ETV Bharat / city

Post Poll Violence Case : 'ভোট পরবর্তী হিংসা' মামলায় হাজিরার জন্য অনুব্রতকে সময় দিতে চায় সিবিআই

অনুব্রত মণ্ডলকে আরও কিছুদিন সময় দিতে চাইছে সিবিআই ৷ 'ভোট পরবর্তী হিংসা'র মামলায় নিজাম প্যালসে তাঁর হাজিরার সময়ের মেয়াদ বাড়াচ্ছে সিবিআই (CBI Wants to Give More Time to Anubrata Mandal in Post Poll Violence Case) ৷ অর্থাৎ, অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যে সময় চেয়েছিলেন, তা কার্যত মঞ্জুর করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

CBI Wants to Give More Time to Anubrata Mondal in Post Poll Violence Case
CBI Wants to Give More Time to Anubrata Mondal in Post Poll Violence Case
author img

By

Published : May 7, 2022, 4:56 PM IST

কলকাতা, 7 মে : ভোট পরবর্তী হিংসার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সময় দিতে চায় সিবিআই (CBI Wants to Give More Time to Anubrata Mandal in Post Poll Violence Case) ৷ অর্থাৎ, এখনই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চাইছে না সিবিআই ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ? সিবিআই সূত্রে খবর, বর্তমানে ভোট-পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ রয়েছে ৷

তাছাড়াও, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় সিবিআই দফতরে এসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন তিনি হতে পারবেন না ৷ আইনজীবী মারফত এ কথা তিনি সিবিআই-কে ইতিমধ্যে জানিয়েছেন ৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের তরফে যে চার সপ্তাহের সময়সীমা চাওয়া হয়েছিল, তা শেষ হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে ৷ সিবিআই চাইছে তাঁকে দেওয়া সেই সময় শেষ হলেই ফের হাজিরার নোটিস পাঠানো হবে ৷ আর সেই সময়ে অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে হাজিরা না-দিলে হাইকোর্ট যাবে সিবিআই ৷

আরও পড়ুন : Anubrata Mondal Skips CBI Summons : বাড়িতে অক্সিজেন সাপোর্টে অনুব্রত, আজও এড়াবেন সিবিআই হাজিরা ?

তখন তদন্তকারীরা আদালতে বলতে পারবেন যে, একাধিকবার অনুব্রত মণ্ডলকে সমন পাঠানোর পরেও তিনি সিবিআই দফতরে গরহাজির থেকেছেন ৷ অর্থাৎ, তিনি তদন্তে সহযোগিতা করছেন না ৷ তখনই সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে আবেদন করবে ৷ আর যুক্তি দেওয়া হবে, যেহেতু অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না ৷ তাই তাঁকে সিবিআই এর হেফাজতে নিতে অনুমতি দেওয়া হোক ৷

কলকাতা, 7 মে : ভোট পরবর্তী হিংসার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সময় দিতে চায় সিবিআই (CBI Wants to Give More Time to Anubrata Mandal in Post Poll Violence Case) ৷ অর্থাৎ, এখনই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চাইছে না সিবিআই ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ? সিবিআই সূত্রে খবর, বর্তমানে ভোট-পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ রয়েছে ৷

তাছাড়াও, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় সিবিআই দফতরে এসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন তিনি হতে পারবেন না ৷ আইনজীবী মারফত এ কথা তিনি সিবিআই-কে ইতিমধ্যে জানিয়েছেন ৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের তরফে যে চার সপ্তাহের সময়সীমা চাওয়া হয়েছিল, তা শেষ হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে ৷ সিবিআই চাইছে তাঁকে দেওয়া সেই সময় শেষ হলেই ফের হাজিরার নোটিস পাঠানো হবে ৷ আর সেই সময়ে অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে হাজিরা না-দিলে হাইকোর্ট যাবে সিবিআই ৷

আরও পড়ুন : Anubrata Mondal Skips CBI Summons : বাড়িতে অক্সিজেন সাপোর্টে অনুব্রত, আজও এড়াবেন সিবিআই হাজিরা ?

তখন তদন্তকারীরা আদালতে বলতে পারবেন যে, একাধিকবার অনুব্রত মণ্ডলকে সমন পাঠানোর পরেও তিনি সিবিআই দফতরে গরহাজির থেকেছেন ৷ অর্থাৎ, তিনি তদন্তে সহযোগিতা করছেন না ৷ তখনই সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে আবেদন করবে ৷ আর যুক্তি দেওয়া হবে, যেহেতু অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না ৷ তাই তাঁকে সিবিআই এর হেফাজতে নিতে অনুমতি দেওয়া হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.