Mamata Banerjee: নবান্ন অভিযানে আহত পুলিশকর্তাকে দেখতে এসএসকেএম-এ মমতা

author img

By

Published : Sep 19, 2022, 7:50 PM IST

Updated : Sep 19, 2022, 8:50 PM IST

Mamata Banerjee visits SSKM Super Speciality Hospital to meet ACP Debjit Chatterjee

নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) আহত কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে (ACP Debjit Chatterjee) দেখতে সোমবার এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে (SSKM Super Speciality Hospital) পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: বিজেপি-এর ডাকা নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) আহত কলকাতা পুলিশের (Kolkata Police) সেন্ট্রাল ডিভিশনের (Central Division) অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে (ACP Debjit Chatterjee) সোমবার হাসপাতালে দেখতে এলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন আহত ওই পুলিশ আধিকারিককে দেখতে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে (SSKM Super Speciality Hospital) পৌঁছে যান মমতা ৷ দেবজিৎ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি ৷ কথা বলেন তাঁর চিকিৎসকদের সঙ্গেও ৷

প্রসঙ্গত, এর আগে কলকাতার নগরপাল বিনীত গোয়েলও এসএসকেএম-এ এসে তাঁর সহকর্মী এসিপি দেবজিৎ চট্টোপাধ্য়ায়কে দেখে গিয়েছেন ৷ তারও আগে তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এসএসকেএম-এ আসেন ৷ তিনিও দীর্ঘক্ষণ আক্রান্ত ওই পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন ৷ তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন ৷

আরও পড়ুন: নবান্ন অভিযানে জখম সহকর্মীকে দেখতে হাসপাতালে নগরপাল

উল্লেখ্য, গত 13 সেপ্টম্বর নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি ৷ সেই কর্মসূচির জেরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় মহানগরের নানা এলাকা ৷ অশান্তির আশংকায় সেদিন আগে থেকেই রাস্তায় অনেক বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল ৷ সেই দলে ছিলেন এসিপি দেবজিৎ চট্টোপাধ্য়ায়ও ৷ একটা সময় তিনি একা পড়ে যান ৷ সেই সময় তাঁর উপর হামলে পড়েন মারমুখী আন্দোলনকারীরা ৷ রীতিমতো বাঁশ দিয়ে পেটানো হয় ওই পুলিশ আধিকারিককে ৷ প্রাণে বেঁচে গেলেও তাঁর হাত ভেঙে যায় ৷ এরপরই দেবজিৎকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ তবে, দেবজিতের দীর্ঘ চিকিৎসা দরকার ৷

ইতিমধ্য়েই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এসিপি-কে মারধরের ঘটনায় অভিযুক্তদের ধরপাকড় শুরু হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ ধৃতদের মধ্যে অন্যতম রাজকুমার মাইতি ৷ লালবাজারের প্রতিনিধিরা তাঁকে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করেন ৷

Last Updated :Sep 19, 2022, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.