ETV Bharat / city

Mamata Banerjee : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্যতম, কংগ্রেসকে বিঁধে বোঝাল তৃণমূল

author img

By

Published : Oct 12, 2021, 12:57 PM IST

tmc-stated-through-jagobangla-that-mamata-banerjee-is-the-best-choice-as-next-prime-minister
Mamata Banerjee : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্যতম, কংগ্রেসকে বিঁধে বোঝাল তৃণমূল

বঙ্গের ভোটে বিজেপিকে হারিয়ে জাতীয় রাজনীতি মোদি বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপিকে হারাতে পারলে তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ এবার সেই বিষয়টি জাগোবাংলায় কার্যত স্পষ্ট করল তৃণমূল ৷

কলকাতা, 12 অক্টোবর : মোদির বিকল্প মমতা !

2021 সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত করার পর জাতীয় রাজনীতিতে এমন একটা ধারণার জন্ম দিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চাইছেন কেউ কেউ ৷ এবার সেটাই কার্যত স্পষ্ট করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : আজ লখিমপুরে মৃত কৃষকদের প্রার্থনা সভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

মঙ্গলবার বঙ্গের শাসক দলের মুখপত্র জাগোবাংলায় (Jagobangla) ‘বাংলা থেকে প্রধানমন্ত্রীর অপেক্ষায়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ লিখেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ সেখানেই এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে ৷

কুণাল ঘোষ রীতিমতো ব্যাখ্যা দিয়েছেন যে কেন মমতাকে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিকল্প বলা হচ্ছে ৷ সেখানে যেমন উঠে এসেছে মমতার দীর্ঘ সময় আন্দোলনের অভিজ্ঞতা, তেমনই উল্লেখ করা হয়েছে তৃণমূল নেত্রীর প্রশাসনিক দক্ষতার কথাও ৷

আরও পড়ুন : Varun Gandhi : বরুণ দলের নীতি মেনে মন্তব্য করুক, চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব

তাই কুণাল ঘোষ লিখেছেন, ‘‘...বাংলার ক্ষেত্রে দেশের সরকারকে নেতৃত্ব দেওয়ার আশা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ৷’’ কারণ, হিসেবে কুণালের ব্যাখ্যা, ‘‘...বাংলার বিধানসভা নির্বাচনে এবার ডেইলি প্যাসেঞ্জারি করা বিজেপির (BJP) শীর্ষনেতাদের সম্মিলিত সবরকম চেষ্টা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছে, তাতে গোটা দেশ জননেত্রীকেই বিকল্প মুখ হিসেবে দেখছেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়েকদিন আগে জাগোবাংলার পরপর দু’টি সম্পাদকীয় প্রতিবেদনে কংগ্রেসের কড়া সমালোচনা করেছিল তৃণমূল ৷ রাহুল-প্রিয়াঙ্কার (Rahul gandhi & Priyanka Gandhi) দলকে ‘পচা ডোবা’র সঙ্গে তুলনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ একই সঙ্গে তৃণমূলকেই (Trinamool Congress) ‘আসল কংগ্রেস’ বলে উল্লেখ করেছিল ৷

আরও পড়ুন : Dhupguri Durga Puja : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ধুপগুড়িতে পুজোর আয়োজন মহিলাদের

এদিনের প্রতিবেদনে কুণাল ঘোষও কংগ্রেসকে (Congress) সমালোচনায় বিদ্ধ করেছেন ৷ লিখেছেন, ‘‘কেন্দ্রে বিজেপি ৷ সবরকম জনবিরোধী নীতিতে দেশ বিপর্যস্ত ৷ মানুষ মুক্তি চান ৷ কংগ্রেস 2014, 2019 এবং এখনও ব্যর্থ ৷ তাদের দলের মধ্যেই সমস্যা ৷ নরেন্দ্র মোদির বিকল্প মুখ বা শক্তি, কোনওটাই দিতে পারছে না কংগ্রেস ৷ কেবল ইতিহাস ধুয়ে জল খাওয়ার বড় বড় কথা ৷’’

শুধু বর্তমান প্রেক্ষাপট নয়, অতীতের উদাহরণ টেনেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল বিঁধেছেন কংগ্রেসকে ৷ শুরু করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের (Netaji Subhash Chandra Bose) ‘প্রধানমন্ত্রী’ হওয়ার প্রসঙ্গ দিয়ে ৷ প্রথম আজাদ হিন্দ সরকারের (Azad Hind Government) প্রসঙ্গ ইতিহাসে ঠাঁই না পাওয়ায় আক্ষেপও করেছেন ফের মমতার আস্থাভাজন হয়ে ওঠা এই নেতা ৷

আরও পড়ুন : SRK : শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতার প্রসঙ্গে মমতার চুপ থাকা নিয়ে প্রশ্ন অধীরের

