Vineet Kumar Goyal: নবান্ন অভিযানে জখম সহকর্মীকে দেখতে হাসপাতালে নগরপাল

author img

By

Published : Sep 17, 2022, 8:11 PM IST

CP Vineet Kumar Goyal comes to check ACP Debjit Chatterjee health Condition at SSKM

বিজেপি-এর নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) জখম এসিপি দেবজিৎ চট্টোপাধ্য়ায়ের (ACP Debjit Chatterjee) স্বাস্থ্যের খোঁজ নিতে শনিবার এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে (SSKM Super Speciality Hospital) পৌঁছে গেলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল (Vineet Kumar Goyal) ৷

কলকাতা, 17 সেপ্টেম্বর: নিজে হাসপাতাল থেকে ছাড়া পেতেই আহত সহকর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল (Vineet Kumar Goyal) ৷ শনিবার এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে (SSKM Super Speciality Hospital) পৌঁছে যান তিনি ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর সহকর্মী এসিপি দেবজিৎ চট্টোপাধ্য়ায়ের (ACP Debjit Chatterjee) ৷ তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতেই এদিন হাসপাতালে পৌঁছে যান পুলিশ কমিশনার ৷

উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর নবান্ন অভিযান করে বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ কর্মসূচি ঘিরে রাজপথের নানা অংশ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ৷ এমনই এক জায়গায় পরিস্থিতি সামলানোর দায়িত্বে ছিলেন দেবজিৎ ৷ হঠাৎই তিনি একা পড়ে যান ৷ সেই সময় রীতিমতো বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে ৷ তাতে গুরুতর জখম হন ওই পুলিশ আধিকারিক ৷ তাঁর হাত ভেঙে যায় ৷ ঘটনায় বিজেপি কর্মীদের কাঠগড়ায় তোলা হয়েছে ৷ এরপর থেকেই এসএসকেএম-এ চিকিৎসা চলছে দেবজিতের ৷ আপাতত তিনি ভালোই আছেন ৷ তবে, বেশ কিছু দিনের বিশ্রাম প্রয়োজন ৷ তাছাড়া, তাঁর অস্ত্রোপচারও করতে হবে ৷ কিন্তু, কবে তা করা হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা ৷

আরও পড়ুন: পুলিশের গাড়িতে আগুন, কাউন্সিলরের ছেলের খোঁজে বাড়িতে পৌঁছল পুলিশ

আগেই দেবজিৎকে দেখতে হাসপাতালে এসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ শনিবার তাঁকে দেখতে আসেন পুলিশ কমিশনারও ৷ বেশ কিছুক্ষণ দেবজিতের কেবিনে ছিলেন তিনি ৷ প্রসঙ্গত, সম্প্রতি নগরপাল নিজেই ডেঙ্গিতে আক্রান্ত হন ৷ তবে, এখন তিনি সুস্থ আছেন ৷ হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে ৷

এদিকে, নবান্ন অভিযানের দিন পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা পৌরসভা এলাকার এক বিজেপি নেত্রী তথা কাউন্সিলরের ছেলের ৷ অভিযুক্তের নাম শুভজিৎ ঘোষ ওরফে রনি ৷ শনিবার তাঁর খোঁজে বেলডাঙায় পৌঁছে যায় পুলিশ ৷ অভিযুক্তের বাড়িতেও যান পুলিশের প্রতিনিধিরা ৷ কিন্তু, শুভজিৎকে সেখানে পাওয়া যায়নি ৷ সূত্রের দাবি, তিনি পলাতক ৷ তবে, সরকারিভাবে এমন কোনও তথ্য মেলেনি ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গত 13 সেপ্টেম্বরের নবান্ন অভিযানে শুভজিৎ যাননি ৷ কিন্তু, পুলিশের কাছে জমা পড়া ভিডিয়ো ফুটেজে তাঁর ছবি রয়েছে বলে দাবি করা হচ্ছে ৷ যদিও বিজেপির বক্তব্য, শুভজিৎকে ফাঁসানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.