পিভিডি-র থেকে পাওয়া তথ্য অনুসারে আগামী বেশ কয়েকমাসের মধ্যে বেসরকারি বাস ও মিনিবাস মিলিয়ে বাতিল হয়ে যাবে প্রায় 500-র কাছাকাছি বাস । পাশাপাশি অটোর সংখ্যা হল প্রায় 1000 এবং ট্যাক্সি সংখ্যা 1000 থেকে 2000-এর মধ্যে । যদিও 2024 এর মধ্যে এই সংখ্যাগুলি আরও বেড়ে যাবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Firhad Slams BJP : যুব নেতার মৃত্যু নিয়ে নাটক করছে বিজেপি, অভিযোগ ফিরহাদের

পিভিডি-র এক উচ্চপদস্থ আধিকারিক সাফ ভাষায় জানিয়ে দেন, এবার আর রেয়াদ করা হবে না । কলকাতা পৌরসভা এরিয়ার মধ্যে 15 বছরের বেশি পুরোনো গাড়ি চলবে না । সেগুলিকে চিহ্নিত করে ইতিমধ্যেই নোটিশ পাঠানো শুরু হয়েছে । এমনকি যাঁরা সার্টিফিকেট অফ ফিটনেস ও পারমিট নবীকরণ করেননি তাঁদেরকে চিঠি পাঠানো হচ্ছে । কোনভাবেই আর 15 বছরের উপরের গাড়ি পথে চলবে না, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে রাজ্য পরিবহণ দফতর ।

এরপরেই মাথায় হাত পড়েছে বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের । এই বিষয় অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "গত দু'বছরের অতিমারির জন্য বেসরকারি বাস মালিকদের একেবারে কোমর ভেঙে গিয়েছে । এর সঙ্গে যোগ হয়েছে পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি । পাশাপাশি যন্ত্রাংশের দাম দিনেদিনে বেড়েই চলেছে । তাই পুরনো বাস বাতিল হয়ে গেলে তার পরিবর্তে নতুন বাস কেনার মত সামর্থ্য বেসরকারি বাস মালিকদের আর নেই । একটি নতুন বাস কিনতে গেলে প্রথমেই যে এককালীন ডাউনপেমেন্ট করতে হয় সেই টাকাও এখন আমাদের কাছে নেই । এছাড়াও রয়েছে মাসে মাসে কিস্তি । প্রতিদিনই পুরনো গাড়ি কাটাই হচ্ছে । তাই সমস্ত রুটেই বেসরকারি বাস অপ্রতুল । এর ফলে ব্যবসা চালিয়ে যেতে কিছু অসাধু মানুষজন প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই গাড়ি চালাচ্ছে । অন্যদিকে বাকিরা গাড়ি বসিয়ে দিচ্ছে । প্রত্যেকটি রুটে এখন বাসের অভাব দেখা দিয়েছে । সদ ইচ্ছা থাকলেও বেসরকারি বাস মালিকরা আর নতুন গাড়ি কিনতে পারছেন না ।"

তিনি আরও বলেন, "ডিজেল ও পেট্রলের অত্যাধিক মূল্য বৃদ্ধির জন্য রাজ্য পরিবহণ দফতর বারেবারে সিএনজি যানবাহনের কথা বলছে । তবে তার পরিকাঠামো এখনও আমাদের শহরে নেই । হাতে গোনা কয়েকটি পাম্প রয়েছে । নতুন সিএনজি বাস বা নতুন ডিজেল বাস কিনতে হলে সরকারকে বেসরকারি বাস মালিকদের পাশে এসে দাঁড়াতে হবে । তা যদি না হয় তাহলে আমাদের পক্ষে আপাতত নতুন গাড়ি কেনা সম্ভব নয় । ফলে রাস্তায় রুটে রুটে অপ্রতুলতা দেখা দিচ্ছে । 2023- 24 সালে গিয়ে এই অভাব প্রকটভাবে দেখা দেবে বলে আমার মনে হয় ।"

আরও পড়ুন : Post Poll Violence Case : 'ভোট পরবর্তী হিংসা' মামলায় হাজিরার জন্য অনুব্রতকে সময় দিতে চায় সিবিআই

জয়েন কাউন্সিল অফ বার সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "শহর ও শহরতলীরকে দূষণমুক্ত করার জন্য 2009 সাল থেকে এই নিয়ম চালু হয় । রাজ্যের অন্যান্য জায়গায় এখনও অনেক পুরনো গাড়ি চলে তবে শহরের প্রাণকেন্দ্রকে দূষণমুক্ত রাখতে এবার কোমর বেঁধেছে রাজ্য পরিবহণ দফতর । প্রতিদিনই পুরনো গাড়ি বাতিল হচ্ছে । এভাবে 2023-24 সালের মধ্যে হাজার হাজার বাস ও মিনিবাস বাতিল হয়ে যাবে । তবে যে গাড়িগুলো বাতিল হচ্ছে তার জায়গায় নতুন গাড়ি আনতে গেলে প্রয়োজন এককালীন অনেক টাকা । সেরকম আর্থিক জোর আর এখন অনেককেই নেই । তবুও অনেক চেষ্টা করলে হয়ত একজন মালিক একটি বাস কিনে উঠতে পারবেন, কিন্তু তাঁর পক্ষে একাধিক বাস কেনা সম্ভব হবে না । এর ফলে আগামী বছর থেকে অভাব দেখা দেবে বাসের । যাত্রীদের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে । ইতিমধ্যেই মালিকরা সার্টিফিকেট অফ ফিটনেস করাতে পারেননি বলে বাস বসিয়ে দিয়েছেন । একাধিক রুটে কমেছে বাস ।"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.