ETV Bharat / city

Mukul Sangma Takes on Congress : 45 দিনের মধ্যে মেঘালয়ে জুড়ে উড়বে তৃণমূলের পতাকা, কংগ্রেসকে হুঁশিয়ারি মুকুলের

author img

By

Published : Nov 30, 2021, 1:28 PM IST

Updated : Nov 30, 2021, 3:10 PM IST

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Meghayala Former Chief Minister Mukul Sangma)-সহ 12 জন কংগ্রেস বিধায়ক সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁরা যোগ দেওয়ার পর তৃণমূলই সেখানকার প্রধান বিরোধী দল ৷ এর ফলে উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে আরও কোণঠাসা কংগ্রেস ৷

meghalaya tmc leader mukul sangma takes on congress
মুকুল সাংমার সাংবাদিক বৈঠক

কলকাতা, 30 নভেম্বর : উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে আগেই বিজেপি কোণঠাসা করেছে কংগ্রেসকে ৷ এবার তৃণমূলও তাদের উপর চাপ বাড়াতে শুরু করেছে ৷ অদূর ভবিষ্যতে রাহুল-সোনিয়াদের দলকে কার্যত সাইনবোর্ডে পরিণত করার হুঁশিয়ারি দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ৷

তিনি এতদিন কংগ্রেসে ছিলেন ৷ সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে ৷ সঙ্গে এনেছেন হাত শিবিরের 11 জন বিধায়ককে ৷ ফলে রাতারাতি মেঘালয়ে তৃণমূল কংগ্রেস হয়ে উঠেছে প্রধান বিরোধী দল (TMC is Main Opposition in Meghalaya) ৷ সোমবার মুকুল সদলবলে দেখা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷

আরও পড়ুন : Mamata Banerjee Visits to Mumbai : তিনদিনের সফরে আজ মায়ানগরীতে মমতা

তার পর মঙ্গলবার কলকাতায় বসেই মেঘালয়ের রাজনীতি নিয়ে কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন মুকুল সাংমা (Mukul Sangma Takes on Congress) ৷ তাঁর দাবি, মাত্র 45 দিনের মধ্যেই গোটা মেঘালয় জুড়ে উড়বে তৃণমূল কংগ্রেসের পতাকা (mukul sangma promises to build a stronger TMC organization in Meghalaya) । এর পর সরাসরি কংগ্রেসকে উদ্দেশ্য করে তাঁর অভিযোগ, এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারত-সহ গোটা দেশেই কংগ্রেস তার দায়িত্ব পালনে ব্যর্থ । সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে তৈরি হয়েছে । তাই সময়ের দাবি মেনেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা ।

mukul-sangma-promises-to-build-a-stronger-tmc-organization-in-meghalaya
মেঘালয়ের তৃণমূল বিধায়করা

প্রসঙ্গত, 2024-এর লোকসভা ভোটের আগে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাই জাতীয় স্তরে সংগঠন বিস্তার করতে শুরু করেছে ঘাসফুল শিবির ৷ ইতিমধ্যে অসমের সুস্মিতা দেব, গোয়ার লুইজিনহো ফেলেইরোর মতো নেতারা তৃণমূলে যোগদান করেছেন ৷ সোমবার কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠকেও ঠিক হয় যে দেশজুড়ে প্রধান বিরোধী হয়ে উঠবে তৃণমূল ৷ মোদি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের জন্য তারা অপেক্ষা করবে না ৷

আর সেই কাজ করতে গেলে রাজ্যে রাজ্যে সংগঠন মজবুত করা প্রয়োজন, তা বিলক্ষণ জানেন মমতা-অভিষেক ৷ তা বুঝতেই পেরেই সম্ভবত শুরুতেই মেঘালয়ে সংগঠন মজবুত করার কথা বললেন মুকুল সাংমারা ৷ মঙ্গলবার মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মুকুল সাংমা জানিয়ে দিলেন, মাত্র 45 দিনের মধ্যে পুরো মেঘালয় জুড়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করবেন তিনি ।

আরও পড়ুন : TMCs National Expansion Plan : জাতীয়স্তরে সংগঠন বিস্তারে দলের সংবিধান বদলাচ্ছে তৃণমূল

এদিন এই সাংবাদিক সম্মেলনে মুকুল সাংমা ছাড়াও উপস্থিত ছিলেন মেঘালয়ে তৃণমূলের সদ্য নির্বাচিত প্রদেশ সভাপতি চার্লস পিংরোপ । এদিন পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সী তাঁদের সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন । সেখানেই তাঁরা জানান, মমতার দেখানো পথেই তাঁরা ওই রাজ্যে তৃণমূলকে মানুষের দরজায় নিয়ে যাবেন ।

Last Updated : Nov 30, 2021, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.