ETV Bharat / city

Partha Bhowmik: মন্ত্রিত্ব প্রাপ্তির চেয়ে 21-এর জয়কে এগিয়ে রাখছেন পার্থ ভৌমিক

author img

By

Published : Aug 3, 2022, 8:37 PM IST

বুধবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন নৈহাটির বিধায়ক তৃণমূলের পার্থ ভৌমিক (Naihati MLA Partha Bhowmik) ৷ তাঁকে সেচ ও জলসম্পদ দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷ শপথের পর পার্থ জানালেন, মন্ত্রিত্ব প্রাপ্তির চেয়ে 21-এর জয়কে এগিয়ে রাখছেন তিনি ৷

Partha Bhowmik takes oath as Cabinet Minister in Mamata Banerjee Govt
Partha Bhowmik: মন্ত্রিত্ব প্রাপ্তির চেয়ে 21-এর জয়কে এগিয়ে রাখছেন পার্থ ভৌমিক

কলকাতা, 3 অগস্ট : রাজনৈতিক নেতার জীবনে মন্ত্রিত্ব অনেক বড় জিনিস । কমবেশি সকলেই চান রাজনৈতিক জীবন শেষ হোক মন্ত্রিত্বে এসে । আবার বছরের পর বছর মন্ত্রী থেকে দুর্নীতিতে জড়িয়ে পড়ার উদাহরণও অনেক আছে । অতএব এ যেন কাঁটার মুকুট । একদিকে প্রাপ্তির আনন্দ থাকলেও ভুল করার ঝুঁকিও আছে ।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন উত্তর 24 পরগনার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Naihati MLA Partha Bhowmik) । পশ্চিমবঙ্গের কার্যনির্বাহী রাজ্যপাল লা গণেশন তাঁকে শপথ বাক্য পাঠ করান । যখন সংবাদ মাধ্যমের হুড়োহুড়ি তাঁর সঙ্গে কথা বলার জন্য, তিনি তখন ইটিভি ভারতকে জানালেন, আজকের দিনটা তাঁর জন্য আনন্দের হলেও । তাঁর জীবনের সবচেয়ে আনন্দের দিন নয় ।

মন্ত্রিত্ব প্রাপ্তির চেয়ে 21-এর জয়কে এগিয়ে রাখছেন পার্থ ভৌমিক

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে সবচেয়ে আনন্দের দিন কোনটা ! রাগ-ঢাক না করেই নৈহাটির বিধায়ক বললেন, ‘‘2021-এ ভোটের ফল ঘোষণার দিনটি ছিল আমার জন্য ছিল সবচেয়ে বেশি আনন্দের ।’’ কেন বলছেন, তার কারণও ব্যাখ্যা করলেন তিনি । পার্থর মতে, পরিবেশ পরিস্থিতি যখন তাঁর অনুকূলে ছিল না তখন ৷ বহিরাগত শত্রুর সঙ্গে লড়াই করে ঘর বাঁচাতে সমর্থ্য হয়েছিলেন তিনি । আর তাই এই সাফল্যকে মন্ত্রিত্বের থেকেও এগিয়ে রাখছেন তিনি ।

তাঁর কথায়, সেই লড়াইয়ের গুরুত্ব যে কতটা তা তিনি মুখে বলে ব্যাখ্যা করতে পারবেন । এর অনুভূতিই আলাদা । পাশে দাঁড়িয়ে থাকা তাঁর পরিবারের সদস্যরাও বলছিলেন দিনের পর দিন বাড়ির বাইরে থেকে সংগঠনকে সময় দিয়েছেন । কঠিন লড়াই বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন তিনি এবং তাঁর নেতৃত্বে গোটা তৃণমূল । সে কারণেই সেই সাফল্য অনেক বড় ছিল ।

এদিন তাঁকে এও প্রশ্ন করা হয়, মন্ত্রী হিসেবে প্রথম কোন কাজ তিনি করতে চান । তিনি জানান, রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকেই দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করেছেন । আগামিদিনে দলনেত্রী বা মুখ্যমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দেবেন, অনুগত সৈনিক হিসেবে তা পালন করবেন ।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অনেকেই বলেন তিনি অভিষেক ঘনিষ্ঠ ৷ এই সাফল্যের জন্য তিনি কি কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দেবেন । জবাবে তিনি বলেন, ‘‘দলে একজন নেত্রী-মমতা বন্দ্যোপাধ্যায় । একথা স্বয়ং বলেন অভিষেক । আমরা সকলেই তাঁর অনুগামী । আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে কাজ করতে চাই । এর চেয়ে বেশি কিছু বলব না ।’’

তাঁকে প্রশ্ন করা হয়, শপথ গ্রহণের অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে গেলে তিনি (মমতা) কী বললেন ! পার্থ ভৌমিক বলেন, ‘‘মন দিয়ে মানুষের জন্য কাজ কর ।’’

আরও পড়ুন : মোদি থেকে মমতার ক্যাবিনেটে, 392 দিন পর ফের মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.