ETV Bharat / city

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও চলবে না বাস, ভাড়া বৃদ্ধি নিয়ে হুঁশিয়ারি মালিকদের

author img

By

Published : Jun 25, 2021, 10:11 PM IST

আগামী 28 জুন ট্রাক সংগঠনগুলি ‘ব্ল্যাক ডে’ পালন করবে ৷ সেই কর্মসূচিতে যোগ দেবেন বাস মালিকরা ৷ শুক্রবার দুই পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

private bus operators disappointed with new committee and no new fare
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও চলবে না বাস, ভাড়া বৃদ্ধি নিয়ে হুঁশিয়ারি মালিকদের

কলকাতা, 25 জুন : এবার ট্রাক সংগঠনগুলির পাশাপাশি আগামী 28 জুন 'ব্ল্যাক ডে' হিসেবে পালন করবেন বেসরকারি বাস মালিকরাও (Private Bus Owners) । অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে বাস মালিকদের একটি অনলাইন বৈঠকে আজ, শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷ বর্তমান পরিস্থিতি ও জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া না বাড়লে আর বাস পরিষেবা দেওয়া সম্ভব নয় । এমনটাই বলছেন একাধিক বেসরকারি বাস মালিক ।

তাঁদের দাবি, লকডাউন (Lockdown) পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস নামবে না পথে । বাস মালিকরা বলছেন, 2018 সালে বহু আন্দোলনের পর ভাড়া বাড়ে মাত্র 1 টাকা । সেই ভাড়াই চলছে আজও । যেখানে জ্বালানি ও অন্যান্য জিনিস-পত্রের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে । সেখানে ভাড়া কেন বাড়বে না, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা ৷

আরও পড়ুন : Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা

করোনা মোকাবেলায় রাজ্যজুড়ে চলছে লকডাউন । বন্ধ রয়েছে গণপরিবহণ । বন্ধ বাস মালিকদের আয় । আর্থিকভাবে একেবারেই বিপর্যস্ত বেসরকারি বাস মালিকরা ৷ সঙ্গে দোসর হয়েছে আকাশছোঁয়া জ্বালানির দাম ।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এক দিকে লকডাউন, অন্যদিকে অস্বাভাবিক পেট্রল ও ডিজেলের দাম । গতবার থেকে আমরা রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারকে বাসের ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছি বারেবারে । দুই সরকারই উদাসীন । গতবারের অভিজ্ঞতা থেকেই বলছি দফায় দফায় ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার মত পরিবর্তন করেছিল ৷ যার ফলে আজও বাসের ভাড়া বৃদ্ধি হল না ৷ তাই এই অবস্থায় সরকার যদি বিজ্ঞানভিত্তিক ভাড়া বৃদ্ধির ঘোষণা না করে, তাহলে পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে । সরকারি বাসগুলি সরকারের দেওয়া ভর্তুকিতে চলছে ৷ কিন্তু বেসরকারি বাস মালিকদের তো আর কোনও গৌরী সেন নেই যে তাদের বাস চালাতে আর্থিক সাহায্য করবে, ভর্তুকি দেবে ৷ আর আমাদের কাছেও আর সেই আর্থিক সম্বল নেই ।’’

আরও পড়ুন : Corona in India : কিছুটা কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "আমরা প্রাণে বাঁচলে তো বাস চালাবো । আমাদের সংসার চালানোই এখন দুষ্কর হয়ে পড়েছে । এবার পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস চালাতে পারার মতো সামর্থ বা অর্থ বা মনোবল আর নেই । সেই মনোবল ফিরিয়ে আনার ও বাসগুলোকে আবার পথে নামানোর ক্ষমতা একমাত্র সরকারের । বহু কমিটি তৈরি হয় । গতবারেও হয়েছিল । আবারও হল । কমিটি হয় । কমিটির রিপোর্ট সামনে আসে না । তাই এই কমিটিগুলির উপর আমাদের কোনও আস্থা নেই বা কোনও উৎসাহও নেই । লকডাউন উঠলে আর সঙ্গে ব্যয়ের সমতা রেখে যদি ভাড়া বৃদ্ধি করা না হয়, তাহলে অসম্ভব বাস চালানো । পাশাপাশি একটি আর্থিক প্যাকেজ দিতে হবে । কারণ, বাসগুলিকে আবার সচল করে পথে নামাতে হলে বিপুল খরচ পড়বে । সেই অর্থ মালিকদের কাছে নেই ।"

আরও পড়ুন : অমৃতাভর ঘটনায় ফের সোচ্চার জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় ক্ষতিপূরণ না পাওয়া নিহতদের পরিবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.