একই সঙ্গে কংগ্রেস তথা গান্ধি পরিবার (Gandhi Family) কীভাবে বারবার প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee) প্রধানমন্ত্রীর চেয়ার থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেই অভিযোগও নিজের লেখায় উল্লেখ করেছেন কুণাল ৷ সঙ্গে যোগ করেছেন জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রধানমন্ত্রী না করা নিয়ে সিপিএমের (CPIM) ‘ঐতিহাসিক ভুল’-এর প্রসঙ্গ ৷

আর তাই বারবার গোটা লেখায় কুণাল বোঝাতে চেয়েছেন যে বাংলা থেকে প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দেখার অপেক্ষা আর কাটছে না ৷ বছর তিনেক পর সেই অপেক্ষার অবসান যে মমতার হাত ধরে হতে পারে, সেটাই এই লেখার মূল প্রতিপাদ্য ৷

আরও পড়ুন : Sukhendu Sekhar Ray : সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয় না, অভিযোগ তুলে পদ ছাড়লেন সুখেন্দু

কিন্তু 2024 সালে নরেন্দ্র মোদির সরকারকে হারাতে গেলে বিরোধী জোটে কংগ্রেসকেও যে প্রয়োজন, তাও বিলক্ষণ বোঝে তৃণমূল ৷ তাই বিরোধী জোটে কংগ্রেসের প্রয়োজনীয়তার কথা বারবার স্বীকার করে তারা ৷

পাশাপাশি লেখার শুরুতে ‘বিধিসম্মত সতর্কীকরণ’ হিসেবেও কুণাল জানিয়েছেন, তৃণমূলের একমাত্র লক্ষ্য প্রধানমন্ত্রীর পদ, সেই সিদ্ধান্তে এখনই পৌঁছানো উচিত নয় ৷ আবার সঙ্গে এটাও কুণাল লিখেছেন, ‘‘আর বঙ্গবাসী হিসেবে যদি কেউ প্রধানমন্ত্রিত্বের ইতিহাসের সাদা পাতাটিকে এবার এই নারীশক্তির আরাধনার সময় পূরণ করার স্বপ্ন দেখি, সেই অধিকার নিশ্চয় আমাদের আছে ৷’’

আরও পড়ুন : BJP : পুজোকে ভয় পাচ্ছে বিজেপি, জাগোবাংলায় অভিযোগের কলম কুণালের

তবে তৃণমূল কংগ্রেস যাই বলুক ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে মমতার প্রধানমন্ত্রী হওয়ার অঙ্কটা বেশ কঠিন ৷ কারণ, বিজেপিকে লোকসভা নির্বাচনে হারাতে গেলে কংগ্রেসের শক্তি সঞ্চয় আরও প্রয়োজন ৷ কারণ, সারা দেশে 200টি লোকসভা আসনে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি টক্কর হবে ৷ বিজেপির ফল খারাপ হলে কংগ্রেসই একক বৃহত্তম দল হিসেবে সামনে আসতে পারে ৷ তখন তারাই প্রধানমন্ত্রিত্বের দাবিদার হবে ৷

অন্যদিকে কংগ্রেসকে ছাড়াই যদি বিজেপি বিরোধী জোট সাফল্য পায় ৷ আর সেখানে তৃণমূলের হাতে 40-42টি আসন থাকে, তাও মমতার প্রধানমন্ত্রী হওয়া কঠিন ৷ কারণ, তখন অন্য আঞ্চলিক দলগুলির হেভিওয়েট নেতারাও প্রধানমন্ত্রীর কুর্সি দখল করার চেষ্টা করবেন ৷ সেক্ষেত্রে বিরোধী জোটটাই ভেস্তে যেতে পারে ৷

আরও পড়ুন : Tripura TMC : তেইশের বিধানসভা নির্বাচনের ওয়ার্ম আপ, ত্রিপুরার পুরভোটে নজর তৃণমূলের

কুণাল অবশ্য এই যুক্তি মানতে নারাজ ৷ তাঁর ব্যাখ্যা, ‘‘সংখ্যাতত্ত্বের গল্প এখন হাস্যকর ৷ এটা জোটের যুগ৷ ম্যাজিক ফিগারে যোগফল দরকার ৷ কিন্তু যোগফল ধরে রাখার জন্য একটা উপযুক্ত মুখ দরকার ৷’’

আর সেই ‘উপযুক্ত মুখ’ই যে মমতা, তাও এদিন কুণালের লেখার মাধ্যমে আরও স্পষ্ট করল তৃণমূল ৷ এখন দেখার বিজেপি বিরোধী জোটের রাজনীতিতে এর কী প্রভাব পড়ে ! আর কংগ্রেসই বা বিষয়টি নিয়ে কী প্রতিক্রিয়া দেয় !

আরও পড়ুন : Sujan Chakraborty : এবার কি তৃণমূল কংগ্রেসের অফিস থেকে সরকার চলবে ? প্রশ্ন সুজনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.