ETV Bharat / bharat

Lakhimpur Kheri Violence : আজ লখিমপুরে মৃত কৃষকদের প্রার্থনা সভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

author img

By

Published : Oct 12, 2021, 9:16 AM IST

3 অক্টোবর লখিমপুরে হিংসাত্মক ঘটনায় মারা গিয়েছেন 4 জন কৃষক ৷ তাঁদের আত্মার শান্তি কামনায় আজ 'অন্তিম আরদাস' অর্থাৎ শেষ প্রার্থনা ৷ অন্য রাজ্য থেকে আসছেন কৃষকেরা, আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি-সহ অন্য রাজনৈতিক নেতারাও ৷

লখিমপুরে খেরিতে প্রিয়াঙ্কা গান্ধি
লখিমপুরে খেরিতে প্রিয়াঙ্কা গান্ধি

লখিমপুর খেরি, 12 অক্টোবর : আজ সকাল 9টা নাগাদ শুরু হবে 'অন্তিম আরদাস' ('antim ardas', the last prayer) ৷ 3 অক্টোবর 4 জন কৃষক প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনায় শেষ প্রার্থনা সভা লখিমপুর খেরিতে ৷ বিভিন্ন রাজ্য থেকে কৃষকেরা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে ৷ আসছেন কংগ্রেস নেত্রী তথা সাধারণ সম্পাদক (Congress General Secretary) প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷

কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ন (Bharatiya Kisan Union, BKU) জানিয়েছে কোনও রাজনৈতিক নেতা এই অনুষ্ঠানে কৃষক নেতাদের সঙ্গে মঞ্চে থাকবেন না ৷ বিকেইউ নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)-সহ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে কৃষকেরা আসতে পারেন এই সংগঠিত প্রার্থনা সভায় ৷

বিকেইউ-এর জেলা সভাপতি অমনদীপ সিং (Amandeep Singh) বললেন, "তিকোনিয়া গ্রামের যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে দূরে একটি মাঠে 'অন্তিম আরদাস'-এর প্রস্তুতি শুরু হয়েছে ৷" আরএলডি-র (Rashtriya Lok Dal, RLD) সর্বভারতীয় সম্পাদক অনীল দুবে (Anil Dubey) জানিয়েছেন তাদের নেতা জয়ন্ত চৌধুরীরও লখিমপুর খেরিতে যাওয়ার কথা রয়েছে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীপুত্রের তিনদিনের পুলিশ হেফাজত

উত্তর প্রদেশ কংগ্রেসের মুখপাত্র (spokesperson) অশোক সিং (Ashok Singh) একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, "কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা 'অন্তিম আরদাস'-এ যোগ দিতে লখিমপুর খেরিতে যাবেন ৷ তাঁর সঙ্গে থাকবেন উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয় কুমার লালু (Ajay Kumar Lallu), ধীরজ গুরজার (Dheeraj Gurjar), রোহিত চৌধুরী (Rohit Chaudhary), প্রমোদ তিওয়ারি (Pramod Tiwari), আরাধনা মিশ্র (Aradhna Misra), দীপক সিং (Deepak Singh) ৷"

বিকেইউ (টিকায়েত)-এর সহ-সভাপতি বলকর সিং (Balkar Singh) বলেছেন, "কোনও রাজনৈতিক নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হবে না ৷ শুধুমাত্র 'সংযুক্ত কিষাণ মোর্চা'-র (Samyukta Kisan Morcha, SKM) নেতারা থাকবেন ৷"

এই অনুষ্ঠান ঘিরে কোনও অপ্রীতিকর বা আইন ও শৃঙ্খলা ভঙ্গের ঘটনা যাতে না ঘটে, তাই প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ওই অঞ্চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.