ETV Bharat / city

রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jul 6, 2021, 3:13 PM IST

Updated : Jul 6, 2021, 7:21 PM IST

mamata bannerjee announce that west bengal government will celebrate khela hobe diwas every year
রাজ্যে পালিত হবে খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ‘খেলা হবে’ ৷ ভোটে জয়ের পর এবার রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে বলে বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 6 জুলাই : সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ‘খেলা হবে’ ৷ যা রাজনীতির ময়দানে গত কয়েকমাসে যথেষ্ট জনপ্রিয় হয়েছে ৷ এই স্লোগান সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে ৷ তাই এবার পশ্চিমবঙ্গে পালিত হবে খেলা হবে দিবস ৷

গত শুক্রবার বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন ৷ মঙ্গলবার ছিল অধিবেশনের তৃতীয়দিন ৷ সেখানেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : বিধানসভাতে বিরোধীদের কণ্ঠস্বর আক্রান্ত হওয়ার অভিযোগে ওয়াকআউট বিজেপির

তিনি জানান, খেলা হবে স্লোগান সফল হয়েছে ৷ তাই এই স্লোগানকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে ৷ ওই দিনে 50 হাজার ফুটবল দেওয়া হবে ক্লাবগুলিকে ৷ তবে কবে এই খেলা হবে দিবস পালন করা হবে, তা অবশ্য জানাননি মুখ্যমন্ত্রী ৷ পরে এই নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন : Union Cabinet reshuffle : 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ? জল্পনা তুঙ্গে তুলে দিল্লিতে ভিড় হেভিওয়েটদের

প্রসঙ্গত, গত শুক্রবার রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিক্ষোভ দেখায় বিধানসভায় ৷ তার জেরে রাজ্যপাল জগদীপ ধনকড় ভাষণ পাঠ করতে পারেননি ৷ মঙ্গলবার বিধানসভার প্রথমার্ধেও বিজেপি ওয়াকআউট করে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে ৷ তাই তাঁর বক্তৃতা করার সময় বাধা দেওয়া হলেও অধ্যক্ষ কোনও পদক্ষেপ করেননি ৷

আরও পড়ুন : দেবাঞ্জন অস্বস্তি বাড়িয়েছিল তৃণমূলের, এবার বিজেপির কাঁটা সনাতন

Last Updated :Jul 6, 2021, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.