Dhupguri Durga Puja : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ধুপগুড়িতে পুজোর আয়োজন মহিলাদের

author img

By

Published : Oct 11, 2021, 10:55 PM IST

Dhupguri Durga Puja

দীর্ঘ কয়েক বছর ধরেই প্রতিমা ছাড়াই ঘট পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজোর আয়োজন করে আসছিলেন ধুপগুড়ির ভেমটিয়া এলাকার মহিলারা। প্রতিমা ছাড়া পুজোর আয়োজন করতে গিয়ে একসময় চোখে জল চলে এসেছিল মহিলাদের।

ধুপগুড়ি, 11 অক্টোবর : দীর্ঘদিনের ইচ্ছা বড় করে দুর্গাপুজোর আয়োজনের। কিন্তু আর্থিক সমস্যায় নিজেদেরই নুন আনতে পান্থা ফুরোনো অবস্থা। তবে সম্প্রতি রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে ৷ আর সেই টাকা দিয়েই পুজোর আয়োজন করলেন ধুপগুড়ির ভেমটিয়া এলাকার মহিলারা।

দীর্ঘ কয়েক বছর ধরেই প্রতিমা ছাড়াই ঘট পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর আয়োজন করে আসছিলেন ধুপগুড়ির ভেমটিয়া এলাকার মহিলারা। প্রতিমা ছাড়া পুজোর আয়োজন করতে গিয়ে একসময় চোখে জল চলে এসেছিল মহিলাদের। দীর্ঘদিন ধরেই তাঁদের ইচ্ছে প্রতিমা দিয়ে বড় দুর্গাপুজো করার। কিন্তু পারিবারিক আর্থিক সমস্যা সেই পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ৷ একাধিকবার বড় পুজোর আয়োজন করতে গিয়ে অসুবিধার মুখে পড়তে হয়েছিল মহিলাদের।

আরও পড়ুন : Puja parikrama : ষষ্ঠীতেই দর্শনার্থীদের ঢল, পুজোর আনন্দে মাতল কল্লোলিনী কলকাতা

অবশেষে এবার তাদের মনের আশা পূরণ হল। মহিলারা রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 500 বা 1000 টাকা পাচ্ছেন। মহালয়ার দিন থেকে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা করে ঢুকতে শুরু করেছে। আর সেই টাকা মিলতেই সকলে মিলে পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন। এই বছরই প্রথম মা দুর্গার মূর্তি দিয়ে পুজোর আয়োজন করেছেন ভেমটিয়ার জেলে পাড়ার মহিলারা। প্রায় 35 জন মহিলা মিলে করছেন এই পুজো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.